আমার প্রেমের এক জোনাকি…
তুমি এলে অবেলাতেও
জোনাক্ জ্বলে মাঝ দুপুরে,
অমানিষা আইলা রাতেও
চাঁদ দেখা যায় পূণির্মাতে।
তোমার সাথে থাকলে আমি
পরিপূর্ণ বেঁচে থাকি,
মিথ্যা নামের ভণ্ডামীতে
যোজন যোজন দূরে থাকি।।
আমার প্রেমের এক জোনাকি…
আমি আছি ভিন্ন গ্রহে
তবু তোমার আপত্তি নেই,
শুধু তোমার একটাই চাওয়া
আবার যেন পালিয়ে না যাই।
প্রথম প্রেমের শেষ সীমানা
টানতে একটু সময় বাকি,
এটাই যদি ভালবাসা হয়
নতুন একটা ছবি আঁকি।।
আমার প্রেমের এক জোনাকি…
©️বাপ্পী খান