পাগল

পাগল

দু’চোখ যখনি খোলে তখনি সকাল
ক্ষিধায় সে বুকে বাঁজে কাহারবা তাল
তখন যেভাবেই হোক লাগবে খাবার,
ভয়-টয় দেখিয়ে করবে যোগাড়
উলঙ্গ বেশবাসে কাটে সারা বেলা,
পানি আর সাবানের নেই ঝামেলা
তাকায় না অনেকেই লজ্জার ঘৃণাতে,
স্বতন্ত্র অবহেলা অনেকের চোখে
কাটতে হয়না নখ, দাড়ি-গোঁফ কিছু,
মাঝেসাঝে দুষ্টেরা নেয় তার পিছু
সারাক্ষণ গুন গুন আপন ভাষায়,
বিধাতার সাথে এক বোঝা পড়ায়
সারাক্ষণ দাবা খেলা এই দুনিয়ায়,
নেংটো পাগল এক বড় অসহায়
সরকার, জনগণ…. কোটি কোটি অনশন
তর্জন-গর্জন সাদা-কালো ইলেকশন
দু:খ-শোক পাপ-বোধ অপমান রাগ-ক্ষোভ
জীবনের কাছে তার নেই কোনো অনুযোগ
পাগল……পাগল…..পাগল……

https://youtu.be/OdhhSSI5vCQ

৫,৬১৩ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “পাগল”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।