স্বাগতম 2023

স্বাগতম 2023
——————-
নতুন আসবে।
আসুক।
তাকে আসতে দাও।
আসতে দিতেই হবে।
নতুবা তুমি নিজেই পুরানো হয়ে যাবে।
পিছিয়ে থাকবে অতীতের আস্তাকুঁড়ে।
তাই বলে পুরানোকে ফেলে দেয়া যায় না।
ফেলে দেয়া ঠিক না।
অতীতের ভালো থেকে দীক্ষা নিতে হয়।
মন্দ থেকে নিতে হয় শিক্ষা।
সুখ থেকে নিতে হয় দুঃখের সম্ভাব্যতার পাঠ।
দুঃখ থেকে পেতে হয় আশু আনন্দের মন্ত্রনা।
ক্যালেন্ডার পাল্টে ফেলতে হয়।
বদলে ফেলতে হয় প্রিয় ডায়েরীটা।
জীবন থেকে কমে যায় আরেকটি বছর।
অভিজ্ঞতার খাতায় খোলে নতুন পাতা।
চলে যাওয়া মানুষকে না-দেখার অন্য হুতাশন।
গেলো বছরটা সাজিয়ে রাখতে হয় স্মৃতির মনিকোঠায়।
নতুনকে মেনে নিতে হয় অন্তরের অন্তস্থল দিয়ে।
বিদায় ইংরেজী 2022; স্মৃতির মিছিল।
স্বাগতম 2023

©️বাপ্পী খান

১২৪ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।