বরিশালের ১০০ তম পোস্ট

কলেজ সমূহ (381)
কুমিল্লা (72)
ঝিনাইদহ (39)
পাবনা (1)
ফৌজদারহাট (12)
বরিশাল (99)
মির্জাপুর (34)
ময়মনসিংহ (21)
রংপুর (24)
রাজশাহী (14)
সিলেট (64)

বেশ বেশ ! দেখতে ভীষণ ভালো লাগছে। আহসান ভাই তার নার্ভাস ৯৯ পোস্টটা দিয়েছেন গতকাল। যদি ঠিক মত আপডেট হয় তাহলে আশা করছি এটা ১০০ তম পোস্ট।

বরিশালের ছেলেরা সত্যি জীবনানন্দের মান রেখেছে। সর্বোমোট ৩৮২(এটা নিয়ে) পোস্টের মধ্যে ১০০টি তাদের। সেঞ্চুরি!!! কি বোর্ড উচিয়ে আনন্দ প্রকাশ করছি। :party: :party: :party: :guitar:

আশা করছি অন্য ক্যাডেট কলেজের ভাই বোন বন্ধুরাও খুব শিগগির কাছে চলে আসবেন। যারা বেশ পিছিয়ে আছেন তারা যেন ব্যক্তিগত উদ্যোগে তাদের কলেজের ব্লগার সংখ্যা বাড়াবার চেষ্টা করেন

আমার এটা স্ট্যান্টবাজী পোস্ট হলেও সিরিয়াসলি যার কারণে এই সাফল্য সম্ভব হয়েছে তিনি আমাদের সায়েদ ভাই । তার একারই প্রায় ৫০টার মত পোস্ট। তাই তার প্রতি সশ্রদ্ধ স্যালুট এবং :hatsoff: :hatsoff: :hatsoff:

আরো স্মরণ করছি সিও আহসান ভাই, মর্তুজা ভাই, সিরাজ, সাব্বির, আহসান আকাশ, মেহেদী হাসান সুমন, রেজোয়ান, নাজমুল এবং মুসতাকিমকে।সবাইকে :hatsoff:
আর রায়হানের অবদান তো পুরো সিসিবি জুড়েই। :hatsoff: ওকেও

সাবাশ সায়েদ ভাই! সাবাশ বিসিসি! সাবাশ সিসিবি!

৫,৫৬২ বার দেখা হয়েছে

৮৫ টি মন্তব্য : “বরিশালের ১০০ তম পোস্ট”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    খাইছে, আমার লেখাগুলাতে তো রংপুর ট্যাগ লাগাইনাই।
    তাইতো কই কম কম লাগে ক্যান আমাদের। যাই ট্যাগ লাগাই।

    বিসিসি রে সেলাম।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    হেইয়া মনুওওওও টিটোর লাইগ্যা আর এক থালা ভাত রাইখ্যো.....................।
    :hatsoff: বিসিসি।

    মুই আরেকখান বরিশাইল্যা ধইরা আনতেআছি। হেইয়া অইলো শওকত হোসেন মাসুম। পরথম আলুর বিজনেস এডিটর। হেইয়া মোরে কইলো সিসিবিতে নাম লেখাইবো, পোস্টাইবো।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. টিটো রহমান (৯৪-০০)
    বরিশালরা না খাওয়াইলে তাদের ভ্যান চাই

    শুধু ভ্যান????লিমুজিন চাইলেও খাওয়ামু না 😛
    মুসলমানের তিন কথা ১.খাওয়ামু না ২.খাওয়ামু না ৩.খাওয়ামু না


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  4. সাব্বির (৯৫-০১)

    হাফিয ভাই,
    আপনাকে অসংখ্য ধন্যবাদ :hatsoff: বরিশালের সেঞ্চুরীর খবর সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য। যদিও এর পুরা ক্রেডিট সায়েদ ভাইয়ের। তাই সায়েদ ভাইকে :salute: :salute:
    বিসিসি জিন্দাবাদ!!!!!!
    সিসিবি জিন্দাবাদ!!!!!!
    পিসিসি নিয়া আপনার কমেন্ট পইড়া হাস্তেই আছি!! হাস্তেই আছি!!
    মিরা যাচ্ছি!! :goragori: :goragori:

    জবাব দিন
  5. আহ্সান (৮৮-৯৪)

    বিসিসি...উল্টালেই হয় সিসিবি
    কি দারুন একটা অন্ত্যমিল...
    তাই আমার মনে হয় প্রথম সেঞ্চুরিয়ান হওয়াটা বিসিসি'র ই মানায় (বাকিরা কষ্ট পাইয়েননা। খুশীর ঠেলায় কি কইতে কি কমু ঠাহর করতে পারতেছিনা)...

    কালকেই আমি ব্যাপারটা খেয়াল করেছি যে সব কলেজগুলোর মধ্যে বিসিসি'র পোস্ট সর্বোচ্চ। কিন্তু আমিই যে নার্ভাস ৯৯ এর শিকার তা খেয়াল করিনি। খেয়াল করলে শিওর বুগিঝুগি টাইপের একটা পোস্ট দিয়ে হলেও সেঞ্চুরিতম পোস্টের কৃতিত্ত্বটা নিয়ে নিতাম। আফসোস... :((

    তবে টিটো কে অভিনন্দন এরকম একটা ব্যাপার আবিষ্কার করার জন্য এবং শেয়ার করার জন্য।

    বিসিসি'র সকল সদস্যদের কে অভিনন্দন। আর যারা এই সেঞ্চুরিতে বিশেষ অবদান রেখেছে তাদের প্রতি আমার :hatsoff:

    বিসিসি'র সবাইকে বলছি, "দায়িত্ব এখন আরো বেড়ে গেছে। উৎসবকে শক্তি হিসেবে নিয়ে সবাই পূর্ণ ঊদ্যমে আবার ঝাপিয়ে পড়ুন ১৫০তম পোস্ট সবার আগে করার লক্ষ্যে।"

    জয় হোক বিসিস'র। জয় হোক সিসিবি'র। জয় হোক পুরো ক্যাডেট পরিবারের।

    জবাব দিন
  6. শার্লী (১৯৯৯-২০০৫)

    বিসিসি আপ আপ। ভাইয়েরা মুইও জাতে বরিশাইল্লা, আছিলাম আরসিসিতে। আমি তাইলে কমন ক্যাডেট(তাও ভাই আরসিসির জন্য ভালবাসা সবার আগে)। সবার আনন্দে তাই আমি সমান খুশি।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।