এসো রাখি নয়নে নয়ন……………..

Happy friendship day
এসো রাখি নয়নে নয়ন……………..

কতদিন দেখিনাই তোমাকে, খুব কাছ্ থেকে,
কতোদিন রাখি নাই হাতে হাত্, পাশে বসে থেকে।।
নানাবিধ জাগতিক জটিলতা দুজনেই পেয়েছি,
সাজানো বাগান ভাংগার ভয়ে পালিয়ে রয়েছি।।

তারচেয়ে এসো ছিড়ে ফেলি,
জাগতিক সব বাধঁন।।
তুমি আমি আজকে রাতেই,
এসো রাখি নয়নে নয়ন……………..

কতোদিন লেখিনাই গল্প, কিংবা উপন্যাস,
কতোদিন শুনি নাই দুজনে, অমোঘ আলিংগনে।।
হরেক যন্ত্রনায় ডাকি নাই পাশে তোমাকেই,
অলীক শব্দ পাবার আশায় ভাবিনি বাস্তবতায়।।

তারচেয়ে এসো ছিড়ে ফেলি,
জাগতিক সব বাধঁন।।
তুমি আমি আজকে রাতেই,
এসো রাখি নয়নে নয়ন……………..

কতোদিন পেনসিলে আঁকিনাই জ্যামিতিক ছবি,
কালির কলমে কতোদিন লেখা হয়ে ওঠেনি গান।।
নিছক্ মন্ত্রনায় দুঃখ বিলাসী রেখেছি নিজেকেই,
নিরেট অস্তিমজ্জা মাঝে বুনেছি সুনীল অস্থিরতা।।

তারচেয়ে এসো ছিড়ে ফেলি,
জাগতিক সব বাধঁন।।
তুমি আমি আজকে রাতেই,
এসো রাখি নয়নে নয়ন……………..

বাপ্পী খান
৩রা অগাষ্ট, ২০১৪ইং

১,৩৮৩ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “এসো রাখি নয়নে নয়ন……………..”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    বাপ্পী ভাই গান লিখেন না আর ইদানিং? চমৎকার গান হতে পারে এটা! :clap: :clap:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।