এই লিঙ্কটা একটু দেখুন প্লিজ

আমার অনেক কিছু লেখার ছিল আজ, একটা গল্প লেখব বলে থিম ও ঠিক করেছিলাম কিন্তু কিছুই লেখতে পারলাম না। আমি আর কি লিখব। এই লিঙ্কটা একটু পরে আসুন সবাই প্রথম আলোতে আনিসুল হক এর কলাম।
গল্পগুলো রূপকথা নয়
আমার লেখা গুলা নাহয় পরেই লেখব আপাতত রূপকথার মত গল্পগুলোই শুনি। আমাদের প্রজন্মের এইসব কথা জানা বড় বেশি দরকার বারবার শুধু ডিসেম্বরেই নয়।

৮ টি মন্তব্য : “এই লিঙ্কটা একটু দেখুন প্লিজ”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    ভাইয়া থ্যাংকস এইটা শেয়ার করার জন্য :boss:
    আর আপনি তারাতারি লেখা দেন। মন কি এখনো ভাল হয় নাই 😕 😕 😕


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  2. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    আনিসুল হকের এই লেখাটা পড়তে পড়তে চোখের ঝাপসা হয়ে ওঠাটা ঠেকাতে পারলাম না। গত বছরের প্রথম দিকে মেজর কামরুল ইসলাম ভূঁইয়ার "জনযুদ্ধের গণযোদ্ধা" আর

    "বিজয়ী হয়ে ফিরব নইলে ফিরবই না"

    পড়তে যেয়ে এই অনুভূতিই হচ্ছিল। উফ্ কি সব কথা - কি সব ব্যক্ত করা মনোভাব। চোখ ঢাকতে তখন আড়াল নিতে হয়েছিল।
    স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী এইসব মানুষদের জানাই হাজার সালাম।

    কামরুলতপুকে অনেক অনেক ধন্যবাদ।
    (তোমার মন ভালোর অপেক্ষায় আছি 🙂 )


    Life is Mad.

    জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)

    “স্বর্গ কি হবেনা কেনা?
    বিশ্বের ভান্ডারী কি শোধিবে না এত ঋণ?”

    শোধিবে…অবশ্যই শোধিবে…
    শোধ করতেই হবে…


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।