আপেল গাছের নিচে বসে ভাবে শুধু নিউটন
ব্যবসাটা হতো ভাল, আপেল পেলে few ton
গ্যালিলিও লাগিয়ে চোখে মস্ত এক টেলিস্কোপ
দেখে সূর্যের চারপাশে গ্রহ করে ছোঁক ছোঁক ।
হ্যালি দেখে আকাশে, তেড়ে আসছে ধুমকেতু
ভয় পেয়ে একলাফে পার হয় কর্নফুলী সেতু।
আইনস্টাইন ভাবে বসে সময় কেন মানে না আইন ?
ভাবতে গিয়ে রং রোডে ট্রাফিক পুলিশের ফাইন।