ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস, স্বাধীনতা অর্জনের মাস। তাই বিজয় কিংবা স্বাধীনতা নিয়ে কিছু লিখতে খুব ইচ্ছা করছিল। কিন্তু মাথার মধ্যে কিছুই গোছাতে পারলাম না। ২০০১ সালে বি এম এ তে থাকাকালীন ম্যাগাজিনে একটা কবিতা দিয়েছিলাম। ওটা ছাপাও হয়েছিল। আসলে কবিতা বললেও ভুল হবে। বস্তুত এটা একটা ছড়া। এখন হঠাৎ মনে পড়ে গেল। এখানে সবার সাথে সেটা শেয়ার করতে ইচ্ছা করছে। সামান্য পরিবর্তন করে ওটাই এখানে তুলে দিলামঃ
শপথ
বহুদিন পর হঠাৎ যে আজ
মনে হলো এক করুন কথা,
আপন মনে হোচট খেলাম
পেলাম কি যে বিষম ব্যথা।
যার তরে এই দেশের মানুষ
বিসর্জন দিল প্রাণ ও রক্ত,
তার সবই কি বৃথাই গেল
আজো কি মোরা হয়েছি মুক্ত?
রাস্তাঘাটে কত ছিনতাই
খুন, ধর্ষন আর রাহাজানি
এখনো অনেক মা বোনদের
ঘটছে কত ইজ্জতহানি
স্বাধীন দেশের মানুষ মোরা
সত্যি কি আজ আছি স্বাধীন?
যে দেশেতে শোষিতরা
শাষিতের কাছে অধীন
স্বাধীনতার ইতিহাসটাও
হয়ে যাচ্ছে বিকৃত,
রাজাকারের বাচ্চারা আজ
দেশপ্রেমিক বলে স্বীকৃত।
সত্যিকারের স্বাধীনতা
পাব কবে জানতে চাই,
যে দেশেতে সবাই ভাল
খারাপ কোন মানুষ নাই।
এমন দেশ কি হবে মোদের?
স্বপ্ন সফল হবে সেই,
আসুন মোরা সবাই মিলে
দেশকে গড়ার শপথ নেই।
🙁
:salute: :salute: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
রহমান ভাই, কলম আর বন্দুক-আক্ষরিক অর্থেই দুটো দিয়ে লড়াই করছেন আপনি এবং আপনার মত মানুষেরা।কে বলে আমরা হেরে যাব?অসম্ভব!
:clap: :clap: :clap: :clap:
ওয়েলডান বন্ধু।
Life is Mad.
সায়েদ বলেছেন,
২০০১ সালে লেখা ...
আমার মনে হয় ওয়েলডিড হবে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
থ্যাংকস্ সায়েদ 🙂
কু্দদুস এই লেখাটা ১০ম শ্রেনিতে প্রথম প্রকাশ কোরেছিলো :chup:
আর লেখছিল মনে হয় 'নাইন্টিন ওয়ান্টিটু'তে, :bash:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নিহাদ,
১০ম শ্রেনীতে দিয়েছিলাম কিনা মনে পড়ছে না। বিএমএ র টা মনে আছে। যেটাই হোক "আসমানী" ছড়াটার মতো এটা প্যারোডি বা নকল না 😉 , এটা আমার নিজেরই লিখা। সুতরাং ১৯৯৫, ২০০১ বা ২০০৮ সাল কোন ব্যাপার না আমার কাছে। আমার মতে ছড়াটার বিষয়বস্তু এখনো আমাদের জন্য প্রযোজ্য।
এটা লাইনে তিনটা বানান ভুল x-( x-( x-( তোকেই বরং :chup: :chup: :chup:
কমেন্ট শিল্প বাদ দিয়ে লেখা জমা দে 😡
*একটা লাইনে তিনটা বানান ভুল
একটা লাইেন িতনটা বানান ভুল
ইেচছ করে ছিড়ি আমি নিহাদের চুল।
একটা লাইেন িতনটা বানান ভুল!!!!
আরে! কই গেলো তোর মাথার পাকা চুল!!
লেখাটি এখনও যেহেতু প্রাসঙ্গিক...
আমার মনে হয় ওয়েল্ডিং (!) হবে... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আর যেহেতু সেই উনিশশো তিপ্পান্ন সাল থেকে বার বার ছাপা হচ্ছে, সেহেতু এখন আমার মনে হচ্ছে 'ওয়েল্ডিংডিংডিংডিং' হবে। :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
কুদ্দুস,
ওয়েলডান, ওয়েলডিড, ওয়েল্ডিং এবং ওয়েল্ডিংডিংডিংডিং বন্ধু।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর,
থ্যাংক্যু, ট্যাংকু, টিংকু এবং টিং টিং টিং টিং বন্ধু 🙂
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
ইয়ে মানে, জুনা/জুনি
জনসম্মুখে আমাকে এভাবে ওয়েল্ডার (মিস্ত্রী) না বানালে কি হতো না :no:
ক্যান যে লেখাডা দিছিলাম :bash: :bash: :bash:
রহমান ভাই,
চমৎকার একটা কবিতা/ছড়া। :thumbup: :thumbup:
সাহিত্যের সব শাখায় বিচরণ শুরু করলেন নাকি? :dreamy:
নারে ভাই,
কবিতা/ছড়ার ভাত নাই :no: । তাইফুর, জুনা, নিহাদ সবাই যেইভাবে এ্যাটাক শুরু করছে তাতে সিসিবি থাইকা পালান লাগবো মনে হয় :(( :(( :((
রহমান ভাই, প্রথমে খেয়াল করি নাই...আমি ভাবছিলাম আপনি প্রবন্ধ লিখছেন...মনে মনে চিন্তা করছিলাম 'বাহ্, বেশ লম্বা প্রবন্ধ তো!' 🙂
এখন পড়ে দেখলাম, অইডা কবিতা...আর কে না জানে কবিতারে আমি খুব ভাল পাই... 😉
আরও কবিতা/ ছড়া দেন... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আর কতো পচাবিরে ভাই? আমার তো দেলোয়ার হোসেনের মতো সেলোয়ার (এক্ষেত্রে প্যান্ট) ধইরা রাখার কোন এ্যাসিস্ট্যান্ট নাই :no: । ভুল হইয়া গেছে ভাই 🙁 , আর ছড়া থুক্কু প্রবন্ধ লেখুম না :no:
রহমান ভাই আমি আপনার সাথে আছি! আমি কবিতা/ছড়াপ্রেমী। পড়তে ভাল লাগে, আরোও থাকলে ছাড়েন। পড়বো! :thumbup: :thumbup:
নারে ভাই আক্কেল হইছে ~x( । জনসম্মুখে আর বেইজ্জতি হইতে চাইনা :no: । প্যান্ট খোলার জন্য সবাই যেন এক হাত বাড়াইয়া রাখছে। এইখানে আমার ভাত নাই আর :no: । যাই প্যান্ট আটকানোর লাইগ্যা বেল্ট খুজতে যাই :-B
ডিসেম্বর আর মার্চে আমরা এত চিল্লাই, বাকি দশ মাস কেন যে ঘুমাই সেই হিসাব আজও মিলাতে পারলাম না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই ও সামিয়া,
এমনিতেই মন খারাপ করা ছড়া এটা, তার উপর এই কমেন্ট কইরা দিলেন মনটা আরো খারাপ কইরা 🙁 । (সামিয়া অবশ্য ফয়েজ ভাইয়ের কমেন্ট কপি পেষ্ট কইরা ডজ মারছে, মানে ও নিজে কিছুই করেনা। আমরা তো ১০ মাস ঘুমাই আর ও ১২ মাসই ঘুমাইয়া কাটায় 😉 )।
আপনাদের কোন সাজেশন থাকলে বলেন। এর মাধ্যমে ভাল কিছুও বের হয়ে আসতে পারে।
(সামিয়া ডোন্ট মাইন্ড, এটা যাষ্ট ফান )
এবার অন দ্যা টপিক কিছু বলি- বিএমএ থাকা অবস্থায় যিনি এই রকম কবিতা লিখতে পারেন, নিঃসন্দেহে দেশপ্রেম তাঁর অস্থি-মজ্জায়...আপনারে :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা, এইটা কি ক্ষতিপূরণ দিলা 😕 😕 😕 ???
কঠিন হইছে :clap: :clap: :clap: :clap:
:salute: :salute: :salute: :salute:
থ্যাংকস্ 🙂
বস কোবতের কথাগুলো মনে ধরছে। :clap: :clap:
ধন্যবাদ হাসনাইন 🙂
পোলাপানের কমেন্ট পইড়া তো আমি হাসতে হাসতে পিড়া (প্রথমবারের মত আমিও ব্যাবহার করলাম শব্দটা 😀 )যাইতাছি...
রহমান,
ভালো লেগেছে। মাসরুফের মত তাই আমিও বলতে চাই, পরাজয় আমাদের হবার নয়...। তোমার মত সবাই এভাবে ভাবতে পারলে ফয়েজ ভাই'র মত আমাদের আর কখনো আফসোস কিংবা প্রশ্ন করতে হবেনা।
ভালো থেকো।
বস্,
পোলাপাইনের কমেন্ট পিড়া (পড়ে) আমিও পিরা (পরে) =)) যাচ্ছি। এসব কমেন্টের কারনেই ব্লগের আকর্ষন বেড়ে যাচ্ছে 🙂 ।
আপনার কমেন্টটা ভাল লেগেছে। অনেক ধন্যবাদ 🙂 ।
ভাই কথাগুলা অসাধারন হইছে। :clap: :clap: :clap:
ধন্যবাদ শার্লী 🙂
রহমান, তোমার কবিতা নিয়ে বলার কিছু নাই। কারণ আমি কবি বা কাব্য সমালোচক নই। ~x( কিন্তু তোমার আবেগকে আমি সম্মাণ করি। :hatsoff:
আমরা হারবো না, কেউ আমাদের হারাতে পারবে না।
:salute: বাংলাদেশ।।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঠিক বলেছেন সানা ভাই। আমরা হারবো না, কেউ আমাদের হারাতে পারবেনা। আমাদের রক্তের শেষবিন্দু দিয়ে হলেও এই স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে। সেই দৃপ্ত শপথ নিয়েই কাজ করে যাচ্ছি আমরা সবাই।
আপনাকেও :salute: