অলিন্দ বন্দরে

অলিন্দ বন্দরে।।

যদি অসময় খেলা করে
নিয়মিত কোন সময়ে,
যদি অসহায় হয়ে যাওয়া
পরিনত হয় অভ্যাসে,

যদি সন্দেহ বাঁধে বাসা
হরহামেশা অন্তরে,
তবে বুঝে নিও
গোলযোগ হয়েছে,
অলিন্দ বন্দরে।।

যদি অপারগ মনে হয়
প্রায়শঃই এক দিবালোকে,
যদি প্রলয়ে পিঠে চেঁপে
বনবাস জেঁকে বসে,

যদি অবহেলা এসে যায়
জীবনের যাপনে,
তবে বুঝে নিও
গোলযোগ হয়েছে,
অলিন্দ বন্দরে।।

বাপ্পী খান

২,৫০০ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “অলিন্দ বন্দরে”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    ব্লগে স্বাগতম মুস্তাফিজ ভাই। নাম (কিংবা ছদ্মনাম) এর পাশে ক্যাডেট কলেজে অবস্থানকালীন সময়টুকু লিখে দিলে সকল পাঠকদের জন্য সুবিধা হয়। ধন্যবাদ। 🙂


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    ৮৪-র আরেকজনকে পাওয়া গেলো।
    ব্লগে স্বাগতম বন্ধু!
    কিন্তু মুস্তাফিজ যদি ক্যাডেট নাম হয়, তাইলে 'বাপ্পী খান' বুঝি ছদ্মনাম? কিঞ্চিত কনফিউসিত।
    কবিতাটিকে আসলে গান মনে হচ্ছে। সুরারোপ করা না হয়ে থাকলে শুরু করে দিতে পারো।

    জবাব দিন
  3. টিটো মোস্তাফিজ

    ব্লগে স্বাগতম বাপ্পী খান ওরফে প্রেটুপ্রো ওরফে কেএম মুস্তাফিজুর রহমান। কবিতা ভাল লেগেছে :clap: :clap: :clap:
    সিসিবিতে জাতে উঠার জন্য কি করতে হবে তা নূপুর বন্ধুর কাছে জেনে নাও B-)


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    ব্লগে স্বাগতম মোস্তাফিজ ভাই/ বাপ্পি খান ভাই। 🙂

    একটু কষ্ট করে নাম কলেজে অবস্থান কালটা জুড়ে দিয়েন, সবার সুবিধা হয় 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।