প্রিয় চন্দ্রমল্লিকা

প্রিয় চন্দ্রমল্লিকা

তুমি কোন ফুল না।
ভুল করে ভুলে যাওয়া প্রেম না।
মাদকতায় হারানো কানের দুল না।
তুমি ছন্দ পতন না।
বেহিসেবি হিসাবের মূল না।
তুমি কাবেরী নদীর জল না।
তুমি হয়তবা লালসার খেলনা।
অন্যথা খুজে ফেরা পদ্মার কূল না।
প্রিয় চন্দ্রমল্লিকা!
তুমি বনলতা সেনের সুদীঘল চুল না।
ভালবাসা আজকাল আর অনুকূল না।
রাংতা পাতায় চেপে বাতাসের দৌড় না।
সবুজের মগজে বাদামী তামাকের সুখ টান না।
তবে তুমি কি এবং কে?
চন্দ্রমল্লিকা ? চন্দ্রমল্লিকা?

©️ বাপ্পী খান

৩৬০ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।