কথকতা!!!!!!!!!!!!!!
সারাদিন প্রতিজনে, জনে জনে বলা বলি কত কথা।।
কিছু থাকে সত্যি, অধিকাংশই থাকে কথার কথা।।
কোনো কথা থাকে উদ্দেশ্য প্রনোদিত নক্শী কাঁথা,
প্রয়োজন ছাড়া এমনি এমনিতেই হয় কথা অযথা।।
কত কথা।।
কথার কথা।।
কথা অযথা।।
কথকতা!!!!!!!!!!!!!!
এক জীবনেই বলা হয় যত শত যাযাবর অশালীনতা,
ভুল করে ভুল বলি যা আসলে হয়েথাকে সেরকম মূখর্্যতা।।
অনে্যর অগোচরে গীবতের বুলি, পরশ্রীকাতরতা।
নাজেনেই অভিমত দেয়াটা নিঘর্্যাত্, বেসুমার অজ্ঞানতা।।
কত কথা।।
কথার কথা।।
কথা অযথা।।
কথকতা!!!!!!!!!!!!!!
বাপ্পী খান
৩রা অগাষ্ট, ২০১৪ ইং
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ধন্যবাদ
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
:clap: :clap: :clap:
ধন্যবাদ
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan