তোমাকেই ভালবেসে
এই আমি যুগে যুগে
হয়রাণ হয়ে যাবো
নিশিদিন খুঁজে খুঁজে……
(অপ্রকাশিত গানের কথা)
কথা ও কন্ঠ: বাপ্পী খান
সুর : নিয়াজ আহমেদ অংশু
তোমাকেই ভালবেসে
এই আমি যুগে যুগে
হয়রাণ হয়ে যাবো
নিশিদিন খুঁজে খুঁজে……
(অপ্রকাশিত গানের কথা)
কথা ও কন্ঠ: বাপ্পী খান
সুর : নিয়াজ আহমেদ অংশু
নূপুর বোধকরি ঘুমিয়ে পরেছে তাই আমিই কিছু পর্যবেক্ষণের কথা বলি। শুরুতেই তোমার হয়ান পড়ে হয়রানি বেড়েছে আমার। শিরোনামে ভুলটা চোখে লাগলো বড়, আশা করি শুধরে দেবে তুমি। গানের লিরিক্স পড়তে গিয়ে আবারও হয়াণ এসে পথ রোধ করেছে। আমি জানি তুমি সহ সবাই বড় ব্যস্ত এখানে, তবুত্ত আমরা অতিথির সামনে যখন উপস্থিত হই তখন কি একটু পরিপাটি হয়ে যাই না?
নিজের লেখা পোষ্ট করবার পাশাপাশি সিসিবির অন্য লেখাগুলোতেও চোখ বুলিয়ে নিতে পারো কদাচিৎ! ফেলো ব্লগারদের সাথে চিন পরিচয় করে নিও সময় পেলে! (সম্পাদিত)
আপা,
এটা মনে হয় ডিভাইস আর ফন্টজনিত সমস্যা। 'য়' - য-ফলা হয়ে যাচ্ছে। দেখো, মন্তব্যের লিস্টে কিন্তু শিরোনাম ঠিকঠাক দেখাচ্ছে।
গান ভাল লাগলো!
নূপুর, আমার আইপ্যাড অথবা আইফোনের গিট্টু হয়তো এসব, যদিত্ত নিশ্চিত নই এখনো! মন্তব্যের ঘরে আমি আগের মতই বানান দেখতে পারছি। এনিওয়ে, যার বিয়ে তার খোঁজ নেই যখন, পাড়া পড়শি সবাই ঘুমোবার আয়োজন করতে পারো!
নাইট নাইট!
Ha ha ha
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
গানটা বেশ ভালো লাগলো।
ধন্যবাদ
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
Hoyrani* (সম্পাদিত)
বাহ!
গীতিকারের কণ্ঠ শুনে মুগ্ধ হলাম। আগে তোমার কণ্ঠ শুনিনি।
শুনলাম।
ভাল লাগলো।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
মজা পেলাম
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
বিনম্র ধন্যবাদ
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
বানান ভুলের জন্য দুঃখিত।
আসলে এতদিন এই সাইটে আসা হয় নি।
যারা মন্তব্য করেছেন সবাইকে ধন্যবাদ।
আশা করছি সাথে পাবেন।
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan