নতুন নায়ক

নতুন নায়ক

নতুন প্রশ্নের জবাব কি নতুন হতে হবে?

পুরাতন প্রেমের ভালবাসা কি সুখের হবে?

নাকি ছলনার আচ্ছাদনে হারাবে সব।

প্রেমের কবিতা নতুন করে সাজাতে হবে।

নাকি যোগ বিয়োগের পালা হবে মেলা।

হিয়ার অট্টহাসি হাসবে নতুন ভিলেন।

অপারগতায় থিতু হবে নতুন নায়ক।

প্রেক্ষাপটে মত পাল্টাবে নতুন নায়িকা।

আমি হলফ করে কিছুই বলতে পারি না।

আমি দূর থেকে দাড়িয়ে দেখছি শুধু।

জীবনের পালাবদলের এই বুঝি নিয়ম।

নিয়ম ক’জন ভাঙ্গতে পারে ইট এর মত।

তথাপি নায়কের কাজ নায়ক করবে।

বাঁচাতে চাইবে তার নায়িকাকে কখনও।

পাক কিংবা নাইবা পাক সফলতা।।

বাপ্পী খান

৫৪৭ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “নতুন নায়ক”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।