যদি আজ আমি আমাকে হারিয়ে ফেলি,
যদি তুমি আজ তোমাকে খুঁজে আর না পাও,
তবে বুঝে নিও নিয়তি অনেক কঠিন,
ভালবাসা মিছে আশা অনেক প্রাচীন………..
যদি আজকের দুপুরটা মায়াবতী মনে হয়,
যদি রাতের আকাশটাতে সব তারা গোনা যায়,
তবে বুঝে নিও মগজের নিরাময় প্রয়োজন,
নতুবা ফুরাতে পারে যাবতীয় আয়োজন………
যদি প্রেমের মানেটা তুমি চাইলেই দিতে পারো,
যদি দুঃখের পরে তুমি আবারো দুঃখ দ্যাখো,
তবে বুঝে নিও কোনখানে হিসাবেতে ভুল আছে,
জীবনের মাপকাঠি সুদূরে পালিয়ে গেছে…………
বাপ্পী খান
:awesome:
পুরাদস্তুর বাঙ্গাল
:hatsoff: :hatsoff:
দারুন ভাই 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:boss: :boss: :boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ