নাহ, হয় ইন্টারনেটের লাইন খারাপ, নয়তো আমার কম্পিউটারে কোন একটা ঘাপলা হইছে। ক্যাডেট কলেজ ব্লগে ঢোকার চেষ্টা করতেছি, কিন্তু কই যে নিয়া যাইতেছে আমারে বুঝতেই পারতেছিনা। ধ্যাত্তুরি…মেজাজ গরম লাগতেছে…
😡 😡 😡
:bash: :bash: :bash:
x-( x-( x-(
অসহ্য……
~x( ~x( ~x(
ইয়া আল্লাহ!!!!!!!!!!!!!!!!!!!!
এইটা কি!!!!!!!!!!!!!!!!!!!!!!!
😮 😮 😮
হায়রে…এইটাতো সিসিবি…!!!! এতো দেখি নতুন ইমালশন পেইন্ট করা আমার পুরান বাড়িটা…। ;;) ;;) ;;)
ব্যাপারটা একটুও অতিরঞ্জিত না। অনেক দিন পর ব্লগে আসাতে সিসিবির পুরাতন গেটআপটা ই আমার মাথায় ঘুড়পাক খাচ্ছিল। আর তাই নতুন গেটআপ দেখে বারবার ভাবছিলাম যে আমি বা আমার পিসি কিংবা আমার লাইন কোন একটার মাথা গরম হইছে। তবে সিসিবির নতুন রুপ আমাকে মুগ্ধ করেছে। সাধুবাদ সংশ্লিষ্টদের সবাইকে।
মফস্বলে থাকার কারনে এই ডিজিটাল যুগেও আমি ছিলাম নেট বঞ্চিত। ফলাফল, সিসিবির সাথে বেশ কিছুদিনের বিরহ। ছুটি শেষের দিনটি যতই এগিয়ে আসছিল, আশু বিরহ জ্বালা মোচনের চাপা আনন্দ আমাকে ততই যারপর নাই উদ্ভাসিত করছিল। অবশেষে সেই মধুমিলণের সন্ধিঃক্ষণে আমি উপনিত…আমি আর সিসিবি…সিসিবি আর আমি…।
অনেক দেরী করে হলেও সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো ছিলেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো ছিলাম। এবারের ছুটিটা অনেক অনেক মজার ছিল। প্রথমত, ছুটি পাবার কথা না থাকলেও শেষমেষ ছুটি পেয়ে গেলাম। তারপর এতদিনের ভার্চুয়াল জগতের ছোটভাইগুলার সাথে জমিয়ে আড্ডা দেয়াটা ছিল অবর্ণণীয় সুখকর একটা ঘটনা। এতদিন যাদেরকে নিজের কল্পণায় ভেবে নিয়েছি যে হয়তো এরকম হবে, সেই মানুষগুলোর সাথে সাক্ষাত…ব্যাপারটা আমার কাছে অনেক অনেক এক্সসাইটিং ছিল। অনেক অনেকদিন পরে এত মজা করেছিলাম আমি সেদিন।
অবশ্য পোলাপানগুলা আমারে ভালা মানুষ পাইয়া প্রচন্ড নাকানি চুবানি খাওয়াইছে। আড্ডার আপডেটে আমাকে নিয়া বহুত মিছা কথা কইছে। অনেক থ্রেট ও আমারে দিছে। যাইহোক, ডি-জুস আমলের পোলাপাইন…এমনটা করবো এইটাই তো স্বাভাবিক। তয় একটা সত্য কথা কই, ওই সময়টুকুতে আমিও পাক্কা ডি-জুস হইয়া গেছিলাম। আর মনে মনে একটাই আফসোস করতাছিলাম…”হায় রে…কেন যে আরো ১৩/১৪ বছর আগে ডি-জুস আইলোনা”।
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা যারা আড্ডায় এসে পুরো সময়টুকুকে মাতিয়ে রেখেছিল। বিশেষ ধন্যবাদ মাসরুফ এবং কামরুল কে। টিটো কে ধন্যবাদ ভাবীকে আনার জন্য আর ভাবীর প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা আমাদের আড্ডায় আসার জন্য। ভবিষ্যতে এরকম আয়োজন হলে আমি যেন তা মিস না করি সে শিক্ষা আমি পেয়েছি এই আড্ডা থেকে। তাই এখন থেকে সদা সচেতন থাকতে হবে যাতে এরপরে আমি না আবার বদদোয়া দেনেওয়ালাদের দলভূক্ত হই।
সানাউল্লাহ ভাইয়ের চা খাওয়ার দাওয়াতটা আমি আড্ডা চলাকালে খেয়াল করিনি। একবারও যদি আমি দেখতাম, সন্দেহ ছাড়া আমি বসরে একটা সালাম দিতে যাইতাম। যাইহোক, ভবিষ্যতে সানাউল্লাহ ভাইয়ের অফিসে হানা দেবার একটা প্ল্যান আপাততঃ মনে মনে ঠিক করে রাখলাম।
যাহোক, অনেকদিন পরে ফিরে এলাম। নির্বাচনের জন্য ব্যস্ততা থাকবে হয়তো কিছুটা, কিন্তু সিসিবির সাথেই থাকবো পুরো সময়টা ইনশাল্লাহ। অনেক লেখা জমে আছে পড়ার জন্য। টুকটুক করে সবগুলো পড়ে নেবো।
সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেয।
আহসান ভাই, আপনি যেম্নে যাওয়া-আসার উপর আছেন- শিরোনাম 'প্রত্যাবর্তন' না দিয়ে 'প্রত্যাবর্তন-১,২,৩,৪,৫...' অথবা শুধুই 'আবর্তন' দিয়ে ট্রাই করতে পারেন... :-B
অফ টপিক- নাইস টু গেট ইউ ব্যাক, ব্রো...! :hug:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনি,
গুড সাজেশন।
আছো কেমন।
মিসিং ইউ পিপল ইয়ার... :hug:
'জুনা' তো মন্দের ভালো আছিল...নতুন এইডা কি শুরু করলেন... 🙁
আমি ঠিক বুঝতেছিনা কেমন আছি... 😕
কয়েকদিন ধরেই মানসিকভবে কেমন যেন ভাল বোধ করছি না... :-/ :-/ :-/ :-/ :-/
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কেন? কি হইছে রে?
আর "জুনি" টা তো আদর কইরা ডাকলাম... 😉
যুনি কবীর ভাই,এডিসি আমি ব্লগে জ্বলজ্যান্ত উপস্থিত থাকতে আপনে সিও সাহেবরে অশালীন ইঙ্গিত দেন????আপনেরে কেয়ামত পর্যন্ত ব্লগ ইস্যু করা হৈল x-(
আমার "জুনি"টা পসন্দ হইছে 😀 😀 😀 ।
Life is Mad.
পছন্দ তো হইবোই... 🙁
অফ টপিক- নাহ্, কিছু কমু না...অফ গেলাম!!!
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কিরে তোর অফটপিককি আমি যেইটা ভাবতাছি সেইটা :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
জুনি আপু? না মানে ভাইয়া, শরীরটা ভালা? :grr:
বস্, আপনে আমার ঘরের ধারে আইসা আড্ডায়া গেলেন আর সেই ছুটির চিপায় পিড়া আড্ডাটা মিস করলাম। নেক্সট টাইম অবশ্যই অন প্যারেড থাকবো বস।
:salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজি,
ব্যাপার না। চলো আগে বাড়ো...। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার হবে...। :thumbup:
গেছিলাম পরীক্ষার ইনভিজিলেশন দিতে। আইসা দেখি এত্ত এত্ত নতুন পোস্ট।
আপনে এতোদিন ছিলেন না, মিস করছি আপনারে খুব। পাম দিতাছি না, ঈমানে কইলাম।
এখন পোষায়ে দেন, হাজারে বিজারে ব্লগ ছাড়েন। 🙂
তুমি আছো কেমন আগে তাই কও।
তোমার লেখাও অনেক দিন পড়িনা। সময় করে একটু লেখনা আমাদের জন্য।
ভালো থাইকো...।
আহসান ভাই,
আপনার কথা অনেক শুনেছি 🙂 । আগে পরিচিত হইয়া লই। আমি এই ব্লগে নতুন প্রানী 😀 । আশা করি এখন থেকে নিয়মিত আমাদের সাথে থাকবেন :guitar: । আপনাকে :salute:
রহমান,
জানিনা কি শুনছ। খারাপ কিছু শুনলে প্রাইভেটলি জানাইও যাতে নিজেরে শুধরাইতে পারি। আর ভালো কিছু শুইনা থাকলে মনে করবা যারা বলছে তারা নিজেরা খুব ভালো মানুষ।
দেরী কইরা হলেও, "ব্লগে স্বাগতম তোমাকে।"
ইনশাল্লাহ নিয়মিত থাকব।
বওওওওওওওওওওওওওওস, অনেক দিন পর, নাইস টু গেট ইউ ব্যাক...লেখা দেন কুইক...কুইক... :salute: :salute: :salute: :salute:
থ্যঙ্কু থ্যঙ্কু...।
কিন্তু তুমি যে চেয়ারে বইসা বইসা মজা মাইরা খালি লেখা পড়তাছো, নিজে লেখার কোন নাম গন্ধ নাই এইটা কি ঠিক করতাছো? ওই মিয়া লেখা জমা দাও তাড়াতাড়ি।
কি যে কন...বইসা বইসা কষ্ট হয়...তাই বিছনার পাশে রাখসি...অহন শুইয়া শুইয়া... 😛 😛 😛
আহ! অনেক দিন পর আহসান ভাইরে দেখলাম। :hug: :hug: :hug:
এখন শুধু :gulli2: চলব।
:hug:
ভাইরে আমি কিন্তু কোন দিন র্যাবে আছিলাম না। ক্রসফায়ার কি জিনিস তা আমি জানিনা...। খালি খালি গুল্লি দেখাতাছো ক্যান?
ওয়েল কাম ব্যাক ভাই। :hug: :hug: :hug: :hug: :hug: :hug: :boss: :boss: :boss: আপনারা জমানো মানুষগুলা যদি অনিয়মিত হন তাইলে ভাল লাগে???
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
থ্যঙ্কস বাডি। :hug:
জমানো টমানো বুঝিনা। ভীষন ইচ্ছা করে আমারো সারাদিন এখানে থাকতে...।
ইয়ে মানে আহসান ভাই, "ঈদ কথোপকথন" ব্লগে আপনেরে নিয়া ছোট্ট এট্টা ঘটনা লিখছি 😛 পার্লেদেইক্ষাইসেন।
বস, এইবারের প্রত্যাবর্তন দীর্ঘস্থায়ী হোক এই কামনা ও দাবী করছি।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দোয়া কইর।
তুমি কেমন আছ?
ওয়েলকাম ব্যাক, বস।
আপনার প্রথম লেখাগুলোর মতোন কিছুর জন্য অপেক্ষা করছি।
Life is Mad.
ঘটে মাল নাইরে...।
তোমার মত জিনিয়াস হইলে না লিখতে পারতাম...
তোমারে গত কয়েকদিনে খালি ওয়েল্কাম দিতে হইতেছে, ব্যাপারটা মোটেও ভাল লাগিতেছে না।
এনিওয়ে, প্রবলেমটা বুঝিতে পারতেছি জন্য ঝড়িতেও পারতেছিনা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস,
সিনিয়রের ঝাড়ি হইল জুনিয়রের জন্য আশীর্বাদ।
চোখ কান বন কইরা আশীর্বাদ দেন...।
আপনি আছেন কেমন?
আমারও এক অবস্থা হইসিল, সিসিবির জামা কাপড় দেখে চোখ কপালে উঠে গেসিল... 😛
হমমমম...।
যাক, কাসেম তাইলে আমি একলা হই নাই... :clap:
বাহ আহসান ভাইও কাসেম হওয়া বুইঝা গেছেন 😀
সবই তমাগো অবদান...। 😉
:party: :party: B-)
;;) ;;) ;;) ;;)
আহসান ভাই আপনে মনে হয় আমারেও চেনেন না। আমি মোটামুটি ২ মাস যাবৎ এই ব্লগরে নিজের বারি ঘর বানাইয়া আছি। ভাই আপনেরে সিও হিসেবে প্রথমে একটা :salute: । বস আপনে নিয়মিত থাকবেন এই আশায় রইলাম। আবারো :salute:
শার্লী,
তোমারে আমি ব্লগে দেখছি। কিন্তু কখনও কথা বার্তা বা হাই হ্যালো বলা হয় নাই। তবে এখন তোমাকে স্বাগতম জানাচ্ছি ভাই।
দোয়া করো যেন নিয়মিত থাকতে পারি।
ভালো থেকো।
বেশী বেশী মজার মজার পোষ্ট দাও।
বস,
আপনার ছবির এই বাচ্চাটা এত কানতেছে :(( ক্যান? ওর কান্না থামবে না? হাসিমুখের 🙂 কোন ছবি দেন না।
আইচ্ছি ঠিক আছে...
আমাগো "সেই ক্লাস ক্যাপ্টেন" (পড়ুন অন্ধকারে ধুপ ধাপ শব্দ .....) কইছিল বাচ্চা কহনতরি কানতাছে ওরে একটা লেবেনচুস দিতে পারো না কেউ??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আহসান, অফিসে স্বাগতম। কবে আইবা কও। বেশি রাইতে আইলে নিশাচর আন্দালিবরে নিয়া আইসো!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাই ওয়েল্কাম ব্যাক :salute: :salute: :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"