এমন একটা সময় ছিল
এমন একটা সময় ছিল – মায়াবী রাত নিঝুম ছিল
তখন আকাশে ছিল তারা – চাঁদের আলোর ফোয়ারা।
তোমার হাতে এই হাত ছিল – হৃদয়ে গুন্জন চলছিলো
নীরবে এই মন নিয়েছিলে – কেন তা ফিরিয়ে দিলে?
চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সবকিছু আগের মতো
শুধু তুমি নেই আমার পাশে,
তোমার-আমার পথ আজ চলে গেছে
দূরে কোথাও সীমাহীন অজানায়।
এমন একটা হৃদয় ছিল- সুখগুলো বাস করছিল
সুনিপুন অভিনয় করে তুমি-কেন আজ অচেনা হলে?
এই আমার পাশে তুমি ছিলে-বুক ভরা ভালবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সাড়া – কেন তুমি অচেনা হলে?
এমন একটা সময় ছিল – মায়াবী রাত নিঝুম ছিল
তখন আকাশে ছিল তারা – চাঁদের আলোর ফোয়ারা।
তোমার হাতে এই হাত ছিল – হৃদয়ে গুন্জন চলছিলো
নীরবে এই মন নিয়েছিলে – কেন তা ফিরিয়ে দিলে?
চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সবকিছু আগের মতো
শুধু তুমি নেই আমার পাশে,
তোমার-আমার পথ আজ চলে গেছে
দূরে কোথাও সীমাহীন অজানায়।
কথাঃ বাপ্পী খান
সুর-সংগীতঃ আশিকুজ্জামান টুলু
শিল্পী-ব্যান্ডঃ আর্ক
এ্যালবামঃ তাজমহল (১৯৯৪)
:boss: :boss:
দোস্ত তুমি তো বস পাবলিক।
কিন্তু তুমি এত চুপচাপ থাকো ক্যান?
তোমার লেখালেখি নিয়ে, বাংলাদেশের ব্যান্ড মিউজিকের স্বর্ণযুগ নিয়ে, আমাদের চিরচেনা প্রিয় শিল্পীদের নিয়ে তোমার স্মৃতিগুলো নিয়ে দুচারটা কথা মন্তব্যে, ব্লগে বললে কি হয়?
এত চুপচাপ থাকাটা কি ভালো হচ্ছে? B-)
হাতে ক্যাসেট নাই, নাইলে ভেতরের পাতা খুলে দেখতাম। আপাতত বসে আছি কয়টা বিখ্যাত গান উনার লেখা জানার জন্য। আর্কের সেই সময়কার কী-বোর্ডিস্ট আশিকুজ্জামান টুলু গানটি গেয়েছিলেন। আর্ক ব্যান্ডের পছন্দের তালিকায় ছিল এই গানটি। টুলু ছিলেন আবার সেই সময়কার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডেপুটি ডিরেক্টর (ফাইনান্স)--আমার কাকার বস। পরে আমেরিকা চলে যান। আর্কের উনার গানগুলো ব্যান্ডের ঘরানায় চমৎকার এক ব্যালেন্স আনতো। হাসানের রক, সফ্ট-রক, কিংবা ফোক-রকের মাঝে এই গানগুলো পরিবর্তন আনার জন্য খুব মন দিয়ে শুনতাম। কত ছোট ছিলাম অথচ শ্রোতা হিসেবে কতটা মনোযোগী ছিলাম। অথচ এখন একটি গান মন দিয়ে শুনতে চাইলে নিজেকে অটো সাজেশান দেয়া লাগে--"শুনতে হবে। মন দিয়ে শুনতে হবে!" 😕
সংশোধনঃ গানটি আর্কের গীটারিস্ট পঞ্চমের গাওয়া।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:thumbup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভাইয়া গানটা পঞ্চম এর গাওয়া না?
হ, পঞ্চমের ই তো
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আরে পিচ্চি ভাল বিষয় সংশোধন করে দিলে। ধন্যবাদ। 😛 😀 টুলু আর পঞ্চমের গলা প্রায় একই রকম। গুলায় ফালাইসিলাম। 😕
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀 ভাইয়া তো বৈদেশ আছেন... টুলু'র "দূর পরবাসে" গানটা শুইনেন 🙂
প্রথম চার লাইন মুখস্থ। এরপরে মনেই করতে পারলাম না। পরে শুইনা নিলাম। আমার ফেভারিট অবশ্য "ওরে আমার পাগল মন" 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
Hmm
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
নূপুর দা বাপ্পী ভাই রে ফেবু তে পাকড়াও করেন। লিঙ্ক।
আমার ধারণা ভাই এর এই কমেন্টের উত্তর না দেয়া উন্নাসিকতা নয়।
বরং ভাইজান ব্যবসা নিয়া বিজি।
আপনি যেহেতু ক্লাসমেট।
তাই ডলা দেবার অধিকার আপনার আছে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
রাজীব,
ডলা তো আমি কাউকেই দেই না।
কলেজে থাকতেও দেইনাই তেমন ---তৎকালীন ছোটভাইরা সাক্ষ্য দিতে পারবে।
ব্যাচমেটকে দেয়ার তো প্রশ্নই নাই -- খালি দাবী জানালাম আর কি। 🙂 🙂
Hmm
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
আমার কিছু বলার নাই
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
It's been while I visited this site. I'll try to be regular.
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
Ki ?
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
ধন্যবাদ
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
পুরাই 'বাচপান ইয়াদ দিলা দিয়া' টাইপ একটা গান আমার জন্য। আমার বড় ভাই খুব ফ্যান ছিল আর্ক ব্যান্ড এর। আমার ছোটবেলা কেটেছে এই গানগুলো শুনে.........
🙂
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
বাপ্পী ভাই, আরও লিখেন । :boss:
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
চেষ্টা করছি
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
জানি না চেষ্টার পরেও প্রত্যেক মন্তব্যের জবাব কেন দিতে পারছি না। তাই সবাইকে এখানেই ধন্যবাদ দিচ্ছি। এরপরে প্রকাশিত অন্য গান ইউটিউব লিংক সহ পোষ্ট করবো। নতুন গেজেটে এই সাইট এড করতেই ভুলে গিয়েছিলাম। হা হা হা। ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি একটু অগোছালোই।
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan