পাগল
দু’চোখ যখনি খোলে তখনি সকাল
ক্ষিধায় সে বুকে বাঁজে কাহারবা তাল
তখন যেভাবেই হোক লাগবে খাবার,
ভয়-টয় দেখিয়ে করবে যোগাড়
উলঙ্গ বেশবাসে কাটে সারা বেলা,
পানি আর সাবানের নেই ঝামেলা
তাকায় না অনেকেই লজ্জার ঘৃণাতে,
স্বতন্ত্র অবহেলা অনেকের চোখে
কাটতে হয়না নখ, দাড়ি-গোঁফ কিছু,
মাঝেসাঝে দুষ্টেরা নেয় তার পিছু
সারাক্ষণ গুন গুন আপন ভাষায়,
বিধাতার সাথে এক বোঝা পড়ায়
সারাক্ষণ দাবা খেলা এই দুনিয়ায়,
নেংটো পাগল এক বড় অসহায়
সরকার, জনগণ…. কোটি কোটি অনশন
তর্জন-গর্জন সাদা-কালো ইলেকশন
দু:খ-শোক পাপ-বোধ অপমান রাগ-ক্ষোভ
জীবনের কাছে তার নেই কোনো অনুযোগ
পাগল……পাগল…..পাগল……
https://youtu.be/OdhhSSI5vCQ
জীবনের কাছে তার নেই কোনো অনুযোগ
পাগল……পাগল…..পাগল…… -- আমরা সবাই তো এক অর্থে পাগলই।
ক্ষিধায় সে বুকে বাঁজে কাহারবা তাল - .....ভাল বলেছো।
Thanks
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan