১.
বলছে তাকে স্নানঘরের
মস্ত বড় আয়না
ভয় কী সখী,
আমার কাছে আয় না!
২.
তোর জানলার আলসে থেকে
শুধিয়েছিলো কাকে,
ভরদুপুরে একলা চোখে
খুঁজছো তুমি কাকে?
১.
বলছে তাকে স্নানঘরের
মস্ত বড় আয়না
ভয় কী সখী,
আমার কাছে আয় না!
২.
তোর জানলার আলসে থেকে
শুধিয়েছিলো কাকে,
ভরদুপুরে একলা চোখে
খুঁজছো তুমি কাকে?
১ম 😀
:hatsoff: :hatsoff: :hatsoff:
অসাধারণ। :hatsoff: :hatsoff: :hatsoff:
৩য়...............
কবিতা ছোট্ট, কিন্তু ভালো লাগা তো বড়
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আয়না হইতে মঞ্চায়...
দুই নাম্বারটা বেশি জোস্ !
সাতেও নাই, পাঁচেও নাই
ছোট কবিতা, সুখি কবিতা... 😀
ভাই, বিভাগে এফসিসি ট্যাগ করে দিয়েন... O:-)
আপনাদের কলেজ অনেক পিছিয়ে আছে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
ছোট হউক , বড় হউক
দুটি কবিতাই যথেষ্ট। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
:dreamy: .... :thumbup:
ভাগ্যিস চায়নার মতো মাত্র একটা না। তাইলে তো বেশি মজারটাই পাইতাম না। 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
অসাধারণ । :hatsoff: আরো চাই । :guitar:
কেউ কি আমাকে বলবে খন্ড ত কিভাবে লেখে? 😡
আপনি নিশ্চয়ই চমৎকার লিখতে চাইসিলেন? 😛
একটা ত লিখে সেইটারে দুই খন্ড করেন । তারপর এক খন্ড নিয়ে প্রয়োজন অনুযায়ী যথাস্থানে ব্যবহার করেন। :awesome:
অফটপিক: আমি অনেকদিন ধরে ফোনেটিক ইউজ করিনা। ভুলে গেসি। অন্য কেউ একজন এসে নিশ্চিত আপনাকে বলে যাবে O:-)
সাতেও নাই, পাঁচেও নাই
চমৎকার = comot``kar
` টা esc এর :just: নিচে আছে। 😉 comot লেইখা ২ বার ` টা চাপেন , তারপর kar লিখেন । ব্যাস হয়ে গেলো , চমৎকার ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
x-( x-( এইখানে যাস্ট আইলো কৈথিকা?
দুইবার t চাপ দিলে এসে যাবে, ৎ :-B :-B
দুই নাম্বারটা অসাধারণ। পাঁচ তারা ন্যান। 🙂
দুইটাই মারাত্মক পছন্দ হইছে।
নূপুর ভাই আরো বেশি বেশি দ্যান :clap: :clap:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ছোট বটে,ঘটে তবে। ২য়টা ইস্পিশাল হইছে। :clap:
অনেক কথা যাও যে বলে
কোন কথা না বলে.........।। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সবাইকে ধন্যবাদ।
শুভ পাঠ।
নূপুর ভাই, ওফার মেইলগ্রুপে আপনার মেইল দেখেছি রেগুলার।
সিসিবিতেও এরকম দুর্দান্ত কবিতা নিয়ে রেগুলার অংশগ্রহণ চাই :boss: :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
আর বলো কেন?
আমার এখন অবস্থা টাইট।
আজ কাল এর মধ্যে থিসিস লিখে শেষ করতে হবে।
তাইতো ব্লগে এসে খানিকটা পালাচ্ছি নিজের কাছ থেকে।
তোমার খবর ভালো?
জ্বী বস্ এইতো আছি কোনরকম।
থিসিস লেখা শেষ হলে আবার ব্লগে সময় কমিয়ে দিবেননা নিশ্চয়ই 🙂
আপনার আরো আরো লেখার অপেক্ষায়..
সংসারে প্রবল বৈরাগ্য!
নূপুর ভাই,
আলিয়ঁস ফ্রঁসেজ-এর দেয়ালপত্রিকার পর এই প্রথম আপনার কবিতা পড়লাম। সে-সময়ে অবশ্য আপনি ছদ্মনামে লিখতেন। কলেজের মুক্তাঙ্গনেও কি আপনি নিয়মিত লিখতেন? ঠিক মনে পড়ছে না (আমার স্মরণশক্তি ভালো না)।
এ দুটি ছোট লেখাই বেশি ভালো লাগল।
হেই সুমন,
আছো কেমন?
এগুলো পুরনো লেখা।
থিসিস লেখার ব্যস্ততার ফাঁকে একটু ব্রেক নেয়া আর কি।
তোমার খবর কি?
তোমার কিছু লেখা দাও না কেন এখানে!
নূপুর ভাই,
আছি বেঁচে!
আপনি এই ব্লগে নিয়মিত লিখছেন দেখে ভালো লাগছে। মাঝখানে অনেকদিন কোনো খবর পাচ্ছিলাম না আপনার। এখন থেকে পাব আশা করি।
আপনি পড়তে চাইলে নিশ্চয়ই দেব লেখা।
ভালো কথা, আপনার গবেষণা কতদূর এগোল? মেইলে জানালে ভালো হয়।
ভালো থাকুন।
নুপূর ভাইরে... :hatsoff: :hatsoff: :hatsoff: