ভালবাসো যাকে

ভালবাসো যাকে

প্রভাত এসে একটু আগে
বললো আমায় ডেকে,
রাত পোহালো কেমন করে
বলবে তুমি কাকে?

তারচেয়ে বরং একাই থাকো
নিজেই নিজের সাথে,
কবিতা কিংবা গানের পরখ
রিমঝিম বরষাতে।

বিকেল শেষে তুমুল বিদায়
ভালবাসো যাকে,
নতুন একটা ক্যানভাসে সে
অন্য ছবি আঁকে।

©️ বাপ্পী খান

১৭৯ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।