ফটো ব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-০৪

ভাই ও বোনেরা,
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। একটু দেরিতে হয়ে গেলো। কি করবো।
আমি শনিবার রাতে কুয়ালালামপুর আসলাম ঘুরতে।
যথারীতি আবার আমি হাজির আমার ফটোব্লগ নিয়ে।
অফ টপিকঃ কুয়ালালামপুর এ সিসিবি এর কেউ কি আছেন?

৩,০৮৪ বার দেখা হয়েছে

৪৩ টি মন্তব্য : “ফটো ব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-০৪”

  1. রহমান (৯২-৯৮)

    আশরাফ, ছবিগুলো চমৎকার এসেছে। কিছু প্রশ্নঃ

    ১। সেলফোনটার মডেল কত?
    ২। সেলোগ্রাফির আগে "জাষ্ট" শব্দটা কিভাবে আসল?
    ৩। এই "জাষ্ট" ভাইরাস থেকে মুক্তির উপায় কি? কোন এন্টি-ভাইরাস ইউজ করলে কি যাবে?

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    বড়ই সৌন্দর্য :clap: :clap: :clap:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. কামরুলতপু (৯৬-০২)

    বড়ই সৌন্দর্য্য।
    নাহ এইবার দেশে যাবার সময় মালয়েশিয়া যাওয়ার প্ল্যানটা করেই ফেলতে হয়। সুমন ভাই কি মালয়েশিয়ায় নাকি? ওখানে ককক এর নওশেদ ভাই আছে চিনেন নাকি?

    জবাব দিন
  4. তানভীর (৯৪-০০)

    রবিন, ভালই তো ঘুরাঘুরি করতেসস্!

    রাতের পেট্রোনাস টাওয়ার অসাধারণ লাগে দেখতে! আমি দেইখা পুরা টাশকি খেয়ে গেছিলাম। বিশাল এই টাওয়ার দুইটার আশেপাশে একটা জ্বলজ্বলে আভা দেখা যায়।

    কে.এল. টাওয়ারের উপর থেকে কুয়ালালামপুর শহর আর পেট্রোনাস টাওয়ার দেখতে সেইরকম লাগে!

    চালায়ে যা তোর জাস্ট সেলোগ্রাফি। (জাস্ট শব্দের কপিরাইটঃ মাসরুফ) 😀

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)

    সেলোগ্রাফি চলুক, সাথে অদ্ভুত ফ্যান্টাসি চলার দাবী ...
    (রবিন, অদ্ভুত ফ্যান্টাসি আইতাছে কয়া যে একটা আওয়াজ দিছিলি ... সেইডা কি ভূয়া ছিল ?? :khekz: )


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  6. তাইফুর (৯২-৯৮)
    আমি শনিবার রাতে কুয়ালালামপুর আসলাম ঘুরতে।

    'ডজার' না 'বুল-ডোজার' রবিন সাহেব, শুক্কুরবার রাইতে আর রবিবার দিনের বেলা কুথথায় ছিলেন ?? ঝাতি ঝানতে চায়।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  7. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কত্ত উঁচা উঁচা বাড়ি... :dreamy:
    একদম উপ্রে যারা থাকে তাদের নিশ্চয়ই অনেক গরম লাগে...সূর্যের কত কাছে তারা... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  8. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    কেএল টাওয়ারে একটা বান্জি জাম্পিং , আর হ্যাকেটের রাইড আছে। এখনও আছে কিনা কে জানে । মিস করো না । লাইফ টাইম এক্সপেরিয়েন্স। আর কি একটা কম্পিউটার মার্কেট ছিল নাম ভুলে গেছি। ঐখানে 'ডু ইউ হ্যাভ ডলার চেন্জ' ভুলেও বলোনা। ঐটা ঐ এলাকার 'রেডস্ট্রিট কোড ওয়ার্ড'

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।