হয়রাণ হয়ে যাবো

তোমাকেই ভালবেসে
এই আমি যুগে যুগে
হয়রাণ হয়ে যাবো
নিশিদিন খুঁজে খুঁজে……
(অপ্রকাশিত গানের কথা)

কথা ও কন্ঠ: বাপ্পী খান
সুর : নিয়াজ আহমেদ অংশু

২,৪১০ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “হয়রাণ হয়ে যাবো”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    নূপুর বোধকরি ঘুমিয়ে পরেছে তাই আমিই কিছু পর্যবেক্ষণের কথা বলি। শুরুতেই তোমার হয়ান পড়ে হয়রানি বেড়েছে আমার। শিরোনামে ভুলটা চোখে লাগলো বড়, আশা করি শুধরে দেবে তুমি। গানের লিরিক্স পড়তে গিয়ে আবারও হয়াণ এসে পথ রোধ করেছে। আমি জানি তুমি সহ সবাই বড় ব্যস্ত এখানে, তবুত্ত আমরা অতিথির সামনে যখন উপস্থিত হই তখন কি একটু পরিপাটি হয়ে যাই না?

    নিজের লেখা পোষ্ট করবার পাশাপাশি সিসিবির অন্য লেখাগুলোতেও চোখ বুলিয়ে নিতে পারো কদাচিৎ! ফেলো ব্লগারদের সাথে চিন পরিচয় করে নিও সময় পেলে! (সম্পাদিত)

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।