ইচ্ছের পালক

ইচ্ছের পালক
ব্যান্ড: ফিলিংস (নগরবাউল)
কথাঃ বাপ্পী খান
সুর: মাহফুজ আনাম জেমস
অ্যালবাম: জেল থেকে বলছি
লেবেল: সারগাম

ইচ্ছের পালক দিয়ে লিখেছি নতুন ঠিকানা,
সেই পালক গুলো উড়ি দিলাম অজানায়
আহা! আহা!

শ্রাবনের বৃষ্টি কনায় মুছে যায় রাজপথ,
আকাশের কান্নাগুলো বড় অশ্রুময়,
আমি বসে আছি একা, নিঃসঙ্গতায়
আহা!আহা!

বিকেলের রৌদ্র-ছায়া কানে কানে বলে যায়
জীবনের স্বপ্নগুলো বড় গীতিময়
আমি হয়ে গেছি একা, ছন্নছাড়া
আহা!আহা!

©️lyrics_bappy khan
©️tune_mahfuz anam james

৯৮ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।