এলোরে বৈশাখ এলোরে!
বছর ঘুরে বৈশাখ আসে
নতুন বছর নিয়ে,
নতুন আলোয় পথ দেখিয়ে
সামনে এগিয়ে যেতে।
এলো এলো এলো রে ভাই
বৈশাখ আবার এলো রে।।
পুরাতনের ভুল ভ্রান্তি
দারুণ মুছে ফেলে,
হাটতে হবে সবুজ পথে
সামনের পথ ধরে।
এলো এলো এলো রে ভাই
বৈশাখ আবার এলো রে।।
হতাশা আর কষ্টগুলো
আর দেবে না বেদনা,
বৈশাখ দেবে যত্ন করে
নব্য দিনের প্রেরণা।
এলো এলো এলো রে ভাই
বৈশাখ আবার এলো রে।
গেলো বছর যত ছিল
মনের ভুলের ভুল,
এই বছরে ভুলের বদলে
ফুঁটুক নতুন ফুল।
এলো এলো এলো রে ভাই
বৈশাখ আবার এলো রে।।
শহর জুড়ে নামবে যুগল
উৎসবেরই আমেজে,
ধনী গরীব ছোট বড়
সবাই খুশীর আবেশে।
এলো এলো এলো রে ভাই
বৈশাখ আবার এলো রে।।
বৈশাখীখেতে ঝড়ের সাথে
ময়লা ধুঁয়ে যাক,
তালে তালে বেঁজে উঠুক
শাঁখ-শংখ- ঢাক।
এলো এলো এলো রে ভাই
বৈশাখ আবার এলো রে।।
©️বাপ্পী খান