কলেজ সমূহ (381)
কুমিল্লা (72)
ঝিনাইদহ (39)
পাবনা (1)
ফৌজদারহাট (12)
বরিশাল (99)
মির্জাপুর (34)
ময়মনসিংহ (21)
রংপুর (24)
রাজশাহী (14)
সিলেট (64)
বেশ বেশ ! দেখতে ভীষণ ভালো লাগছে। আহসান ভাই তার নার্ভাস ৯৯ পোস্টটা দিয়েছেন গতকাল। যদি ঠিক মত আপডেট হয় তাহলে আশা করছি এটা ১০০ তম পোস্ট।
বরিশালের ছেলেরা সত্যি জীবনানন্দের মান রেখেছে। সর্বোমোট ৩৮২(এটা নিয়ে) পোস্টের মধ্যে ১০০টি তাদের। সেঞ্চুরি!!! কি বোর্ড উচিয়ে আনন্দ প্রকাশ করছি। :party: :party: :party: :guitar:
আশা করছি অন্য ক্যাডেট কলেজের ভাই বোন বন্ধুরাও খুব শিগগির কাছে চলে আসবেন। যারা বেশ পিছিয়ে আছেন তারা যেন ব্যক্তিগত উদ্যোগে তাদের কলেজের ব্লগার সংখ্যা বাড়াবার চেষ্টা করেন
আমার এটা স্ট্যান্টবাজী পোস্ট হলেও সিরিয়াসলি যার কারণে এই সাফল্য সম্ভব হয়েছে তিনি আমাদের সায়েদ ভাই । তার একারই প্রায় ৫০টার মত পোস্ট। তাই তার প্রতি সশ্রদ্ধ স্যালুট এবং :hatsoff: :hatsoff: :hatsoff:
আরো স্মরণ করছি সিও আহসান ভাই, মর্তুজা ভাই, সিরাজ, সাব্বির, আহসান আকাশ, মেহেদী হাসান সুমন, রেজোয়ান, নাজমুল এবং মুসতাকিমকে।সবাইকে :hatsoff:
আর রায়হানের অবদান তো পুরো সিসিবি জুড়েই। :hatsoff: ওকেও
সাবাশ সায়েদ ভাই! সাবাশ বিসিসি! সাবাশ সিসিবি!
বরিশালের ক্যাডেটরা আসলেই ঝিকিঝিকি পমপম!সাবাস!!!!!!
হুম! বিশেষত সায়েদ ভাই
তবে লাইবেরিয়ায নো ঝিকি ঝিকি নো পম পম
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কিইইইই? x-( x-(
আমি ঝিকিঝিকি পমপম?????? 😉
Life is Mad.
বস ঝিকিঝিকি পম পম লেখায় মাতিয়ে তোলা অর্থে ধরছি। বিদিশি শব্দ তো তাই যে যার মতন বুইঝা লইব
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সায়েদ ভাই হইল ঝিপ (ঝিকিঝিকি পমপম) স্পেশালিস্ট! 😀 😀
সায়েদ ভাই জাইনা কুশি হইব না ব্যাজার হইব বুঝতাছি না
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( 😉 😉 😉
Life is Mad.
২৯ বার ঝিপ ঝিপ এর পর তিনবার আরাম 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:grr: :grr:
জিনিস কি তাইলে কান দিয়া বাইর হয় ?? :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমার নামের পাশে কি তাইলে "ঝিপ" লাগাই নিমু কিনা ভাবতেছি 😀 । এই যেমন:
কেমন হয় ব্যাপারটা 😉 ??
Life is Mad.
জুউউউউউউউউউউউউউউউউউউউউউউউস হইবো মামা!!!!!!! আইজ থিকা আপ্নের নাম ঝিপ মামা :))
বিসিসি'র সবাইকে শতক পূরণের অভিনন্দন।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
পাবনা তো দেখি ব্যাপক লীড নিছে ... গঠনাঢা কি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বরাবরের মতই ওরা সবার পিছনেই থাকতে চায়। অভ্যাস আর কি 🙁
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=)) =)) =)) =)) =))
😀 😛 😛 😛 😀
Life is Mad.
:khekz: :khekz: :khekz:
'best comment of the year' award goes to ... টিটো রহমান।
(জুনা, কমেন্ট শিল্পে টিটো আজ তোকে হারিয়ে দিল)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি পরাজিত নই...বরং টিটো ভাই বিজয়ী...আর এই পরাজয়ে কোন গ্লানি নেই... :-B
ওরে কি ডায়লগ দিলাম রে... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
'অমায়িক চো' ডাইলগ দিছস।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: =)) :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
তাইফুর ভাই
জুন্না..............জুন্নাই
আমগো অত গুণ নাই
বাফরে....কি মিলটাই না মিলাইলাম
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তাইফুর ভাই, 'সেই লিস্ট' টা কই?????? 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কুন লিষ্টটা যেন ?? :-/
যেই লিষ্টটে তোর আর কামরুল'র নাম এক এর 'ক' আর 'খ' তে, ওইটা ?? :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এটা ঠিক লিস্টটাতে কিছুটা ভুল-ত্রুটি রয়ে গেছে... :shy:
পরেরবার অনাকাংখিত নাম মুছে দিয়ে করা হবে... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঠিকাছে, কামরুলের নামটা বাদ্দিলাম 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
জুন্না…………..জুন্নাই
আমগো অত গুন্নাই
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
টিটো বলেছেন,
জয়তূ কবি প্রতিভা ... :boss:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
থ্যাংকস টিটো। থ্যাংকস এ লট।
তোমার রূপকধর্মী অনবদ্য লেখাগুলো স্মরণ করছি।
Life is Mad.
আপনার টুশকি কে অনেক অনেক টুশকি
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
:tuski: :tuski: :tuski:
:tuski: :tuski: :tuski: :tuski:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বিসিসি আপ আপ... :clap: :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বিসিসি আপ আপ…
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বিসিসি’র সবাইকে শতক পূরণের শুভেচ্ছা। :clap: :clap: :clap:
বিসিসির অংশ হিসেবে আমারটুকু গ্রহণ করলাম
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পুরা সেরম :)) :)) খিকজ্
কোনটা সেইরম?
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
খাইছে, আমার লেখাগুলাতে তো রংপুর ট্যাগ লাগাইনাই।
তাইতো কই কম কম লাগে ক্যান আমাদের। যাই ট্যাগ লাগাই।
বিসিসি রে সেলাম।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইশ ফয়েজ ভাইর কাম বাড়াইয়া দিলাম
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ক্যামনে কি? এতোদিন না কুমিল্লার লেখা বেশি আছিলো? :((
ব্যাপার না, আমি আইসা গেছি, খুব শিগগির কুমিল্লাও ১০০ পুরা করবো! 😕
মারহাবা বরিশাল।
হুম কুমিল্লা আপ আপ
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
Ami to amr last onek blog ei tag dei nai. 🙁
Mobile diye bangla site e dhukar mojai alada!
ইশ দিলে কত আগে ১০০ পার হইতাম 🙁
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হেইয়া মনুওওওও টিটোর লাইগ্যা আর এক থালা ভাত রাইখ্যো.....................।
:hatsoff: বিসিসি।
মুই আরেকখান বরিশাইল্যা ধইরা আনতেআছি। হেইয়া অইলো শওকত হোসেন মাসুম। পরথম আলুর বিজনেস এডিটর। হেইয়া মোরে কইলো সিসিবিতে নাম লেখাইবো, পোস্টাইবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
শুভেচ্ছা স্বাগতম, মাসুম ভাইয়ের আগতম। :party: :party:
"আগতম" ব্যাপারটা কি :-B :-B ????
Life is Mad.
আগতম হইল আগ বাড়াইয়া স্বাগতম 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সানাউল্লাহ ভাই
মুইও সামইনে হ্যারে কইছিলাম। কিন্তু মোর কতায় মনে হয় পাত্তা দেয় নাই
দুরুণ অইছে। এই বার পুরা জইম্যা যাইবে
বস, আর একখান চেষ্টা এট্টু নেবেন নাহি মোগো আর এক বড় ভাইর ব্যাপারে। মোগো পরথম ব্যাচের আইব্যাত যুবক আহসান কবির ভাইরে আনোন যায়!
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হেইয়ার ফুন নম্বরডা মোরে দেও।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হারাইয়া ফালাইছি বস। কামরুলের কাছ থেইক্যা আমনের নম্বরে এস এম এস করতে আছি
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:party: :party:
বরিশাল বরিশাল জিন্দাবাদ :salute:
বরিশালের মানুষদের কি এখন দায়িত্ব না সবাইকে খাওয়ানো? O:-)
সবাই কি বলেন?
বরিশালের মানুষেরা অনেক কষ্ট করে ১০০ পূরণ করেছে। এখন তারা ক্লান্ত। তাদের উজ্জেবিত করতে বাকিদের খাওয়ানো উচিত
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জ্বেনা, হুদাই যুক্তির কোন উত্তর নাই। 😀
বরিশালরা না খাওয়াইলে তাদের ভ্যান চাই :grr:
শুধু ভ্যান????লিমুজিন চাইলেও খাওয়ামু না 😛
মুসলমানের তিন কথা ১.খাওয়ামু না ২.খাওয়ামু না ৩.খাওয়ামু না
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দাঁড়ান দেখি। মুরুব্বিরা কি বলে :-B
(বরিশালের মানুষ জন এত কিপ্টা ক্যান? :no: )
ময়মনসিং এর মানুষ রা এত খাই খাই করে কেন??? :-B :-B
আহসান ভাই, দেখেন সাব্বির ভাই আমরে বাজে কথা বলসে :((
এইটা বাজে কথা হইল??
ছুড ভোইন হিসাবে তুমি একটু বেশী খাইতেই পার এইডা দুষের কিছু না। তবে মাস্ফু পুলাডা এত বড় শরীর লইয়া ক্যান যে এত খাই খাই করে এইডা আমার মাথায় ডুকে না ~x( ~x(
আমি খাই খাই করি??????? 😮 😮
একে তো ছুডভাইগো যাস্ট ফ্রেন্ডগ লগে ফেসবুকে ফেলার্ট করতে গিয়া হাতে নাতে ধরা খাইছেন(ভুলি নাই,লিঙ্কটা দিমু এইখানে ভাবতাছি)তার উপর আবার এই অপবাদ???
মিয়া আপনের শাস্তি হিসাবে জেল জরিমানা তো বাদ,ফাঁসি দ্বীপান্তরও তুচ্ছ।
যান,জলদি নয়া ব্লগ লেইখা জমা দ্যান x-(
অফ টপিক-ছুড ভইন বেশি খাইলে যে মুটা হয়া যাইবো তখন ভইনের জুন্য পাত্র যুগাড় করাটা কেমন ঝামেলার কাম হইব বুঝতাছেন?এম্নেই জুনায়েদ ভাই সেইদিন ওর জুন্যে পাত্র
খুঁজতে গিয়া পোলার বাপের কাছে পুলিশে ধরায় দেওয়ার হুমকি খাইছে... 😛
ক্যান ওরে না দ্যাখলাম সেরকম সাইজের একটা গরু আইনা দিছে কেডায় জানি 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
হ হ আমার ঠিক ঠিক মনে আছে..............সোন্দর গরু 😀 😀 ।
Life is Mad.
ওরে মোর খোদা,
এই কান্দনের খোডা দেছেলা তুমি মোরে...?
মুইতো ডরাইয়া গ্যাছেলাম যে কোনহাইনদা আবার কি করলাম...
ওই ব্যাডা সাব্বির,
কি কইলি? কিছুইতো হোনলামনা...আর বুঝিতোনাই ই...
এই মুইও হাত্তুল্লাম...
খাওয়ামু না খাওয়ামু না খাওয়ামু না :awesome: :awesome: :awesome: :awesome:
অরে মনু হেইয়া আগে জানলে তো মুই লাফাইতে লাফাইতে লাফ দেতামনে...
হই ...হই ...১০০ হইয়া গেলগা। :clap: :clap:
বিসিসি... :hatsoff: :hatsoff: :tuski: :tuski: :awesome:
সিসিবির নতুন রূপটা ভালাই লাগতেছে। B-) B-)
ফেরাস্টে ঢুইক্কা ধাক্কা খাইছিলাম। :gulli2: :gulli2:
বিসিসি বিসিসি আপ আপ
সিসিবি সিসিবি আপ আপ
সংসারে প্রবল বৈরাগ্য!
হাফিয ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ :hatsoff: বরিশালের সেঞ্চুরীর খবর সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য। যদিও এর পুরা ক্রেডিট সায়েদ ভাইয়ের। তাই সায়েদ ভাইকে :salute: :salute:
বিসিসি জিন্দাবাদ!!!!!!
সিসিবি জিন্দাবাদ!!!!!!
পিসিসি নিয়া আপনার কমেন্ট পইড়া হাস্তেই আছি!! হাস্তেই আছি!!
মিরা যাচ্ছি!! :goragori: :goragori:
সাব্বির,
সায়েদ রে যে পুরা ক্রেডিট দিয়া ফেলতেছ, বাকিরা তো মাইন্ড 🙁 করবো। বলো এই সেঞ্চুরীর আধা ক্রেডিট সায়েদের আর বাকি আধা সায়েদ বাদে বিসিসির বাকিসবার। যাই হোক, এটা একটা গুড টিমওয়ার্ক :thumbup:
আমার পক্ষ থেকেও বিসিসির সবাইকে শতক পূরনের অভিনন্দন :hatsoff:
:shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy:
Life is Mad.
বিসিসি...উল্টালেই হয় সিসিবি
কি দারুন একটা অন্ত্যমিল...
তাই আমার মনে হয় প্রথম সেঞ্চুরিয়ান হওয়াটা বিসিসি'র ই মানায় (বাকিরা কষ্ট পাইয়েননা। খুশীর ঠেলায় কি কইতে কি কমু ঠাহর করতে পারতেছিনা)...
কালকেই আমি ব্যাপারটা খেয়াল করেছি যে সব কলেজগুলোর মধ্যে বিসিসি'র পোস্ট সর্বোচ্চ। কিন্তু আমিই যে নার্ভাস ৯৯ এর শিকার তা খেয়াল করিনি। খেয়াল করলে শিওর বুগিঝুগি টাইপের একটা পোস্ট দিয়ে হলেও সেঞ্চুরিতম পোস্টের কৃতিত্ত্বটা নিয়ে নিতাম। আফসোস... :((
তবে টিটো কে অভিনন্দন এরকম একটা ব্যাপার আবিষ্কার করার জন্য এবং শেয়ার করার জন্য।
বিসিসি'র সকল সদস্যদের কে অভিনন্দন। আর যারা এই সেঞ্চুরিতে বিশেষ অবদান রেখেছে তাদের প্রতি আমার :hatsoff:
বিসিসি'র সবাইকে বলছি, "দায়িত্ব এখন আরো বেড়ে গেছে। উৎসবকে শক্তি হিসেবে নিয়ে সবাই পূর্ণ ঊদ্যমে আবার ঝাপিয়ে পড়ুন ১৫০তম পোস্ট সবার আগে করার লক্ষ্যে।"
জয় হোক বিসিস'র। জয় হোক সিসিবি'র। জয় হোক পুরো ক্যাডেট পরিবারের।
হেইয়া আহসানওতো দেহি চাপাবাজির ওপর দিয়া যাইতেআছে। 😡 😡 😡 ছুডু ভইন সামিয়া যে কইল মোরা হগলতে না খাইয়া আছি। :bash: :bash: :bash: মোর বড় ভুখ লাগছে................. :party: :party: :party:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস,
আপনের কথা আলাদা। আপনারে খাওয়ামু না তো কারে খাওয়ামু। তয় সামিয়ারে খাওয়াইতে আপত্তি আছে। ও ইদানিং খুব ডজার হইয়া গেছে। খালি কমেন্ট (তাও আবার ইমিটিকোনের মাধ্যমে) কইরাই খালাস। ও মনে হয় লাস্ট নূহ নবীর আমলে লেখা দিছে।
তয় আমনেগো ধারে মোরও কইল একটা আবদার আছেলে। টিটোর নাহান মুইও কইতেআছি, মোরা ল্যাকতে ল্যাকতে ব্যামালা কেলানতো। আমনেগো কি উচিত না মোগো খাওয়ানের? এককালে হাচ্চইও কইররা কইবেন কইলো।
তয় চলো চুপেচুপে মোরা দুইজনে খাওনডা সাইরা ফালাই। :party: :party: :party:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমিও আপনেদের সাথে চুপে চুপে খাপো :((
বস,
ঠিক আছে...
কসম কইতাছি... আপনারে খুইজ্জা বাইর কইরা খাওয়ামুই একদিন ইনশাল্লাহ...
মাস্ফু বাদ...
নাআআআআআআআআআআআআআ আমি বাদ হপোনাআআআআআআআআআ :((
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বিসিসি আপ আপ। ভাইয়েরা মুইও জাতে বরিশাইল্লা, আছিলাম আরসিসিতে। আমি তাইলে কমন ক্যাডেট(তাও ভাই আরসিসির জন্য ভালবাসা সবার আগে)। সবার আনন্দে তাই আমি সমান খুশি।
কমন ক্যাডেট হইতে চাইলে মাঝে মাঝে বরিশালের ট্যাগ লাগাইও 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বিসিসি বিসিসি :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমার গুলা ট্যাগিং করা ছিল না। কাউন্ট আরো বাড়াইয়া লইলাম 😀
মরতুজা ভাই আপনার নাম কেমনে মিস করলাম 😮
বিশ্বাস করেন কানে ধরছি।
আর নিজের নামে ১০০ :frontroll: ইস্যু করলাম
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: .............................................................................................................................
আপনারে আমি খুঁজিয়া বেড়াই