ভাই ও বোনেরা,
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। একটু দেরিতে হয়ে গেলো। কি করবো।
আমি শনিবার রাতে কুয়ালালামপুর আসলাম ঘুরতে।
যথারীতি আবার আমি হাজির আমার ফটোব্লগ নিয়ে।
অফ টপিকঃ কুয়ালালামপুর এ সিসিবি এর কেউ কি আছেন?
৪৩ টি মন্তব্য : “ফটো ব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-০৪”
মন্তব্য করুন
আরে রবিন, পেট্টোনাস টাওয়ারের ছবিগুলাতো সেইরকম আসছেরে x-( :thumbup: :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbup:
নাহ...আমিও কুয়ালালামপুর জাপো... :(( :(( :(( :((
আমাদের মেহেদী হাসান সুমন ওই খানে আছে।
ছবি গুলো অসাধারণ!!!!
মারহাবা!!!
ওই মিয়া কথা কন না কেন?দুই দিন পর আইসা উঁকি দিয়া আবার উধাও হয়া যান...।কাহিনী কি?
ভাই কথা তো কইবার চাই, কিন্তু এত সিসিবিয়ানের ভীড়ে আমার কথা কে শুনব??
খুব ভাল লাগে ডেইলি নতুন লেখা পড়তে 😀 😀
তুই ব্যাটাতো আরেক কমেন্টশিল্পী আছিলি, ইদানিংতো কমেন্টেও দেখিনা x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
:boss: :boss: :boss: :boss:
সেলফোনটারে এক :salute:
তোমারে তিন :salute: :salute: :salute:
Life is Mad.
আশরাফ, ছবিগুলো চমৎকার এসেছে। কিছু প্রশ্নঃ
১। সেলফোনটার মডেল কত?
২। সেলোগ্রাফির আগে "জাষ্ট" শব্দটা কিভাবে আসল?
৩। এই "জাষ্ট" ভাইরাস থেকে মুক্তির উপায় কি? কোন এন্টি-ভাইরাস ইউজ করলে কি যাবে?
মুক্তির কোন উপায় নাই, যদ্দিন "জাস্ট ফ্রেন্ড" আছে। মাস্ফু, তুমি কি কও 😀
x-( মরতুজা ভাই,কিকৈবার্চান?
আপনে যাস্ট পার্বতী ভাবীরে নিয়া ব্যস্ত থাকেন আমার নামে আকারে ইঙ্গিতে আন্দাগুন্দা ইঙ্গিত দেওয়া বন করেন।।
রহমান ভাই, ধন্যবাদ। আপনার উত্তর গুলোঃ
১। মডেল নং- এন৯৫
২/ জাস্ট আসছে মাস্ফু এর কল্যানে।
৩। এর এন্টি ভাইরাস ও মনে হয় মাস্ফু এর কাছে আছে।
দ্যাকছ, আমি কইলেই দুষ।
:)) :))
ami aci vai ... please send me a mail and give your cell phone, I will contact you .... sorry for English
cause, I have lost my cell phone, so, plz give me your cell number, I will contact in my soonest. thanks
ভাই, আমি একটা জরুরি কাজে দেশে চলে আসছি। আবার আসতেছি আগামি মংগল বারে।
আমার নং- +৬০১০২০৪৩০০৭। আমি যে জায়গায় আছি সেটার নাম "BUKIT BINTANG". আমার ই-মেইল: itsme@robin757.com
মেইল দিও তোমার নং টা।
বড়ই সৌন্দর্য :clap: :clap: :clap:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
বড়ই সৌন্দর্য্য।
নাহ এইবার দেশে যাবার সময় মালয়েশিয়া যাওয়ার প্ল্যানটা করেই ফেলতে হয়। সুমন ভাই কি মালয়েশিয়ায় নাকি? ওখানে ককক এর নওশেদ ভাই আছে চিনেন নাকি?
আমি আছি মালয়েশিয়ায় । না, নওশেদ ভাই কে চিনি না, ওনার ই মেইল টা দেন....
রবিন, ভালই তো ঘুরাঘুরি করতেসস্!
রাতের পেট্রোনাস টাওয়ার অসাধারণ লাগে দেখতে! আমি দেইখা পুরা টাশকি খেয়ে গেছিলাম। বিশাল এই টাওয়ার দুইটার আশেপাশে একটা জ্বলজ্বলে আভা দেখা যায়।
কে.এল. টাওয়ারের উপর থেকে কুয়ালালামপুর শহর আর পেট্রোনাস টাওয়ার দেখতে সেইরকম লাগে!
চালায়ে যা তোর জাস্ট সেলোগ্রাফি। (জাস্ট শব্দের কপিরাইটঃ মাসরুফ) 😀
সেলোগ্রাফি চলুক, সাথে অদ্ভুত ফ্যান্টাসি চলার দাবী ...
(রবিন, অদ্ভুত ফ্যান্টাসি আইতাছে কয়া যে একটা আওয়াজ দিছিলি ... সেইডা কি ভূয়া ছিল ?? :khekz: )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাই ভুয়া না। আসিতেছে...
চলুক। বেশ হচ্ছে :clap: :clap:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধন্যবাদ
'ডজার' না 'বুল-ডোজার' রবিন সাহেব, শুক্কুরবার রাইতে আর রবিবার দিনের বেলা কুথথায় ছিলেন ?? ঝাতি ঝানতে চায়।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই,ঝাতি আমার কানে কানে কইয়া গেছে কিন্তু সেই জায়গার নাম নেওন যাইবোনা,বড়ই শর্মের আর বেশরিয়তী জায়গা 😀
ঝাতি হামারেও ভলসে ঝে ওইখানে নাখি খালি শুক্কুর ভারে হার শনি ভারে ঝাইতে হয়...
থাইলে নাখি খালি "ঝিকি ঝিকি পম পম"
😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛
রাতের পেট্রোনাসের সৌন্দর্য্যই অন্যরকম। আমিও মুগ্ধ হইছিলাম দেইখা।
ছবিগুলো দারুন হইছে।
কত্ত উঁচা উঁচা বাড়ি... :dreamy:
একদম উপ্রে যারা থাকে তাদের নিশ্চয়ই অনেক গরম লাগে...সূর্যের কত কাছে তারা... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঠিক বিলছিস জুনা
পোলাডার হিসাব আবার আউলাইয়া যাইতাছে...
কি সুন্দর একটা 'সান'টিফিক ব্যাখ্যা দিলাম...আর আপ্নে কন আমার মাথা আউলাইছে... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মাথা আউলায়নাইরে, বস্ কইছে হিসাব আউলাইছে :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
জুনায়েদ ভাইকে আমরণ কমেন্টশিল্পী পদক দেয়া হউক, :duel:
আমার আর কিছু বলার নাই
'আমরণ' শব্দটা দেখে প্রথমে খুশি হলেও, তোমার মারপিটের মুড দেখে আবার চুপ্সায়ে গেলাম... 😕
আমাকে খুব দ্রুত মরনোত্তর করতে চাও নাকি???? :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঐ মারপিডে কুনুটাই মরেনা মনে হয়, পরথম দিন থেইকাই দেখতাছি কাঢি দিয়া গুতাগুতি কইরা যাইতাছে। তাই তোর ভয়ের কিস্সু নাই 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:goragori: :goragori:
:clap: :clap:
শুধু দালানের ছবি দিলা, উমম আর কিছু নাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইরি বাপস!! মাথা ঘুরাইতাছে। B-)
ব্যাপক............
কেএল টাওয়ারে একটা বান্জি জাম্পিং , আর হ্যাকেটের রাইড আছে। এখনও আছে কিনা কে জানে । মিস করো না । লাইফ টাইম এক্সপেরিয়েন্স। আর কি একটা কম্পিউটার মার্কেট ছিল নাম ভুলে গেছি। ঐখানে 'ডু ইউ হ্যাভ ডলার চেন্জ' ভুলেও বলোনা। ঐটা ঐ এলাকার 'রেডস্ট্রিট কোড ওয়ার্ড'