আমার কাছে কোনটা কেমন?

আমার কাছে কোনটা কেমন?

তোমার কাছে মেঘটা কেমন?
আমার কাছে তৃষ্ণার মতন।
তোমার কাছে বৃষ্টি কেমন?
আমার কাছে সুরের মতন।
তোমার কাছে পাহাড় কেমন?
আমার কাছে বাউল লালন।
তোমার কাছে ঝিনুক কেমন?
আমার কাছে প্রেমের মতন।
তোমার কাছে কুয়াশা কেমন?
আমার কাছে ছন্দ পতন।
তোমার কাছে জোনাকী কেমন?
আমার কাছে অরূপ রতন।
তোমার কাছে শিশির কেমন?
আমার কাছে ছলনার মতন।
তোমার কাছে বরফ কেমন?
আমার কাছে শখের মতন।
তোমার কাছে তারারা কেমন?
আমার কাছে কবিতার মতন।
তোমার কাছে সাগর কেমন?
আমার কাছে ইচ্ছের মতন।
তোমার কাছে আকাশ কেমন?
আমার কাছে বাঁশীর মতন।
তোমার কাছে শ্যাওলা কেমন?
আমার কাছে পাপের মতন।
তোমার কাছে জোছনা কেমন?
আমার কাছে ময়ূরীর মতন।
তোমার কাছে সূর্য্য কেমন?
আমার কাছে রাগের মতন।

বাপ্পী খান
৮ই মার্চ, ২০১৮ইং
কাজী অফিস লেন।
মগবাজার , ঢাকা

৫৮৮ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “আমার কাছে কোনটা কেমন?”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।