কেমন করে পারো তুমি?

কেমন করে পারো তুমি?

আজকে দিনের এই অবেলায়
কত কিছু ঘটে গেলো,
ভাষায় প্রকাশ করতে গিয়ে
নেত্র খানি ঝাপসা হলো।

দিন তারিখের বালাই ছেড়ে
মূল্য কতো আসবে বলো,
প্রতিহিংসার দেয়াল ভেঙ্গে
সামনে এবার এগিয়ে চলো।
পাপ পূন্যের শ্যাওলা জমা
সম্পর্কের হিসাব তোলো।

আসল খানি বেঁচে দেয়া
হালজামানা চলে এলো,
সুদটা বুঝে নিতে এখন
বুক-কাঁপে-কি এলোমেলো?
পুরাতনের ময়লা ফেলে
নতুন জীবন গড়ি চলো।

©️ বাপ্পী খান
৮ই অগাস্ট, ২০১৪ইং

১৭৩ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “কেমন করে পারো তুমি?”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।