ছোট কবিতা

১.
বলছে তাকে স্নানঘরের
মস্ত বড় আয়না
ভয় কী সখী,
আমার কাছে আয় না!

২.
তোর জানলার আলসে থেকে
শুধিয়েছিলো কাকে,
ভরদুপুরে একলা চোখে
খুঁজছো তুমি কাকে?

২,২৭৮ বার দেখা হয়েছে

৩০ টি মন্তব্য : “ছোট কবিতা”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ছোট কবিতা, সুখি কবিতা... 😀

    ভাই, বিভাগে এফসিসি ট্যাগ করে দিয়েন... O:-)
    আপনাদের কলেজ অনেক পিছিয়ে আছে... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    দুইটাই মারাত্মক পছন্দ হইছে।
    নূপুর ভাই আরো বেশি বেশি দ্যান :clap: :clap:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    নূপুর ভাই, ওফার মেইলগ্রুপে আপনার মেইল দেখেছি রেগুলার।
    সিসিবিতেও এরকম দুর্দান্ত কবিতা নিয়ে রেগুলার অংশগ্রহণ চাই :boss: :clap: :clap:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. নূপুর ভাই,
    আলিয়ঁস ফ্রঁসেজ-এর দেয়ালপত্রিকার পর এই প্রথম আপনার কবিতা পড়লাম। সে-সময়ে অবশ্য আপনি ছদ্মনামে লিখতেন। কলেজের মুক্তাঙ্গনেও কি আপনি নিয়মিত লিখতেন? ঠিক মনে পড়ছে না (আমার স্মরণশক্তি ভালো না)।
    এ দুটি ছোট লেখাই বেশি ভালো লাগল।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।