নীলা-২য় পত্র

নীলা

(পূর্ব প্রকাশিতের পর..)
নীলা।দুইটা অক্ষরের ছোট্ট নাম।ওর চোখ আকাশের মতো নীল।তাই আদর করে আমি নীলা ডাকি।নীল আমার ফেভরিট কালার কিনা!ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে।কিভাবে পরিচয়,আর একদিন বলব।

আমার হইছে এক জ্বালা!আমি সাইন্সের আর ও আর্টসের।আমি যখন তাকে “কার্শফস ভোল্টেজ ল” আর “কার্শফস কারেন্ট ল” বুঝাই,সে বলে”এই গুলার মধ্যে কোন রস আছে নাকি!এই নাও ‘মানব জমিন'”।ও ব্যাগ থেকে বই বের করে দেয়।”ও,ওই ব্যাটা তো ক্যারেক্টারলেস।কার না কার সাথে সম্পর্ক বাধাইছে।আবার কিনা পাহাড়ে যাইতে চায়।কত্ত বড় সাহস।এত জনরে ঘুরাইয়া শেষে কিনা চইলা যায়!”ওকে রাগাতেই এত আয়োজন।রাগলে ওকে খুব সুন্দর লাগে।

“দেখছ,পুরুষ মানুষ।”রাগ দেখিয়ে বলে।ওর হাতটা আমার থেকে ছাড়িয়ে একটু দূরে সরে বসে।খাইছে!ধ্যাত!নিজেই ফান্দে পড়লাম!”তুমি কখনো আমাকে ফেলে চলে যাবে না তো?!”ওর মায়বী চোখের গভীর আর্তিটুকু আমার চোখ এড়িয়ে গেল না।

আবেগে গলাটা রুদ্ধ হয়ে আসে।এভাবে যে ও কোনদিন বলে নি!কাছে টেনে নিয়ে বলি,”না,যাবো না।”দুজনের উষ্ণতার গভীরতাটুকু উপভোগ করতে থাকি।Thermodynamics এর সূত্রগুলোর উৎপত্তি মনে হয় এখান থেকেই!

শরতের আকাশের নীল আমাকে আর টানে না।টিএসসির ক্যাফের পাশে বসে ওর চোখের নীলে হারিয়ে যাই।একটা মেয়ের চোখ এত গভীর হয় কিভাবে?

রাশেদ ফোন করে বলে”ড: দীন মোহাম্মদ স্যার তো এখন দেশে নেই।দেখালে ওনাকে দিয়েই দেখানো উচিত।”

“ঠিক আছে।উনি আসলে একটা এপয়েনমেন্ট ঠিক করে রাখিস।”

(চলবে…)

৩,৪৭৯ বার দেখা হয়েছে

৫১ টি মন্তব্য : “নীলা-২য় পত্র”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ঐ মিয়া, সিসিবিরে কাপড় শুকানোর তার পাইছ নাকি???? 😡
    একটু একটু লেইখ্যা ঝুলায়া রাখতেছ??? x-(

    যাই হোক, পরের পর্বের জন্য অপেক্ষায় থাকলাম... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    ধুর!!
    এট্টু এট্টু কইরা লেখা দেয়ার জন্য :thumbdown:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. রাশেদ (৯৯-০৫)

    পোলাপাইন প্রেম পিরিতির মাঝে কেন খালি পড়াশুনা আনে 🙁
    দোস্ত এত কম কম কইরা দিলে চলে না আর বেশি করে ছাড় দরকার হলে দুয়েক দিন টাইম নিয়া B-) চামে দিয়া উপদেশ দিয়া ফেললাম 😀


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
  4. মাহমুদ (১৯৯০-৯৬)
    থাকি।Thermodynamics এর সূত্রগুলোর উৎপত্তি মনে হয় এখান থেকেই!

    আরে, কবি দ্যাহি এহন বিজ্ঞানী। 😮 😮

    নাহ, আজ আর সিসিবি'তে বেশিক্ষণ থাহা ঠিক হবো না। মাথা পুরাই আউলাই যাবো।

    আমি গেলাম গা......... :((


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  5. ফয়েজ (৮৭-৯৩)

    জাবীর, দুই বাক্যের মাঝে একটু গ্যাপ (Space) দিও, দেখতে সুন্দর লাগবে।

    লেখা ভাল হচ্ছে, তবে বিজ্ঞাপণ বিরতি খুব তাড়াতাড়ি দিচ্ছ।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।