জীবনের মানে
————-
————-
কথাঃ বাপ্পী খান
সুর-সংগীতঃ আইউব বাচ্চু
শিল্পী-ব্যান্ডঃ এল.আর.বি
এ্যালবামঃ ডাবল এ্যালবাম (১৯৯২)
——————————-
——————————–
জীবনের মানে আমি পাইনিতো খুঁজে,
আমার দুচোখ তাই অভিধান খোঁজে।
আমি সারাদিন যারে কাছে পাই,
জানতে চেয়ে পাইনা জবাব ফিরে চলে যাই।
একদিন দেখা হলো সময়ের সাথে,
একটি প্রশ্ন আমি রেখেছিনু তারে।
আমায় আড়ালে ডেকে বলল, মনন
ফেলে আসা ক্ষন ছাড়া সবইতো জীবন।
একদিন দেখা হলো মৃত্যুর সাথে,
একই প্রশ্ন আমি রেখেছিনু তারে।
আমায় জড়িয় ধরে বলেছিল সে,
আমি ছাড়া বাকী সব জীবনের মানে।।
কথাঃ বাপ্পী খান
সুর-সংগীতঃ আইউব বাচ্চু
শিল্পী-ব্যান্ডঃ এল.আর.বি
এ্যালবামঃ ডাবল এ্যালবাম (১৯৯২)
বই করে ফেলেন। সংকলন টাইপ।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
On the way. Thanks for your thought
ভার্সিটিতে থাকা অবস্থায় এই ডাবল ক্যাসেটটির গানগুলো এক অন্যরকম আবেদন রেখেছিল।
নিজের মনের আনন্দে লিখালিখি করি।
Thanks
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan