ইউরোপের সব দেশেই ফুটবলে শীতকালীন ছুটি চলছে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে কোণো গ্যাপ নাই। বরং ফেস্টিভ্যাল টাইমে খেলা আরও বেশী থাকে । ২৬ শে ডিসেম্বর বক্সিং ডে তে সব দলই মাঠে নামছে। আমি শুধু বড় দল গুলো নিয়ে লিখছি।
Stoke v Man Utd (1845 BST)
এই মূহুর্তে স্টোক বেশ কিছু ইঞ্জুরীতে ভুগছে, কিন্তু নিজ মাঠে ওরা সবসময়ই শক্তিশালী। রেলিগেশন দল হলেও এ বছর নিজের মাঠে হেরেছে মাত্র দুবার।
বিস্তারিত»