টুশকীর নকল সংস্করণ

যেকোন হিট জিনিসেরই নকল সংস্করণ বের হওয়া সময়ের ব্যাপার মাত্র। সায়েদের টুশকী যখন ভীষন হিট, তখন সেটার নকল সংস্করণ না বের করলে ব্যাপারটা ঠিক কেমন হয়ে যায়না? তাই এই কাজটা করার ব্যর্থ চেষ্টাটি আমিই করছি।

সবাই বলে নারীরা নাকি অবহেলিত, নির্যাতিত, অবলা…আরো অনেক কিছু। কিন্তু আসলেই কি তাই? নিচের ব্যাপার গুলো একটু খেয়াল করুন তো…

১। যখন একটা মেয়ে কাঁদে, তখন সারা দুনিয়া তাকে স্বান্তনা দিতে হাজির হয়ে যায়, আর যখন একটা ছেলে কাঁদে, তখন সারা দুনিয়া তাকে উপহাস করে বলে,”কাম অন বি এ ম্যান, ডোন্ট ক্রাই লাইক এ গার্ল।”

২। যখন একটা মেয়ে একটা ছেলেকে চড় মারে, তখন সবাই ভাবে, “নিশ্চয়ই ছেলেটা কিছু একটা করেছে।” আর কোন ছেলে যদি কোন মেয়েকে চড় মারে, তখন চড় মারার কারণ অনুসন্ধান না করেই সবাই বলে, “রাস্কেলটা মেয়েদেরকে শ্রদ্ধা করতে জানেনা।”

৩। যখন একটা মেয়ে আগ বাড়িয়ে একটা ছেলের সাথে কথা বলে, তখন সে হয় খুব ফ্রেন্ডলি। আর যখন একটা ছেলে একটা মেয়ের সাথে আগ বাড়িয়ে কথা বলে তখন তাকে বলা হয়, “হি ইজ ফ্লার্টিং।”

৪। যখন একটা মেয়ে গাড়ি আ্যক্সিডেন্ট করে তখন, “দোষ টা ছিল অন্যের।” আর যখন একটা ছেলে আ্যক্সিডেন্ট করে তখন, “_লা, গাড়ি চালাতে না জানলে রাস্তায় নামছিস ক্যান?” আর তারপরে যা হয় সেটা আশা করি বলে দিতে হবেনা।

৫। সবশেষে নীচের ছবির এই ছেলেটির কান্নার কারণ দিয়ে আমার এই নকল পর্ব শেষ করব। তার কান্নার কারণ হলো, মেয়েরা নাকি ভীষণ স্বার্থপর। কিভাবে স্বার্থপর? কারণ, যখন সে ছোট ছিল, তখন নাকি সব মেয়েগূলো তাকে আদর করে চুমো খেত। আর আজ সে যখন মেয়েগুলোকে…আর কিছু বলতে পারছেনা সে… কান্নায় গলা বন্ধ হয়ে আসছে…শুধু এটুকু বোঝা গেল,”ভীষণ স্বার্থপর…”

ডিস্ক্লেইমারঃ
* আমি মোটেই নারী বিদ্বেষী নই। মায়ের জাতির প্রতি আমার শ্রদ্ধা অসীম।
* মজা করার জন্যই এটি লেখা, কাউকে আঘাত করার জন্য নয়।
* থিম সংগৃহীত। কেবলমাত্র লেখার ঢং এবং শব্দ চয়ন নিজস্ব।

৪,৪৯৩ বার দেখা হয়েছে

৮৭ টি মন্তব্য : “টুশকীর নকল সংস্করণ”

  1. সাব্বির (৯৫-০১)

    আহসান ভাই হঠাৎ মেয়েদের নিয়া লেখালেখি!!!
    ঘটনা কি? ছুটিতে বাসায় কি আঙ্কেল-আন্টি প্রেসার দিছে নাকি 😉 😉
    (অফটপিকঃ মাস্রুফ কে ৩ নম্বর অংশ টুকু ভাল ভাবে পড়ার জন্য অনুরোধ করা হল।)

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ব্লগ মডু : আপনার পোস্টটি যেহেতু নারী সংক্রান্ত ব্লগ নীতিমালা এবং মৌলিক বিষয় সম্পর্কিত ১৩ (খ) ধারা লংঘণ করেছে, তাই একে ব্যান করা যায়। কিন্তু মৌলিক আনন্দ দেয়ার জন্য :hatsoff: অভিনন্দন জানিয়ে দণ্ড কম দেয়া হলো। আপনাকে ওস্তাদ (আপনাদের ভাষায় স্টাফ) হাফিজের কাছে :frontroll: দিতে দিতে রিপোর্ট করতে নির্দেশ দেয়া হলো।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    যাক, এইবার সিউর হয়া গেলাম ছুটিতে আন্টির মটিভেশন কামে লাগছে 😀

    আন্টিরে :salute:
    বয়েজ সবাই রেডি হয়া যা, মাস্ফ্যু এখন থেইকাই খানা দানা বন্। আমরা একটা দাওয়াতে শিগ্গিরি দক্ষিণবঙ্গে যাইতাছি। :party: :party:

    বস্ শুরু কইরা দিলাম কওয়ার আগেই :frontroll:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. রেজওয়ান (৯৯-০৫)

    ওয়ে হয়ে...খাপ্পো খাপ্পো...কি মজা কি মজা...... :awesome: :awesome: :awesome: :awesome:
    আন্টিরে থ্যাঙ্কু পৌছাইয়া দিয়েন, বাদ বাকি রায়হান ভাই'র কাছ থাইকা কালেক্ট করতাসি... 😛 😛 😛 :no: :no: :no: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:

    জবাব দিন
  5. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    :shy: :shy: :shy: :shy: :shy:
    এর মাধ্যমে আমি একটা ইন্ডিকেশনই পাইতেছি।
    আজ "টুশকি"র নকল হচ্ছে - আশা করি সেদিন আর খুব বেশি দূরে নেই যেদিন আমার "ম্যারিটাল স্ট্যাটাস"ও কপি হয়ে যাবে 😀 😛 ।
    আহসান ভাই, আপডেট দিয়া রাইখেন।
    :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:


    Life is Mad.

    জবাব দিন
  6. তাইফুর (৯২-৯৮)

    বস, এরম আর যা কিছু আছে দিয়া ফালান তাড়াতাড়ি ... :thumbup:
    বিয়ার পরে তো আর দিতে পার্তাইন্ন ... :no:
    দিলে খানা-পিনা বন হই যাইতে পারে ... :chup:
    চ্রম পোষ্ট ... চ্রম ... বস হইলে এরম বসের মত হইতে হয়। :boss:
    টুশকী'র ভাত শেষ ... গুরু, নকলের ভাত শুরু 😀


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  7. রহমান (৯২-৯৮)

    আহসান ভাই, টুশকির যখন নকলই করবেন, তখন পুরাপুরিই নকল করতে হবে। সুতরাং আপনার এই ব্লগের নাম হবে "টুশকির নকল সংস্করন-১" 😀

    শিগগির এই ব্লগের নামকরনের সংশোধনী সহ "টুশকির নকল সংস্করন-২" ছাড়ার জন্য জোর দাবী জানাচ্ছি 😡

    ভাল ছিল :thumbup: :clap: আরো চাই :tuski: :tuski: (সাথে নকল টুশকির ইমো ও চাই 😉 )

    জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)

    হায়দার হোসেন এর নতুন এলবাম এ এটা নিয়ে একটা গান আছে, 'পুরুষ" .........খুবই বাস্তবধর্মী।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  9. হাসনাইন (৯৯-০৫)
    যখন সে ছোট ছিল, তখন নাকি সব মেয়েগূলো তাকে আদর করে চুমো খেত। আর আজ সে যখন মেয়েগুলোকে…আর কিছু বলতে পারছেনা সে… কান্নায় গলা বন্ধ হয়ে আসছে…শুধু এটুকু বোঝা গেল,”ভীষণ স্বার্থপর…”

    😀 😀 😉
    আহসান ভাই... জটিল বিশ্লেষন দিছেন। :tuski: :tuski: :awesome:

    জবাব দিন
  10. সাকেব (মকক) (৯৩-৯৯)
    সবশেষে নীচের ছবির এই ছেলেটির কান্নার কারণ দিয়ে আমার এই নকল পর্ব শেষ করব।

    বস,
    সত্যি কইরা বলেন, এইটা কি আপনার ছোটবেলার ছবি?
    নাইলে ঘরের কথা(কান্নার কারণ) পরে (এই ব্লগের লেখক)জানলো কেমনে?


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  11. সামিয়া (৯৯-০৫)
    যখন একটা মেয়ে কাঁদে, তখন সারা দুনিয়া তাকে স্বান্তনা দিতে হাজির হয়ে যায়

    😮
    পুরা মিছা কথা...টিটো ভাইয়ের ব্লগে আপনার নাম ধরে কত কান্দলাম, একবার ফিরেও তাকাইলেন না, ছি ছি, আপনে আবার আমদের সিও, :no:

    জবাব দিন
  12. আমার তো এখন রীতিমত সন্দেহ হচ্ছে...এবার বাড়ি গিয়ে আহসান ভাই 'একটা নিলে আর একটা ফ্রি' টাইপ কোন ঈদ অফারে ফাঁইস্যা যান নাই তো???????? 🙁
    বাচ্চাটার ছবি দিয়ে যেমনে আপনি সবখানে সয়লাব করতেছেন... 😉 😉

    আহসান ভাই, কিছু হয়ে থাকলে বইলা দেন...আমরা আমরাই তো... 😀

    জবাব দিন
  13. আহ্সান (৮৮-৯৪)

    ওই ব্যটা সব সময় দুই নাম্বারী চিন্তা ভাবনা ক্যান?
    মাসুম বাচ্চার ছবি নিয়াও কত কথা।
    আরে আগের ছবিটায় বাচ্চা কানতেছিল, তাই পোলাপাইন চেঞ্জ করতে কইলো। অহন একটা হাসি-খুশী টাইপের ছবি দিলাম, তাতেও সমস্যা?
    ওই তগোর প্রব্লেমটা কি?

    জবাব দিন
  14. ফয়েজ (৮৭-৯৩)

    ১। আহসান নারী বিষয়ক গবেষনা দিতেছ দেখি, সন্দ সন্দ লাগে।
    শুন তোমারে একটা টিপস দেই, "যা ঘটবেই, তা দ্রুত ঘটে যাওয়া ভাল"
    ২। তোমার অরিজিনাল মাথা আর প্রোফাইলের মাথা দেইখ্যা একটা জুক্স মনে পড়ছে, বুকটা বুক বুক করতেছে কওনের লাইগ্যা, তয় এইটা একটুকু সেইরকম তো, বুঝতেছিনা কওন ঠিক হইব কিনা।
    ৩। "হোয়েন আই টক, ইটস টিজিং, হোয়ন ইউ টক ইটস ২ ডলার/মিনিট"। একটা টি-শার্টে লিখা ছিল, অনেকদিন আগে পড়ছিলাম।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
    • আহ্সান (৮৮-৯৪)

      ফয়েজ ভাই,
      ব্যাপার তেমন কিছুই না...।
      আপনারা খালিই পেরেশান হইতাছেন।
      তয় আমি একটু টিউবলাইট তো, তাই মনে হয় আপনি কি কইবার চাইছেন হেইডা বুঝবার পারিনাইক্কা...

      তোমার অরিজিনাল মাথা আর প্রোফাইলের মাথা দেইখ্যা একটা জুক্স মনে পড়ছে, বুকটা বুক বুক করতেছে কওনের লাইগ্যা, তয় এইটা একটুকু সেইরকম তো, বুঝতেছিনা কওন ঠিক হইব কিনা।
      “হোয়েন আই টক, ইটস টিজিং, হোয়ন ইউ টক ইটস ২ ডলার/মিনিট”। একটা টি-শার্টে লিখা ছিল, অনেকদিন আগে পড়ছিলাম।
      জবাব দিন
      • ফয়েজ (৮৭-৯৩)

        আহসান, দুইটা তো আলাদা। ২ নম্বর পয়েন্টটাতে তোমাকে নিয়া একটা জুক্স কইবার পারমিশান চাইছি। আর ৩ নম্বর পয়েন্টটাতে অনেক দিন আগে একটা টি-শার্টে লেখা একটা ডায়লগ দিছি। ২ আর ৩ আলাদা ব্যাপার।


        পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

        জবাব দিন
  15. তানভীর (৯৪-০০)

    আহসান ভাই,
    দুঃখিত, দেরী হয়ে গেল আপনার লেখায় কমেন্ট দিতে। :frontroll: :frontroll: :frontroll:

    চমৎকার লিখেছেন ভাইয়া। :clap: :clap: :clap:

    এইটাকেও একটা সিরিজ বানিয়ে ফেলেন, প্লিজ।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।