সাড়ে তিন হাত মাটি

সাড়ে তিন হাত মাটি
——————————
কথাঃ বাপ্পী খান
সুর-সংগীতঃ আইউব বাচ্চু
ব্যান্ডঃ এল আর বি
এ্যালবামঃ আমাদের বিস্ময়(১৯৯৭-৯৮)
——————————–

টাকা-কড়ি ধন-সম্পত্তি,
অনেক অনেক বাড়ী-গাড়ী।
ঠিকানার ছড়াছড়ি,
আমি তুমি বাড়াবাড়ি।
মরলে সঙ্গে যাবে না,
কোন কিছুই তোমার অংশীদারী।
ঠিকানা শুধু এক সমাধী,
সাড়ে তিন হাত মাটি।।

সংসারে যুদ্ধ চলে,
কারণ হলো জায়গা জমি।
দেহ ত্যাগ করার পরে,
স্মৃতি হয়ে যাবে সবই।
মরলে সঙ্গে যাবে না,
কোন কিছুই তোমার অংশীদারী।
ঠিকানা শুধু এক সমাধী,
সাড়ে তিন হাত মাটি।।

সুখের আশা পৃথিবীতে,
করে সবাই শুধু জানি।
উপর থেকে ডাক্ এলে,
উড়াল দেবে জীবন পাখী।।
মরলে সঙ্গে যাবে না,
কোন কিছুই তোমার অংশীদারী।
ঠিকানা শুধু এক সমাধী,
সাড়ে তিন হাত মাটি।।

————————-
Lyric: Bappy Khan
tune&composition: Ayub Bachchu
band: LRB
Album: Amader Bissoy (1997-98)

২,৩০৯ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “সাড়ে তিন হাত মাটি”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    নিজে টুকিটাকি গানবাজনা করি। প্রচুর গান শোনা হয়। আপনি লেখাগুলো বা বলা উচিৎ গানগুলো এখানে পোস্ট করার পর থেকে অনেকটা অপরাধবোধ কাজ করছে। হয়তো কেউই এই কাজটা করে না কিন্তু কোন গান ভাল লাগলে প্রশংসাটা বরাবর গায়ক, বাদকদের কাছেই যায়। কে লিখেছে এটা কখনো কেউ খুঁজে দেখার চেষ্টা করে না। আমিও করিনি। এই গান ক্যাসেট প্লেয়ারে কতবার বেজেছে জানা নাই অথচ গানের কথা কার জানতাম না। বাপ্পী ভাই আপনাকে স্যালুট। আমি নিশ্চিত ইচ্ছাকৃত করছেন না তারপরেও চোখে আঙ্গুল দিয়ে উপলব্ধি করিয়ে দেবার জন্য ধন্যবাদ। :boss: ::salute::


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।