আমার তখন থার্ড ইয়ার ফাইনাল চলছে । কিসের কি পড়াশোনা, আমি সারাদিন ফুটবল এর নেশায় মত্ত, :awesome: নোকিয়া ফ্যান্টাসি ফুটবলে আমার দলে কে স্ট্রাইকার হবে, আর কাকে গোলরক্ষক রাখব এইসবের হিসেব নিয়েই আমি ব্যস্ত। আমার খাতায় পাতার পর পাতা জুড়ে তাই ফুটবলেরই কথকতা । 😐
সাইফুর আর আমি একই ডিপার্টমেন্টে, আমার বাসায় ভাল লাগে না তাই ওর মেসে যেয়ে পড়ি । ওর আবার অন্য বাতিক,
বিস্তারিত»