পাষাণী

Song: পাষাণী
Artist: এস আই টুটুল
Lyrics: আইয়ুব বাচ্চু ও বাপ্পী খান
Tune/Composition: আইয়ুব বাচ্চু
Album: তুমিহীনা সারাবেলা

কিছু কথা দেয়া কিছু কথা নেয়া,
মিছে ভুল বুঝে দূরে চলে যাওয়া,
কি করে পারলে, হে পাষানী?
     এ ভাবে কাঁদালে আমাকে,
     ভুলে আছো কিভাবে আমাকে?
     ও পাষানী।

ঝড় হয়ে এসে তুমি
ভেঙে দিলে এ মন আমার।
কি করে পারলে?হে পাষানী।
যত দুরে থাকো তুমি
শত আশা বুকে নিয়ে,
পূরণ হবেনা হে পাষানী।
     এ ভাবে কাঁদালে আমাকে,
     ভুলে আছো কিভাবে আমাকে?
     ও পাষানী।

মেঘ হয়ে এসে আমি
চলে যাবো বৃষ্টি হয়ে।
তুমি কি জানবে হে পাষানী?
রোঁদ হয়ে আকাশেতে যত
আলো আমি দেবো,
তুমি পাবেনা হে পাষানী।
     এ ভাবে কাঁদালে আমাকে,
     ভুলে আছো কিভাবে আমাকে?
     ও পাষানী

কিছু কথা দেয়া কিছু কথা নেয়া
মিছে ভুল বুঝে দুরে চলে যাওয়া
কি করে পারলে, হে পাষানী ।।
     এ ভাবে কাঁদালে আমাকে
     ভুলে আছো কিভাবে আমাকে।।
     ও পাষানী
     ও পাষানী
     ও পাষানী
     ও পাষানী

©️ কথা: আইয়ুব বাচ্চু ও বাপ্পী খান
©️ সুর/সঙ্গীত: আইয়ুব বাচ্চু

১,৩১৩ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “পাষাণী”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    টুটুল হাতে গোণা মাত্র কয়েকটি গান করেছিলো এল আর বি তে।
    সবগুলোই অসম্ভব ভালো।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।