ঈর্ষা

কবেকার পুরনো দুপুরে
আমাদের দেখা হবার কথা
পথের মধ্যিখানে হঠাৎ
ফর্সা শার্ট যা তা

পৌঁছুবার হলোনা সময়
যেহেতু শহর কাকে কাকময়

কোনোদিনই আর পৌঁছুনো
গেলোনা বলেই বোধ হয়
তোমার পুরুষকে আজ কাক মনে হয়।

২,০৩২ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “ঈর্ষা”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    মারাত্মক।
    মুগ্ধতার রেশ কাটতে অনেক সময় লাগবে।

    মাত্র ৩টা কবিতার পোস্ট দিয়েই নূপুর ভাই সিসিবিতে আমার প্রিয় কবি হয়ে গেলেন।

    আরো চাই ভাইয়া। নিয়মিত।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।