আমার এই মুহুর্তে এই ব্লগটা লেখার কথা ছিলোনা। লিখতে চেয়েছিলাম খুব প্রিয় একজন বন্ধুকে নিয়ে। যে আমার উষ্ণ অনুভূতিগুলোর খুব কাছাকাছি থাকে সবসময়। কিন্তু কখনো মুখ ফুটে বলা হয়নি আমি তাকে কতটা ভালবাসি। কিন্তু তা’ আর হলো কই। আমার সব ব্যাপার কিংবা ভাবনাগুলোই অনেকটা এরকম। প্রথমে ভাবি এক কিন্তু পরে হয়ে যায় অন্য কিছু। অনেকটা সিসিবির অনেক পোস্টের মত। হয়তো লেখা হয় সিরিয়াস কিছু ভেবে আর শেষ হয় মাস্ফু ভাইয়ের “আমিও কেক খাপো”তে গিয়ে। কাজেই ভাইসব, আগেই বলে নেই। এইটা একটা আজাইরা কিন্তু ভদ্রলোকের দিনলিপি।
সিসিবি আড্ডাতে যোগ দেবার জন্য ঘাটাইল থেকে গিয়েছিলাম সেদিন দুপুরেই। আগের দিন আম্মাকে বলতেই বললো কিসের অনুষ্ঠান। আমি বলি আম্মা এইটা ইন্টারনেটে আমাদের একটা সাইট আছে। সেইখানেই সবার সাথে আলাপ। কালকে সেই সাইটটার জন্মদিন উপলক্ষ্যে একটা গেট টুগেদার হবে। আম্মার মুখ দেখে বোঝা গেল তাকে বেশ ঝামেলায় ফেলে দিসি। আমি না হয় ডিজ্যুস আমলের পোলাপান, আম্মাতো না। সারাদিন কীবোর্ডে টিপাটিপি করে ক্যামনে এতগুলা মানুষের সাথে আলাপ হলো সেটা তার মাথায় ধরেনা ঠিকঠাক। অবশ্য বেশি কিছু বলেনও না আর। কিন্তু তারপর আবার হাঙ্গামা বাঁধান ঢাকায় গিয়ে থাকবো কৈ, খাবো কৈ এইসব কথা বলে। আম্মারে যতই বোঝাই সেসব নিয়ে সমস্যা হবেনা কিন্তু মায়ের মন বলে কথা। সব নিশ্চয়তার মধ্যেও ছেলের জন্য অবশ্যম্ভাবী কোন অনিশ্চয়তা ঠিকই খুঁতখুঁতে মন নিয়ে বের করে ফেলে। কাউকেই চিনিনা কিন্তু সবাই পরিচিত- সেটা শুনে আরও বেশি চিন্তায় পড়ে যান। না চিনেও সবাইরে চিনা সেইটা আবার ক্যামনে কি। আমি মনে মনে ভাবি তুমি যদি ক্যাডেট হইতা আর রাত দিন খাইয়া না খাইয়া সিসিবিতে ব্লগাইতা তাইলে তুমিও বুঝতা…
ভাবলাম পরের দিন সকালে উঠতে হবে খুব সকাল সকাল। ঢাকাতেও যেতে হবে খুব তাড়াতাড়ি। কামরুল ভাই ইনডাইরেক্টলি বলে দিসে তার বাসায় বুয়া নাই। সরাসরিতো আর বলতে পারেন না তুই আইসা বুয়ার কাম কর। ঘরগুলা গোছগাছ কর। আমারেই সেটা বুঝে নিতে হয়। কাজেই এলার্ম দিয়ে রাখি সাতটার সময়। বোধহয় সেটা ঠিক সময়ে বেজেও উঠেছিল। এলার্ম অফ করে আবার দ্বিতীয় দফা ঘুম থেকে উঠে দেখি দশটা বাজে। বুঝলাম দেরি করে ফেলসি। লেট করার আগেই তাড়াহুড়া করে ছোট কাজ, বড় কাজ সবকিছু সেরে ঢাকার দিকে দৌড়। ড্রাইভার সাব ভালো লোক। পথে বেশি দেরি করেন নাই। মেডেলিয়নের সামনে পৌছে যখন কামরুল ভাইরে ফোন্দিলাম ঘড়িতে তখন আড়াইটা।
বাকিটুকু মোটামুটি রায়হান বলে দিসে পোস্টে। তবে আড্ডা জমসিলো ব্যাপক। আড্ডার শেষে মনেই ছিলোনা কামরুল ভাই ক্যামনে নির্দয়ের মত আমারে দিয়া বেসিন ধুয়াইসে। এত চমৎকার একটা গেট টুগেদার আয়োজনের জন্য মনে মনে তখনই কামরুল ভাইরে মাফ করে দিসিলাম। আমার বদ দোয়ার জন্য একজন মানুষ বেহেশতের দরজায় পর্যন্ত গিয়া উষ্টা খেয়ে পড়ে যাক – হাজার হোক এতটা নির্দয় আমি না।
তো আড্ডা শেষে সবাই তো একসময় চলে গেল। রইলো বাকি আমি আর মুহাম্মদ। রায়হান আমাদের দুজনকে ওর বাসায় নিয়ে যেতে চাইসিল। কিন্তু ওকে সেই সুযোগ না দিয়ে আমরা কামরুল ভাইয়ের বাসাতেই থেকে গিয়ে তাকে ধন্য করার সিদ্ধান্ত নিলাম। সাথে ছিল সাইফ ভাইও। চারজনে মিলে টুকটাক গ্যাজানিতে রাত কখন ভোর হয়ে ঘড়ির কাটায় পাঁচ বানিয়ে দিল টেরই পাইলাম না। এর মধ্যে অবশ্য সাইফ ভাই আর কামরুল ভাইয়ের ফেসবুকতুতো বান্ধবী নিয়ে বেশ কিছু কাহিনী হৈলো। কিন্তু সিসিবি তো ভদ্রলোকের ব্লগ। কাজেই আমরা সেইসব কাহিনীর দিকে আর না যাই। তো পাঁচটার দিকে আমি আর মুহাম্মদ কাঁচুমাচু হয়ে এক সাইডে শুয়ে পড়লাম। কামরুল ভাইকে বল্লাম – ভাই রাত তো শেষ হয় হয়। শুয়ে পড়ে দুই ঠ্যাং একটু এক করে নেন। এখনই সময়। কিন্তু কামরুল ভাইয়ের সব মনোযোগ তখন মেসেণ্জারে। তিনি তখন শীতের রাতে চেয়ারে বসে বসে কী বোর্ডে গ্রীষ্মের কালবৈশাখী ঝড় তুলতেসেন। মুখ না তুলেই বল্লেন- “তোরা ঘুমা। আমার কাম বাকি আছে।” এত রাইতে মেসেন্জারে কিসের কাম বাকি থাকতে পারে আমার মাথায় ঢুকলোনা। বোধহয় বোঝার বয়সও হয়নাই। ভাবতে ভাবতে আমি ঘুমানোর চেষ্টা করলাম।
সাইফ ভাই ডেকে তুললেন মনে হয় ছয়টার দিকে। বলে রাখসিলাম যেন বাইরে খেতে বের হলে ডাক দিয়ে নিয়ে যায়। (সারা জীবন সিনিয়দের ডেকে তুলসি কলেজে। এই চামে সিনিয়রদের দিয়ে ডাকাইয়া নিলাম B-) ) পরে একসাথে বের হয়ে গিয়ে চারজনে মিলে গরম গরম পরাটা আর ডালভাজি দিয়ে একটা ব্রেকফাস্ট সেরে এসে বিছানায় শুয়ে আবার ঘুম। উঠতে উঠতে সেই বারোটা। হয়তো আরেকটু নাক ডাকা ছাড়া ঘুমানো যেত। কিন্তু মুহাম্মদ উঠে ক্যাও ম্যাও ট্যাও ট্যাও শুরু করে দিল। ও মোবাইল কিন্তে যাবে। ভালো কথা। তো ওর সাথে বের হলাম সব কিছু নিয়ে। এর আগে কামরুল ভাইকে ঘুম থেকে তুলে বিদায় নিয়ে নিলাম। সাইফ ভাইয়ের নাক ডাকা দেখে বড় মায়া হলো। তাকে আর তাই তুল্লাম না।
বের হয়ে মেডেলিয়নের সামনে দাঁড়িয়ে চায়ের অর্ডার দিতে না দিতেই রায়হান আবীরের জোব্বা টাইপের জ্যাকেট পড়ে দৃশ্যপটে আবির্ভাব। ঐটার পূরুত্ব দেখেই এই আঠারো ডিগ্রি সেলসিয়াসের শীতেও আমার কেমন যেন ঘাম হওয়া শুরু করলো। জিগাইলাম- দোস্ত এই মাল কোত্থিকা জোগাড় করলি।
“আগের বছর ব্যবহারের পর আই ইউ টিতে রুমে হ্যাংগারে ঝুলাইয়া রাখসিলাম। এরপর আর ধরে দেখিনাই। আজকে বের হবার আগে শীত লাগতেসিল দেখে এইটা পড়ে আসলাম।” – রায়হান আবীর বেশ ভাবের সাথে আমার কথার জবাব দেয়।
আমি আর কথা বাড়ানোর সাহস পাইনা। জ্যাকেট এত পুরু হবার কাহিনিও পুরা কিলিয়ার হয়ে যায়।
আমরা তিনজনে এইবার কারওয়ান বাজারের দিকে পা বাড়াই। ঐখানে আরব বাংলাদেশ ব্যাংক নামে একটা আখাস্তা ব্যাংক আসে। আর সেই ব্যাংকে মুহাম্মদের কাড়ি কাড়ি টাকা জমা আছে। মোবাইল কিনতে টাকা লাগে। কাজেই আমরা টাকা তুলতে মুহাম্মদের সাথে ঐ দিকে যাচ্ছি। টাকা তুলতেও বেশ ক্যাচাল করতে হলো। দুনিয়ার সব বানরমুখো মানুষ মনে হয় এই ব্যাংকে এপয়েন্টমেন্ট পায়। আর মুহাম্মদের মত মাসুম বাচ্চাগুলারে হাতের নাগালে পেয়ে তাদের মানুষ না ভাবার কারণগুলা প্রাকটিস করে।
টাকা পয়সা তোলার মামলা শেষ হবার পর এইবার গন্তব্য বসুন্ধরা সিটি। এই দোকান সেই দোকান ঘুরে পছন্দের মোবাইলটা পাওয়া গেল। কিন্তু দাম শুনে সেটা আর পছন্দ করা ঠিক হবে কীনা সেটা নিয়ে ডাউটে পড়ে গেলাম। সব দোষ হাঁসের বাচ্চার। ও সেটটার যে দাম বলেছিল আসলে তা থেকে আরো আড়াই হাজার টাকা বেশি দাম। তো কি আর করা। এই দোকান সেই দোকান ঘুরি কিন্তু দামের তেমন হেরফের নাই। আমরা পাঁচতলার দিকে পা বাড়াই। উঁচুতে উঠে দাম নিচে নামে কীনা সেই ধান্ধায়। নকিয়ার শোরুম দেখে ঢুকে গেলাম। কিন্তু এখানেও একই অবস্থা। তবে এইখানে বাড়তি হিসেবে সেইরকম একটা সেলস গার্ল আছে। আমরা ঢুকতেই কেমন কেমন করা একটা হাসি দিয়ে এগিয়ে আসে সে। মুহাম্মদ একটু আগেও মিন মিন করতেসিল সেটটা এত দাম দিয়ে কিনবে কিনা। সেলস গার্লের ছবক শুনে কি হলো কে জানে।
– কিনেই ফেলি, কি বলো? মুহাম্মদ আমার দিকে তাকিয়ে একটা তেলতেলে হাসি দিলো।
আমার আর কিইবা বলার থাকতে পারে। সব তো ওর হাসি দেখেই বুঝা যাইতেসে।
ঐদিকে রায়হাইন্যা আমার কানে কানে কি জানি ফিসফিসানি স্টার্ট করলো। “দোস্ত, মাইয়াডা তো…. “আমি জোর করে ওরে ঐখানেই থামায় দেই। “চুপ থাক ব্যাটা। তুই না ভদ্র লোক?”
এইবার আমরা ফুড কোর্টের দিকে পা বাড়াই। তবে খাইতে না। ঐখানে অনেক খালি চেয়ার টেবিল থাকে। সেখানে বসে বসে নতুন মোবাইলটার ক্যামনে কি সেইটা দেখবো। দেখতে দেখতেই আমি ভদ্র লোকের মত এদিক ওদিক চোখ বুলাই। দেশ কত আগায় গেছে। ভাবতে ভালোই লাগে। আমাদেরই কয়েক টেবিল সামনে এক টেবিল জুড়ে নীল,সাদা স্কুল ড্রেস পড়া কতগুলা ছোট আপু বসে আছে। সাথে দুইজন ছেলে মনে হয়। ছেলে গোণার টাইম কৈ। আমি স্নেহের দৃষ্টিতে মাঝে মাঝে আপুগুলার দিকে তাকাইতেসি। এইরকমই হঠাৎ করে একবার তাকাতেই দেখি সবগুলা মেয়ে একসাথে আমার দিকে তাকায় আছে। আমি এক্টু থতোমতো খাই। কিন্তু চোখ সরিয়ে নেইনা। তাহলে ভাববে আমার তাকানোতে স্নেহ না অন্য কিছু ছিল। কিন্তু আমি তো ভদ্রলোক। অন্য কিছু জানি না ভাবতে পারে এইজন্যে আমি তবু তাকিয়েই থাকি।
কিন্তু এক্টু পরে একি! ইয়াল্লা! এক মেয়ে দেখি ভ্যানিটি ব্যাগ থেকে ক্যামেরা মোবাইল বের করে আমার দিকে তাক করে ধরসে। আমি হাসবো কীনা ভাবতেসি। হাজার হোক আমার ছবি তোলা হচ্ছে। পরপরই ক্যামেরার শাটারের আওয়াজ পেলাম। বুঝলাম এই মুহূর্তে আমার চেহারা মোবারকের একখান ছবি তোলা হইলো।
অবস্থা আর বেশি সুবিধার মনে হলোনা। ভদ্রলোক হলে এর বেশি অনাচার সহ্য করা সম্ভব না। রায়হানের ডান হাত খামচে ধরে বল্লাম – দোস্ত, আয় যাইগা।
এস্কেলেটর দিয়ে নামতে নামতে আমি ঘটনাটা ভাবতেই আছি ভাবতেই আছি। কী দিনকাল পড়লো। ভদ্র লোকেদের আর বেইল নাই। এরেই বুঝি কয় ঘোর কলিকাল।
1st 😀 😀 😀
কি দিনকাল পড়লো। :no:
আগে পড়েন মিয়া :chup:
সাতেও নাই, পাঁচেও নাই
খুব ভালো লাগছে জিহাদ। বাংলায় কেমনে কয় জানি না, তাই ইংরেজিতেই কইঃ
you made my day........ :hug:
ইংরেজীতে ক্যামনে কয় জানিনা। তাই বাংলাতেই কৈ:
আসেন, বুকে আসেন :hug:
সাতেও নাই, পাঁচেও নাই
কি লিখলি রে মামা ...ঝোস হইশে...
ঠিকাছে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
ঐ মাইয়াটার বাড়িতে মনে হয় বাপ-ভাই নাই... x-( x-( x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাই থাকলেও সেইটা আপনের মত ভদ্রলোক না 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
আমি এই কথা কইনাইক্কা। ইজ্জত সন্মান সব ধূলায় মিশায় দিলি :(( আমি কি তোর পাকা ধানে হাসি 😉 দিসি?? x-(
এরম উল্টা পাল্টা কথা কইতাসস ক্যান। এখনো কি ঐটা পড়ে আসিস নাকি? 😉
সাতেও নাই, পাঁচেও নাই
আমি কি পইরা আছি সেইটা নিয়া তোমার না ভাব্লেও চল্বো। তুমি গিয়া তোমার সপ্তম বন্ধুর (যে/যারা তোমার উষ্ণ অনুভূতিগুলোর খুব কাছাকাছি থাকে সবসময়) উদ্দেশ্য সপ্তম ব্লগ লিখ গিয়া :chup: :chup: :chup:
অবশ্যই লিখবো B-)
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz: :khekz: :khekz: :khekz:
জটিল হইছে... 😀 🙂 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সবতো সিম্পল কৈরাই লিখলাম। জটিলতার কি দেখলি আবার 😀 😀
সাতেও নাই, পাঁচেও নাই
না মানে...কইবার চাইছিলাম.... সিরম হইছে...।
তবে আপনাকে নিয়ে একটু টেনশনে আছি... ফুটু তো তুলছে ছুটু আফামণি, এখন সানা ভাইয়ের পত্রিকার প্রথম পাতায় যদি ধরিয়ে দিন বিজ্ঞাপন কিংবা ইভ টিজিং শিরোনামে কলাম দিয়ে দেয়!!! :bash: :bash: :bash:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এইডা কি লিখছো ভাইয়া? সোমবারের এক্সটেনশন?? :grr: তাও শেষ হইলো স্কুলের মাইয়াগুলা দিয়া! x-( ছিঃ ছিঃ আমি তুমারে ভদ্রলুক ভাবছিলাম। :bash: কেম্নে কি?? :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভদ্রলুক দেইখাই তো খালি মাইয়াগো দিয়া শেষ হৈসে। নইলে তো শুরুও ওদের দিয়াই হৈতো। :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
এইগুলা মনে হয় তোমার ফ্যান (পাংখা আরকি) তোমারে ক্যামনে ক্যামনে চিনি ফেলছে আর ফুটু তুলছে বয় ফ্রেন্ডরে দেখানোর লাইগ্যা।
আমার ধারনা ভুলও হইতে পারে। কি কও?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভুল হৈতে পারে কীনা সিওর না। কিন্তু ঠিক হবার কোন চান্স দেখতেসিনা :no:
সাতেও নাই, পাঁচেও নাই
হুমম। কলিকালটা তাইলে আইসাই পড়ছে 😕
ভালোইছে :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
হ ভাইজান। কলিকাল আর বাইড়া যাবার আগেই আমাদের দাওয়াত খাওনের ব্যবস্থাটা করেন দেখি :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
ব্যবস্থা তো কম্প্লিট 😀
আমরা না সাউথ বেঙ্গল ট্যুরে যাচ্ছি!
আহসান ভাই পিডা দিবার আগেই পলাই 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি ভাবতাছি ~x( এইডা কি কামরুলের বাসায় দিবাস্বপ্ন কিনা :dreamy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জ্বীনা। এইটা দিবা বাস্তবতা B-)
সাতেও নাই, পাঁচেও নাই
চিন্তায় ফালায়া দিলেন। :dreamy:
তাইলে কি আমি মোবাইল কিনি নাই? আর সেই মোবাইল দিয়া নেট লাগাইয়া বর্তমানে আপনার উদ্দেশ্যে মন্তব্য বাণ ছুঁড়ে দিচ্ছি না? জগৎটা বড়ই আজিব। কোনটা বাস্তব, আর কোনটা অবাস্তব; কোনটা স্বপ্ন, কোনটা দিবাস্বপ্ন আর কোনটাই বা চিমটি কাটা সত্য- বুঝবার কোনই উপায় নাই। 😛
:gulli2:
আফসোস এই জীবনে কেউ মোবাইলে আমার একটা ছবি তুললো না। 🙁 🙁
রায়হান শয়তানটা আসছিলো, অথচ আমার বাসায় না আইসা গেছে গা??? পরের বার আসলে ওরে বাসায় ঢুক্তে দিমু না। 😡 😡
ইমি তি প্রিতিদিনিই ইপ্নির বিসিয় যিয়। থিক্তিতি কিলিন নি ইকদিন!! :chup:
ধুর কিয়ের উত্তরে কি কইলাম। যেমন ছিলে।
আর নিজেরে :chup:
:khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
যেমন ছিলে কপিরাইটঃ কমেন্ট শিল্পী জুনি ভাই।
আহারে। দু:খ নিয়েন না। যাদের সাথে ভোর রাইতে কথা কৈলেন তাদের নিশ্চয়ই কেউ না কেউ একদিন তুলবে 😉
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
রায়হান আর রেজওয়ান
পরবর্তী আমি কমেন্ট দেয়ার আগ পর্যন্ত লং আপ হইয়া থাক। x-(
ভিল হিয়া গিছি...মিফ কিরা দিন পিলিজ...
😛 😛 😛 😛 😛
আফসোস এই জীবনে কেউ মোবাইলে আমার একটা ছবি তুললো না।
দিলেন তো মামা সক্কাল সক্কাল মন খারাপ করায়া 🙁 আমিও আপনার দলের লোক 🙁
বেশি কথা কৈয়েন না। আপনার এম এস এন এর বর্তমান ছবিটা নিয়া দিমু নাকি আরেকখান পোস্ট ? :chup: :guitar: :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
আমার এম এস এনে কুন বাজে ছবি নাই।ভয় দেখায় লাভ হইবনা 😀
জিহাদ কি বলছে বাজে ছবি? আমারও তো দেইখা বাজে মনে হয় নায় 😉 । সামনে পিছে একজন কইরা 😮 !! চালাইয়া যা। :thumbup:
এখন যৌবন যার
মাস্ফু হবার তার শ্রেষ্ঠ সময়।
জিহাদ,
কলিকালের কি দেখলা?
তুমি খুবই স্নেহ কইরা ছোট আপুদের দিকে তাকাইছ, আর ছোট আপুরাও আদরের বড় ভাইর ছবি তুইলা নিছে। বোন ভাইয়ের ছবি তুলছে এতে আমিতো দোষের কিছু দেখিনা...
নাকি তুমি চাওনা ওরা তোমাকে বড় ভাই না ভাবুক...? 😉
দেখলে বুঝতেন :no:
ঐটা মোটেও আদর করে তোলা ছবি ছিলনা।
বরং শেষের দিকে ক্যামেরা ওমেন এর ঠোটটা কেমন জানি গোল... থাক... আর না বলি :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
ছেলেদের উত্যক্ত করার নতুন যে ট্রেন্ড শুরু হল তা অতিসত্ত্বর বন্ধ করার ব্যবস্থা করা উচিৎ... 🙁
তা না হলে আমরা যারা- গুড লুকিং, হ্যান্ডসাম, স্মার্ট...তাদের বাইরে বেরোনই অসম্ভব হয়ে পড়বে... B-)
এ ব্যাপারে মানবাধিকার সংস্থাগুলোর অগ্রনী ভূমিকা এবং সরকারের তদসংক্রান্ত বিভাগের কার্যকরী পদক্ষেপ দাবী করছি... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
🙁 🙁 🙁 🙁
আপনি মনে হয় জেলাসিত???? :-B :khekz: :khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি তো এখনই বের হইতে পারি না। 😉 😉 😉
কামরুল ভাই, শীতবস্ত্র না কিনলে এই ঠান্ডায় বের হবেন কেম্নে??
আলসেমী বাদ দিয়ে ঘর থেকে বের হন...আপনার তো চিন্তা নাই...ইচ্ছামতন বের হতে পারবেন... :-B :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ, তোমার মত সমস্যায় আমিও আছি। 🙁
জুনায়েদ,
সরকারী ব্যবস্থাপনায় জানোইওতো কত সময় লাগে,
তাড়াতাড়ি পর্দা (হিজাব) করা শুরু কর। :khekz:
এই মধ্যযুগীয় বর্বরতাকে আপনি এড়িয়ে গেলেন- স্রেফ একজন নারী বলেই... 🙁
কোথায় গেল মানবতা (নাকি পাশবিকতা বেটার?), কোথায় গেল...কোথায় গেল...(আরে ধ্যাৎ!
অভ্র কীবোর্ড লে-আউট টা কোথায় গেল???? ড্যাম! :bash: )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কমেন্ট শিল্প ইহাকেই বলে।
জুনায়েদ ভাই, আপনারে :salute:
=)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
কমেন্ট শিল্পী জুনায়েদ কবির ভাইয়াকে খুব মিস করি 🙁
অফটপিকঃ অই জুনা, এক সপ্তাহের মইদ্দে না আসলে, খবর আসে তোর 😡 😡
ভালো লাগছে জিহাদ...... :clap: :clap: :clap: :clap: ।
একটানে শেষ।
Life is Mad.
থ্যাংকু কায়েদ ভাই 😀
সাতেও নাই, পাঁচেও নাই
কায়েদ ভাই টা ক্যাডা???? জিহাদ মিয়া? :-B
আমিও প্রায় তোমার দলে...প্রেমের প্রথম দিকে, সেই ১৯৫৩ সালে, পার্বতী কিছু ছবি তুলছিলো...ফোনের মেমরি ভরে আসতে থাকায় আমার ছবিগুলাই মনে হয় প্রথমে কুরবানী গেসে 🙁 ...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
🙁
তাও খুশি হন। কুরবানী কিনার জন্য টাকা পয়সা লাগলো না। 😀
সাতেও নাই, পাঁচেও নাই
আগের কমেন্টটা কামরুল এর জন্য...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ইশ আমার ছবি কেউ তুললো না 🙁
পোস্ট মজারু হইছে 😀
হৈ মিয়া। আপ্নের মোবাইল দিয়া ছবি তোলার কি দরকার। দেখেন গিয়া আমাদের অদ্রে আপা (ভাবী বললে কষ্ট লাগে 🙁 ) ডিজিক্যামে তোলা আপ্নের ছবিগুলা দেখতেসে আর ফরাসিতে বলতেসে - আমি হারাইলাম, আমি ইহাকে হারাইলাম 😉
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ, দারুন লিখছ!
আফসোস, বাপ-ভাই আছে এমন মেয়েরা তো ছবি তুললই না, বাপ-ভাই নাই এমন মেয়েরাও কোনদিন ছবি তুললনা! 🙁 🙁
তানভীরতো ভালো চাপাবাজ দেখতাছি x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
নারে ভাই, আমি চাপাবাজ না, একেবারে জীবন থেকে নেয়া। 🙁
আমার দু:খ একটু কম ( নাকি বেশি?)। কিছু মাইয়া একবার আমার ছবি তুলছিল। কেনিয়ায় থাকতে বেবুনহিলে গিয়ে কিছু বান্দরের সাথে বেশ খাতির জমে গেল। বান্দরগুলা যা করে আমিও ওদের চেয়ে বেশি বাঁদরামি করি। বান্দরগুলা তো আমার ভক্ত হয়ে গেল। আমার বাঁদরামিতে কনফিউজড হয়ে কিছু বিদেশি বান্দরের বদলে আমার ছবি তুলে নিয়ে গেল।
জিহাদ তোমার ছবিও কি এইকারনেই তুলছিল কিনা একটু ভেবে দেখো।
:khekz: :khekz: :khekz:
তানভীর, কাইয়ুম ভাই
আপনারা খালি জিহাদরে টিজ করেন। 😉 ভালো পোলাডা। 😉 😉
অফটপিকঃ
মান্নান ভাইয়ের মন্তব্যে :thumbup: :thumbup: :thumbup:
=))
সংসারে প্রবল বৈরাগ্য!
এত খুশি হবার কোন কারণ তো এইখানে দেখতেসিনা :no: :no:
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz: :khekz: :khekz: :khekz:
কোন এ্যাঙ্গেল থিকা আইলো গোলাটা?????
Life is Mad.
জিহাদ, জংলী ফুয়াদের কি অবস্থা?
অনেক দিন ওর কোন খবর নাই... 🙁
ভাল আছে তো????
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লাস্ট খবর জানতাম নোয়াখালী গেসে। তো আজকেও তো কিছুক্ষণের জন্য অনলাইন দেখলাম। এরপর যে কৈ গেল 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
মজা পাইলাম
তুই দারুণ লিখতে পারিস দিনলিপি।
আমার দেখা বেস্ট
হা হা হা। অনেকদিন পর আমি নিজেই এই ব্লগটা পড়লাম।
আহারে! আমার তোলা ছবিগুলা না জানি কোন ছোট আপুর মনের ফ্রেমে এখনো ঝুলতেসে 😉
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ ভাইয়া ... চমৎকার লিখলে, যদিও অনেক অনেকদিন পর পড়লাম 😀
আচ্ছা তুমি এইখানে কি আমাদের মুহম্মদের কথা লিখলে??? আমাদের মুহম্মদ??? 😮
ভুল করছোনাতো??? :-B