সিসিবি তে এটা আমার ২য় লেখা। প্রথম ব্লগ এর অসাধারণ(!) সাফল্যের ধারাবাহিকতায় আজকের লেখার জন্ম। আজও আপাতত ১ টা ঘটনা দিচ্ছি।
**ক্লাস টেন এ তখন। ১৪ নং রুমে থাকি। করিডোর এর সাইডে জানালার পাশেই আমার বেড। গেমস এর পর এসেই ড্রেস চেঞ্জ না করেই সদ্য পাওয়া মাসুদ রানা সিরিজের “নীল ছবি” নিয়ে বসলাম। করিডোর দিয়ে যাচ্ছিলেন হাউজ ডিউটি মাস্টার সাইফুল ইসলাম(ইতিহাস) স্যার।তিনি আমার পড়ালেখা সম্পর্কে ভালই খোঁজ খবর রাখতেন!হঠাৎ কোন পূর্বাভাস ছাড়া রুমে ঢুকেই বললেন,”জাবীর,তুমি তো এত পড়ালেখা সচরাচর করো না!” আউউউউউচচচচচককক(ঢেঁকুড়-স্যারের গ্যাস্ট্রিক এর সমস্যা ছিল।)”এটা কি পড়ছ,দেখি”বলেই বইটা আমার থেকে কেড়ে নিলেন। আর যায় কই!বললেন,”রাতে হাউজ অফিসে এস”। বুঝলাম আজ কপালে শনি আছে!সেদিন শনি বার ছিল কিনা!থার্ড প্রেপ পর্যন্ত অনেক ভয়ে ভয়ে থেকে প্রেপ শেষ করেই হাউজ অফিসের সামনে গেলাম,অবশ্যই ড্রেস চেঞ্জ করে(স্লিপিং ড্রেস)।যা দেখলাম,তা অভাবনীয়!সাইফুল স্যার সবেমাএ বই টার লাস্ট পেজ পরা শেষ করলেন।”মে আই কাম ইন,স্যার?”স্যারের সামনে দাঁড়ালাম।নিজের ডিপোতে জমা থাকা শেষ বিন্দু তেল খরচ করেও স্যারকে ওনার পারসোনাল ডিপো থেকে তেল খরচ(!) থেকে ওনাকে বিরত রাখতে পারলাম না।অনেক অনুনয় বিনয় করলাম,লাভ হল না।হাজার হোক,ক্যাডেট তো!বেশিক্ষণ মাথা নিচু করে থাকতে পারি না।চোয়াল শক্ত করে এক দৃষ্টে তাকিয়ে থাকলাম স্যারের দিকে।যে দৃষ্টিতে একাধারে অনুরোধ আর ঘৃণা ছিল!কিছুক্ষণ পর মোঘল রাজাদের মত করে হাউস মাস্টার হান্নান স্যার(ইংরেজী) এর আগমন।আর যায় কই।সাইফুল স্যার হাউজ মাস্টার স্যার এর দিকে বই টা এগিয়ে দিয়ে বললেন,”স্যার,এই ছেলের কাছে এই বই টা পাওয়া গেছে।বইটার অমুক পেজে এটা আছে অমুক পেজে ওটা আছে(প্যতিটা পেজের চুম্বক অংশগুলো বের করে হাউজ মাস্টার কে দেখালেন!)।আর স্যার,লাস্ট পেজে এই কথা লেখা আছে।”যারা মাসুদ রানার কমপক্ষে একটা বইও পরেছেন,তার কাছে এটা ব্যাখ্যা করতে হবে না যে,এই বই গুলোর লাস্ট পেজে কি থাকতে পারে!আর সাইফুল স্যার যে আমাকে অফচাঞ্ছ মেরে বইটা আগেই পড়েছেন,তা আর কে জানত!এর পরের ঘটনা আরো ভয়াবহ!হান্নান স্যার বললেন,”বাবু(এই সম্বোধন ওনার সহজাত),তুই এই বয়সে ‘ব্লু ফিল্ম’ পড়িস!”স্যার ইংরেজীর মানুষ,’নীল ছবি’র ইংরেজী যে ‘ব্লু ফিল্ম’ তা ওনাকে বলে দিতে হয় নি।’নীল ছবি’ সম্পর্কে কারও ধারণা না থাকলেও’ব্লু ফিল্ম’সম্পর্কে মোটামুটি সবারই যে ‘হাফেজিয়া’ ডিগ্রী আছে তা তো বলাই বাহুল্য!”এই বয়সে তোর বিয়ে করার শখ হয়েছে?”ভাই আপনারাই বলুন,ওই বয়সে কার না বিয়ে করার শখ হয়!কিন্তু বইটার সাথে বিয়ে করার কি সম্পর্ক তা আজ অব্দি আমার বোধগম্য হয় নি।”তোকে আমি বিয়ে করিয়ে দেব”।তৎক্ষনাৎ আমার মাথায় ‘গুগল’ সার্চ মারলাম,হান্নান স্যারের কয়টা মেয়ে আছে! কারণ ওই বয়সে আমাকে তো কেউ মেয়ে দিবে না,দিলে একমাএ স্যারই দিবে।২ সেকেন্ডে ফলাফল।’নো পেজেস ফাউন্ড!'( আসলে তার কোনো মেয়ে থাকলেও আমার জানা ছিল না)।”তোর বাবাকে বল,তোকে বিয়ে করিয়ে দিতে”।শুনুন স্যারের কথা!এখনই আমার আব্বা (যাকে ফোনবুকে ‘গডফাদার’ নামে সেভ করেছি!) বলে,আরও ১০ বছর পর এইগুলা নিয়ে চিন্তা করতে!সেই আব্বাকে বলব আমাকে বিয়ে করাতে!……১০:৪৫ এ লাইটস অফ এর বেল দেওয়া পর্যন্ত চলল ঝাড়ি!বইয়ের ওপর স্যার লিখলেন,”সিজড!” …..চলে আসলাম..নো ই ডি!…
বইটা স্যারের ড্রয়ারে ছিল।২ দিন পর কোয়াইট আওয়ারে যেয়ে নিয়ে আসছি।হুরররররররররররররেএএএএএএএএএএএ….
:clap: :clap:
জাবীর, তোমারে ভাল পোলা ভাবছিলাম...আর তুমি কিনা ব্লু ফিল্ম...!!! :no: :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
boss, ব্লু ফিল্ম না ব্লু ফিল্ম না,’নীল ছবি’! 😀
2nd
😀
ভাই, তুমি হাফেয???? !!! :)) :)) :khekz:
just kidding....
জাফর ভাই, 😕
রিজভি তেনসন করিস না, আমরা কাউরে কিচ্ছু বলব না। :grr: :grr:
শার্লী, হ্যায় জানে 😀
জানলে তো ভালাই। তা হ্যারে লইয়া পোস্ট কবে ছারতাছিস?ঝাতি ঝান্তে চায়।
ফাইল আপাতত তার কাছে আছে।সাইন কইরা দিলেই......
লেকু (সাইফুল) এর কথা পড়ে মনে পড়লো -
আমাদের আর্টস পার্টি ছিলো ১১ জন ( এই যন্ত্রনায় সাইন্স পার্টির খবর হোইতো) ... একজনের হাতের লেখা একটু খারাপ আর লেকু রে পচাইতে তার জুড়ি নাই, তারে লেকু গ্যারান্টি দিয়া বলসে যে সে এস এস সি তে সেকেন্ড ডিভিসন পাবে, লগে ইতিহাসে ৫০ এর নিচে। রেজাল্ট দেয়ার পর দেখা গেলো, সে ১-৫ এর ভিতর স্ট্যান্ড, ইতিহাসে ৯২ (যারা জানেন তারা বুঝতেসেন এইটা বোর্ড হাইয়েস্ট ছিলো বিগত ৫ বছর এ)। যাউগ্গা, তখন লেকু এর ভাব দেখে কে, বলতেসে, আমি আগে থেকেই জানতাম ... আগেই বলসিলাম এই ছেলে খুবি খুবি ভালো করবে। x-( x-(
আমরা স্যার রে নাম দিসিলাম "বাউ"(ঢেঁকুর)।কঠিন জ্বালাইছে! x-( x-( x-( x-(
মাসুদ রানার নীলছবি পড়ছিলাম কেলাস ফাইভ না সিক্সে।সেই রকম বই।জাবীর রে,কি মনে করায় দিলি ছুড ভাই!
বড় ভাই,এর পর পড়ছি "সংকেত"।আশা করি এই বই টাও পড়ছেন! 😛
আহারে কি জিনিস মনে করাইয়া দিলেন :dreamy:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:dreamy:
মাসফু ভাই ছুড থাকতেই বেশি পাইকা গেছিলেন দেখা যায়। 😮
মাস্ফু ভাই,ছুড থাকতে পাকে নাই,হ্যায় জন্মের আগেই পাইক্কা আতাফলের মত গাছে ঝুলতেছিল। খালি টাইম মত নিউটনের সূত্রের প্রমাণ দিছেন। 😛
তরে সাইজ দিতাছি খাড়া।কত্তবড় সাহস বড় ভাইরে আতা ফলের লগেও তুলনা দ্যায় x-(
😀 😀 :party: :party: 😀 😀
🙂
আমিও 🙂
না এই পোলার ভাগ্যে খারাপ। আমার হাতে পরেছে। নীল ছবি পড়ে (দেখে) ক্লাস টেনে থাকতেই?? বলে কি? আমরা তো কলেজ থেইক্যা বাইরোনোর পর বেগম বাজারে গিয়া ভিডিও পার্লারে দেখছি। আর হেয় কলেজে থাকতেই............
লাগাও ১০০ :frontroll:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপনাদের মতন মূল্যবোধ, নৈতিক চরিত্র...এসব কি আর এখনকার পোলাপাইনের আছে... :-B :no: :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
উপর্যুক্ত গডফাদারদের এহেন উদ্ধৃতি তে আমি অতিশয় বিস্ময়াভিভূত হয়েছি 😕 ।ওনাদের জ্ঞতার্থে জানাচ্ছি,
"বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে B-) "
শিক্ষক সম্পর্কে খারাপ কিছু বলতে এখন রুচিতে বাঁধে। খালি একটা কথাই বলি, লেকু সম্পর্কে যা বলছো তা একেবারে সঠিক।
হান্নান স্যার অবশ্য খুব ভালো মানুষ ছিলেন। মজার কথা হলো তার ডায়লগ "shocking" পঁচাইতে গিয়া এইটা এখন আমার মুদ্রাদোষ হয়া গেছে। আমি এখন পাঁচ বাক্যের একটাতে শকিং ব্যবহার করি। 🙁
😉
বাপস... যারা মাসুদ রানা পড়ে... পুরা নিশার মতন পড়ে। একজন ছিল... কলেজে থাকতে বেয়াড়াকে টাকা দিয়া মাসুদ রানা কিনা আনত। B-)
আর সেই মাসুদরানা তুমি তোমার রুমমেটের কাছ থেকে নিয়ে পড়তা। ভুল কইলাম নাকি?? :-B
আমি আইজ পর্যন্ত একটাও কিনি নাই 😀 ।তাও রানার প্রায় সবগুলাই পড়ছি :)) :)) :)) :thumbup:
দেশে তোমার মতো পাঠক আরো গোটা দশেক থাকলে প্রকাশকরা থালা নিয়া হাইকোর্টের সামনে বইসা থাকতো।
:boss: ,আপাতত এতদিনেও যেহেতু বসে নাই........ :grr: ....আর কুন সম্ভাবনাও নাই। :)) :))
অফ টপিক:আমি হতদরিদ্র এক পাঠক(মাসুদ রানার ভক্ত 😉 )
আগেই বলছিলাম,
লেখার ধরণটাই অসাধারণ লাগতেছে।
কোথায় থেকে কিসের সাথে যে তুলনা বাইর করে পোলাডা.......মজা লাগে :clap: :clap: ।
নীল ছবি'টা ভারতীয় কোন মন্ত্রী বা ঐরকম কারও মেয়েরে নিয়া গল্প না 😉 ????
Life is Mad.
সায়েদ ভাই,আপনার দেখি অসাধারণ স্মরণ শক্তি :clap: । আর আমারে এমনে প্রশংসা করলে আসমানের ৭ নং তলার কোন একটা ফ্লাটে উঠতে বেশিদিন টাইম লাগব না B-) ।তাও প্রশংসাটা যদি "সায়েদ ভাই" এর মত BOSS কোন লেখক এর থেকে পাওয়া যায় :shy: ।
অফ টপিক: ভাবী নিশ্চয়ই অনেক সুখী 😉 :)) 😉 (আপনার এই অসাধারণ স্মরণ শক্তির জন্য)
শব্দটা সুখী হবে নারে...হবে সন্তুষ্ট!!! :-B
দুইটার মধ্যে পার্থক্য এতদিনে নিশ্চয়ই বুইঝ্যা ফালাইছস... :grr: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সরি :boss:
বুঝছি ~x(
খালি খ্রাপ্কতা। :chup: :chup: :chup:
খ্রাপ্কতার্কিহৈলো??? x-(
খুবৈখাঁটিক্তা... :-B
বউ বা গার্লফ্রেন্ড হইল অফিসের বসের মতন...কোনদিন শুনছস বস কোন কর্মচারীর উপর সুখী হইছে...তারা হন সন্তুষ্ট!!! :-B O:-) :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀 😀
একবার সাধারণ জ্ঞান পরীক্ষায় প্রশ্ন আসছিল মাসুদ রানা সিরিজের প্রথম বইটার নাম কি? সেই প্রশ্ন দেখে বাংলার শারমিন রহমান ম্যাডামের মাথার বহ্মতালু জ্বলে পুড়ে খাক হয়ে গেল রাগে দুঃখে :khekz: ......কে জানি বলছিল ঐবার প্রশ্ন নাকি লেকুর করা ছিল...... :grr:
জাবীরের থেকে আরো লেখা বের হোক :thumbup:
ইনশ্ল্লাহ B-)
ধ্বংস পাহাড়।পারছি 😀
মাস্ফু ভাই,'ধ্বংস পাহাড়' এর কাহিনীটা মনে আছে? 😀
আবার জিগস।ইন্ডিয়ান স্পাই সুলতার সাথে মাসুদ রানার ইটিশ পিটিশ...আহারে শ্যাষে মাইয়াডা মইরা যায়-কবীর চৌধুরীর গুলিতে।হালারে যদি হাতের কাছে পাইতাম তাইলে "..." টা কাইটা দিতাম x-( x-(
অফ টপিক-এইখানে "..." এর স্থানে কবীর চৌধুরীর সুস্থ পা টা হবে,অন্য কিছু না।ওর তো এক পা খোঁড়া,বাকী পা টাও সাইজ দেওয়া লাগব।সুলতার মত সুইট মাইয়ারে গুলি কইরা মারছে বেটা অমানুষ x-(
আমি ভাবছি তুমি হাত কাটার কথা বলছ... O:-)
টাইপ কিছু... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:(( ওরে না রে না,জুনা ভাই তার কমেন্ট নিয়া আইসা গেছে :((
কিকৈবার্চাস??? x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইয়ে মানে কি আর কমু,যা কওনের সবি তো কৈয়া দিছি :))
:dreamy: :dreamy: :dreamy:
আঁই জানি,তুমি পাইরতা... 😀 ..হ,তুমি পাইরছোওওওওওওও 😛
জাবীর ছেলেটাকে আমি খুবই ভালো ছেলে মনে করেছিলাম। কিন্তু, "নীল ছবি"??? যদিও এইটা কি জিনিস বুঝিনা, তারপরও উপরের কমেন্টগুলা দেইখা মনে হচ্ছে খুব খারাপ ব্যাপার! :-B
লেখা পইড়া মজা পেলাম জাবীর। :clap: :clap:
আহারে কতদিন মাসুদ রানা পড়িনা।
আচ্ছা সিরিজটাকি আছে নাকি বন্ধ হই গ্যাছে?
ভাল লিখেছ জাবীর।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
🙂 :shy: 🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আরে এইখানে তো আরো কথা লিখছিলাম তা গেল কই? :-/ :-/
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:-/
কলেজে আবুল হোসেন স্যার একবার আমার কাছ থেকে মাসুদ রানার পিশাচ দ্বীপ বইটা সীজ করেছিলেন। তারপরের কাহিনী ত একি। খুব মজা লাগছে ক্যাডট কলেজ ব্লগে এসে। সব পূরোনো কাহিনী মনে পড়ে যাচ্ছে।
:duel:
এই আবুল হোসেন স্যারই কি এবিসি স্যার.....................তাইলে আমি তার কাছে চারখান মাসুদরানা পাই............এ শোক কোন দিনও ভুলুম না.........কাহীনির ঠিক মাঝখানে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আবুল হোসেন স্যারের কাছে আমি আমাদের বাংলা সিনেমার মাংশল চিত্রনায়িকা পপির একটা ছবি নিয়া ধরা খাইছিলাম। 🙁
স্যার আমারেও সেই ছবিটা আর ফেরত দেয় নাই। :((
আহারে ছবিটা বড়ই সৌন্দর্য ছিলো। 😉 😉
:goragori: :goragori:
এই আবুল হোসেন স্যার মানে কি ইসলামিয়াত এর ছেরাজুজ্জামান স্যার?
আর তুই কি আমাদের ফাহিম?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ওই স্যার নাকি ক্যাডেটগো কাছে যা পাইত সব তার পোলারে নিয়া দিত।তাইলে ওই সৌন্দর্য স্যারের পোলার বাথরুমে আছে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমার মনে হয় ঘটনা সত্য।
:khekz: :khekz: :khekz:
তাইলে ওই সৌন্দর্য স্যারের পোলার বাথরুমে আছে
কেন এত জায়গা থাকতে বাথরুমে কেন????ঝাতি ঝান্তে ছায় :-B
তাইলে কই থাকবো? গোয়ালে? 😀 😀 😀
জটিল জটিল, হাফেজ জাবীরের লেখা পইড়া হাসতে হাসতে পিরা গেলাম =))
সংসারে প্রবল বৈরাগ্য!
:boss: :boss: :hatsoff:
কিন্তু আমি হাফেজ হইলাম কবে থেকে 😕 😐 😕
হুমমমম...
এতদসম্পর্কিত একখানা ব্লগ লিখিবার জন্য আমার হাত নিশপিশ করিতেছে...
বস, তাইলে পিলিজ শেক ইওর হ্যান্ডস্... :-B
মানে, ঝট্পট্ লিকে ফেলেন আরকি... O:-) 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) 😉
জাবীর, তোর লেখার স্টাইল আমার বড়ই মনে ধরেছে। বেঁচেঁ থাঁকঁ বাঁবাঁ।
:shy:
:hug: দুস্ত
পুরা পাংখা...
জাবীর এর লেখা পইড়া হাসতে হাসতে পিরা গেসি... :goragori:
লেকু স্যার এর কথাও খুব মনে পড়তেসে...আমরা ক্লাস এইট এ থাকতে জয়েন করসিলো...সারাটা ক্যাডেট লাইফ অসীম আনন্দ দিয়া গেসে... :dreamy:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
থ্যাঙ্কু,সাকেব ভাই। 😉
আরে মিয়া তুমি তো আমারে পুরাই নস্টালজিক বানায়ে দিলা । :(( আচ্ছা ‘নীল ছবি’ আর ‘মূল্য এক কোটি টাকা মাত্র’ কি এক মলাটে দুই কাহিনী ছিলো না? :dreamy:
কলেজে থাকতে আমি নিয়া যাইতাম মাসুদ রানা :shy: কিন্তু ইমিডিয়েট সিনিয়র বদরুদ্দোজা ভাই সব নিয়া যাইত পড়তে, মাগার পাঙ্গানি মিস যাইত না । =(( ক্লাস এইটে থাকতে আমারে একবার স্টিলের স্কেল দিয়ে গুনে গুনে ১০০টা বাড়ি দিছিল । :bash:
আমার কাছে যেইটা ছিল ওটা "নীল ছবি" সিঙ্গেল ছিল।আর ‘মূল্য এক কোটি টাকা মাত্র’ এর সাথে আর একটা বই এক মলাটে ছিল। 😉
আহারে.... :dreamy: ...হাসান ভাই,মাসুদ রানার জন্য আপনার এই আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। :gulli: :gulli:
আমার ধারণা তখন বাংলাদেশে প্রথম প্যাকেজ নাটক শুরু হয় যেটা ছিল মাসুদ রানার একটা উপন্যাস অবলম্বনে, তাই ওই প্রশ্নটা ছিল ।
:-/ :dreamy:
আসলে সেক্স সম্বন্ধে তোমার কোন ধারণা নেই।
সরি......মন্তব্যটা বুঝতে পারলাম না.....একটু বুঝাই দিবেন.....পিলিজ