এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,
যতটা সময় ধরে কেউ,
পাশে থাকে বেঁচে
খোঁজেনা কেউ তাকে
এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,
মোহনার কাছে এলে ঢেউ,
ভাটিতে যায় বেড়ে
ডাকেনা উজানে তাকে
এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,
মৌমাছি কানামাছি মৌ
যাপিতের কথাছলে
সাধে সুরেলা বিনাশে
এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,
বাপ্পী খান
১২টা ২১মিনিট
১৮/০৪/২০১৫ইং
:clap: :clap: :clap:
ধন্যবাদ
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
মোহনার কাছে এলে ঢেউ,
ভাটিতে যায় বেড়ে
ডাকেনা উজানে তাকে
এটাই নিয়ম নিয়তির
বাহ চমৎকার তো!
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ধন্যবাদ
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
নিয়তির তিনটে নিয়মই সত্যি, দ্বিতীয়টা হয়তো একটু বেশী উপলব্ধ।
মৌমাছী>মৌমাছি, সাঁধে>সাধে হবে বোধহয়।
অনেক ধন্যবাদ
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
বাপ্পি ভাই লিখে চলছেন ভালোই।
পাঠক কমেন্ট করে চলেছে কিন্তু লেখকের দেখা নেই।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
সরি ভাই। নতুন গেজেটে এই পেইজ ছিল না। ধন্যবাদ
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan