কেন এত কেন?

কেন এত কেন?

সাক্ষরতায় তৃপ্ত মানুষ
অহংকারী হচ্ছো কেন?
সক্ষমতায় পরাজিত
অক্ষমতায় জিতবে কেন?
কেন এত কেন?
কেন এত কেন?

ভালবাসায় ক্লান্ত মানুষ
পথ হারিয়ে ফেলছো কেন?
অন্য চোঁখে চোঁখ রাখতে
এত কিছু ভাবছো কেন?
কেন এত কেন?
কেন এত কেন?

অর্থনীতির সফল মানুষ
আঁধার রাতে কাঁদছো কেন?
মন খারাপের অসীম রাতে
একলা বসে আছো কেন?
কেন এত কেন?
কেন এত কেন?

©️ বাপ্পী খান
০৮/০৮/২০২২
বেইলি রোড

১৭৩ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।