বাতাসের কাছে পরাজিত ইচ্ছা

বাতাসের কাছে পরাজিত ইচ্ছা_____

কি দারুণ বইছে হাওয়া এই নিশি প্রান্তরে,
এক্ষুনি নামলো বৃষ্টি বাতাসের তোড় জোড়ে।

সাথে নিয়ে যাবার জন্য বাতাসকে বললাম,
দেশান্তরী মেঘের কাছে অক্ষমতা শুনলাম।

আমরা মানুষ যে যার মত মানচিত্রে বন্দী,
বাইরে যেতে চাইলে লাগে শত অনুমতি।

বাতাস বলে তারাই ভাল স্বেচ্ছাতে ঘুড়ে-বেরায়,
কাষ্টমস আর পাসপোর্টের প্রয়োজন নাহি হয়।

পরিযায়ী পাখীর মত মানুষ ভাসতে জানে না,
পাশের দেশে ইলিশ মাছের ভিসা করা লাগে না।

©️ বাপ্পী খান

৩ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।