প্রেম ভালবাসা ও সম্পর্ক নিয়ে কিছু টুকরো ভাবনা (প্রথম পর্ব)
পাঁচ
“ইমোশনালি ইনভল্ভড” প্রেমের সম্পর্কগুলি আসলে কেমন?
প্রেম মানেই কিন্তু সেখানে ইমশনাল ইনভল্ভমেন্ট থাকবে।
ইমোশন ছাড়া যেই সব সম্পর্ক হয়, সেগুলা আর যাই হোক, প্রেম নয়।
আসলে প্রেম ছাড়াও আরও অনেক অনেক সম্পর্কে কিন্ত ইমোশন থাকে।
এমন কি, “ফ্রেন্ডস উইথ বেনিফিট”-এর মত ঘোষিত হালকা সম্পর্কও কিন্তু ইমোশন মুক্ত নয়।