মনোক্ষুন্ন মন

মনোক্ষুন্ন মন

লজ্জা এখন হয়না লজ্জিত,
সব কিছু আজ অতি রঞ্জিত।
সত্য এখন আঁটকে গেছে ফাঁসে,
মিথ্যা এখন তুমুল প্রকাশ্যে।

সঠিক ভাষন পেটের মধ্যে পচে,
অসহায়ের দুঃখ নাহি ঘোচে।
হাসি এখন তাপদাহে ভাসে,
কান্না এখন চিৎকার করে হাসে।

শিয়ালের ঘরে মুরগি হচ্ছে জমা,
মহাকাল কি করবে মোদের ক্ষমা?
অসভ্যতা মিলছে অনায়াসে,
অগ্রগতির কল্প অভিলাষে।

©️বাপ্পী খান
বেইলি রোড। ঢাকা।

৮৩ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।