কথকতা!!!!!!!!!!!!!!

কথকতা!!!!!!!!!!!!!!

সারাদিন প্রতিজনে, জনে জনে বলা বলি কত কথা।।
কিছু থাকে সত্যি, অধিকাংশই থাকে কথার কথা।।
কোনো কথা থাকে উদ্দেশ্য প্রনোদিত নক্শী কাঁথা,
প্রয়োজন ছাড়া এমনি এমনিতেই হয় কথা অযথা।।

কত কথা।।
কথার কথা।।
কথা অযথা।।
কথকতা!!!!!!!!!!!!!!

এক জীবনেই বলা হয় যত শত যাযাবর অশালীনতা,
ভুল করে ভুল বলি যা আসলে হয়েথাকে সেরকম মূখর্্যতা।।
অনে্যর অগোচরে গীবতের বুলি, পরশ্রীকাতরতা।
নাজেনেই অভিমত দেয়াটা নিঘর্্যাত্, বেসুমার অজ্ঞানতা।।

কত কথা।।
কথার কথা।।
কথা অযথা।।
কথকতা!!!!!!!!!!!!!!

বাপ্পী খান
৩রা অগাষ্ট, ২০১৪ ইং

১,৪২৫ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “কথকতা!!!!!!!!!!!!!!”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।