ইচ্ছে নামের দৈত্যটাকে

ইচ্ছা নামের দৈত্যটাকে ……!!!!!!!!

ইচ্ছে হলেই পেতে হবে এই কথাটা কে বলেছে?
শ্রাবন মাসেই বৃষ্টি হবে এটাই বলো কে মেনেছে?
হৃদয় যদি পাখী হতো আমি তবে হতাম-টা কি?
মগজ যদি এতই ব্যস্ত কিসের এত জানাজানি?
তাই ইচ্ছা নামের দৈত্যটাকে সামলে রেখে চলো,
নতুবা কিন্তু সাজানো বাগান হতে পারে এলোমেলো।।

ইচ্ছে হলেই করতে হবে এমন কাজ কয়টা আছে?
সবর্দা কি মাঘের শীতেই সুন্দরবনের বাঘেরা কাঁপে?
রক্ত যদি পানি হতো তুমি তবে কি বা হতে?
দৃষ্টি যদি এতই মগ্ন কোথায় বলো পালিয়ে যেতে?
তাই ইচ্ছা নামের দৈত্যটাকে সামলে রেখে চলো,
নতুবা কিন্তু সাজানো বাগান হতে পারে এলোমেলো।।

ইচ্ছে হলেই পারতে পারো এমন ধারণা কেন করেছ?
শিক্ষা পেলেই গাড়ি ঘোড়া সবাই কি আর চালাতে পেরেছো?
ইচ্ছার দাম দিতে গিয়ে সততার কথা ভুলে যেও না,
দিন ফুরালে শুধরে নিতে আর পাবে না কূল কিনারা।
তাই ইচ্ছা নামের দৈত্যটাকে সামলে রেখে চলো,
নতুবা কিন্তু সাজানো বাগান হতে পারে এলোমেলো।।

©️ বাপ্পী খান

৫৮৮ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “ইচ্ছে নামের দৈত্যটাকে”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।