আমি উচ্ছৃঙ্খলতার অশুভ ছায়া-
আমি সমাজের অভিশাপ,রুদ্র তিমির ছোঁয়া।
আমি সাইক্লোন-
আমি ধ্বংস করিব যত অনিয়ম।
সমাজের এই পাশবিকতার অন্তরালের ভিত্তি
আমি দলিত করিব সেসব সমাজ রাজের কীর্তি।
আমি গেয়ে যাই তাহাদের গান আনিল যারা সভ্যতা
সে সব শূদ্র মানবেরা দেব,তারাই ভাগ্য বিধাতা।
তাহাদেরই বুক,তাদেরই পাঁজর গড়েছে গীর্জা মন্দির
তাহাদেরই ঘামে লুটিয়া পড়িছে বাধা সব পৃথিবীর।
তাহারা নয়তো করুণা ভিক্ষু,তাহারা নয়তো ঘৃণ্য
তাহাদেরই তরে সমাজের বুকে এঁকে দেই পদচিহ্ন।
আমি বিদ্রোহী,আমি কবি,আমি সমাজেরই এক মহাত্রাস
আমি ধ্বংসিব যত অনিয়ম,সমাজেরই বিষ নিঃশ্বাস।
আমি উত্তেজিত শহীদ রক্তে রাঙ্গা এক ভাস্কর
আমি ধনীদের সুখ চূর্ণ করি,তাহারা যে তস্কর।
ধর্মকে যারা করিয়া পণ্য,হয়েছে সমাজপতি
তাহাদের মুখে থুথু দেই আমি,দেই তাহাদের লাথি।
একদিন সেই পাহাড় প্রমাণ প্রাসাদ পড়িবে ধ্বসে
সেদিনের সেই ক্ষণের তরে সাগর উঠিছে ফুঁসে।
উঠিবে নতুন সূর্য আবার,পাখিরা গাইবে গান
বিদ্রোহ মোর সার্থক হবে ধ্বনিবে নব আযান।
*****************************
কবিতাটি ক্লাস ১০ এ(২০০২) লেখা।আমার ৪৫নং কবিতা এবং একমাত্র “নজরুল প্রভাবিত” কবিতা।
পুলাপাইন যে হারে কবি হইতাছে কেম্নে কি 🙂
আফটপিকঃ আমি কিন্তু প্রথম 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
২য় 😀 😀 😀
:-/
এডজুট্যান্ট স্যার,
এই পুলায় পুরাই একটা মকরা-ক্যাডেট। এরে মনে হয় কড়া পাঙ্গা দিতে হইবো। তা না হলে সিসিবি'র ডিসিপ্লিনের ত বারোটা বাজায়া দিব। :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
😮 😮 😮
না বুঝার কি হইলো? x-( তুমি নিজেই ত স্বীকার গেছো, পরথম লাইনেই। :grr: :grr:
কপাল ভাল যে এখনো এডু স্যার দেহে নাই। 😛
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বাকিটুকু আইল না কেন???? 😡
যাই হোক, ওর দিকে আমি ছিঃ ছুড়ে দিয়েছিলাম... =)) =)) =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই,আমি কি করছি? :-/
ওরে বোকা,
এইটা 'আমার প্রিয় নজরুলের কবিতা' বইলা চালায় দিলেও কেউ বুঝতোনা :clap:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
😐 কিন্তু নিজের কষ্ট করে লেখা কবিতারে অন্যের বলে চালাতে ইচ্ছে করে না।তাই করি নি। :hatsoff:
রিপ্লাইটা কেমন অভিমানী মনে হচ্ছে.. 😕
আমি কিন্তু আসলে তোমাকে কমপ্লিমেন্ট দিসি...মানে, তোমার লেখা প্রায় নজরুলের লেখার কাছাকাছি :boss:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমি জানি,সাকেব ভাই।আপনারা আস্কারা দেন বলেই তো আমি এমন বস্তাপচা কবিতাগুলা ব্লগে হাজির করতে পারি। 🙂
ফররুখ আহমেদের একটা ছোয়াও পাওয়া যায়...
জাবীর ভাই, গুরু মানলাম আপনাকে :boss: :boss: ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নে।এইবার ওঠ।
কিরে রিজভী, ডাইনোসররে কী এগুলা শুনাইয়াই পটাইছস নাকি?
ডাইনোসর আমার কবিতা লাইক করে না 🙁 🙁 ।বিশ্বাস না হইলে ওরে জিগাইস :grr:
কিরে ব্যাটা বিদ্রোহী কবি হয়ে উঠলি দেখি । পুরাই ভস :clap:
আমার চারপাশের সমাজটাকে আমি কঠিনভাবে ঘৃণা করি.......
thnx.........আদনান ভাই। 🙂