২১ (বিশ্ব মাতৃভাষা দিবস)

২১ (বিশ্ব মাতৃভাষা দিবস)
শিল্পী: বাপ্পী খান, মেহেদী, অংশু, তরুণ, দূরে ও সুমন।
কথা: বাপ্পী খান
সুর: নিয়াজ আহমেদ অংশু
সঙ্গীত: বাপ্পী খান-নিয়াজ আহমেদ অংশু-টিটো
লেবেল: সাউন্ডটেক

গর্বে আমার হৃদয় হাসে,
সুখের জোয়ার অশ্রুজলে।
বাংলা আমার মায়ের ভাষা,
বিশ্বজনীন মাতৃভাষা।
উল্লাসে আজ আকাশ কাঁপে,
দোয়েল পাখির গানে।
আমরি বাংলা ভাষা,
চেনে বিশ্বের সবখানে।
দামের চেয়েও দামি,
দামের চেয়েও দামি,
বিশ্ব মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি।

সালাম রফিক বরকতেরে
আল্লাহ তুমি বেহেশত দিও।
ভাষার জন্য প্রাণ দিল যারা
আল্লাহ তাদের বেহেশত দিও।
দামের চেয়ে দামি,
দামের চেয়ে দামি,
বিশ্ব মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি

৭২ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।