ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস, স্বাধীনতা অর্জনের মাস। তাই বিজয় কিংবা স্বাধীনতা নিয়ে কিছু লিখতে খুব ইচ্ছা করছিল। কিন্তু মাথার মধ্যে কিছুই গোছাতে পারলাম না। ২০০১ সালে বি এম এ তে থাকাকালীন ম্যাগাজিনে একটা কবিতা দিয়েছিলাম। ওটা ছাপাও হয়েছিল। আসলে কবিতা বললেও ভুল হবে। বস্তুত এটা একটা ছড়া। এখন হঠাৎ মনে পড়ে গেল। এখানে সবার সাথে সেটা শেয়ার করতে ইচ্ছা করছে। সামান্য পরিবর্তন করে ওটাই এখানে তুলে দিলামঃ
শপথ
বহুদিন পর হঠাৎ যে আজ
মনে হলো এক করুন কথা,
