প্রথমবার যখন ইএসপিএন এর ওয়েবসাইটে কিক অফ এর অ্যাডটা দেখি, ওদের দেয়া ইমেইল অ্যাড্রেসে সাথে সাথেই জানিয়ে দেই যে ওদের এই ফুটবল কুইজ কনটেস্টে অংশগ্রহণ করতে আমি আগ্রহী । পরদিনই এল জবাব, আমার এবং আমার কোনো এক বন্ধুর নাম, ঠিকানা, প্রিমিয়ার লিগে কোন দল সাপোর্ট করি এইসব লিখে পাঠাতে ।
আমি তো তীব্র উত্তেজিত, যেন টাইব্রেকের শেষ পেনাল্টিটা নিচ্ছি । রবিন আর আমার সবকিছু লিখে পাঠিয়ে দিলাম উত্তর ।
এরপর অপেক্ষার পালা, কিন্তু ওদিক থেকে সাড়া মেলে না । তিন-চার দিন পর আমি আবার মেইল করলাম, আবার সেই অপেক্ষা, চাতকের মত চেয়ে থাকি কখন স্ক্রীনের ডান দিকে লেখা উঠবে ‘ইউ হ্যাভ গট আ মেসেজ ফ্রম মুভিং ভিস্যুয়ালস ডট কম’ । :dreamy:
প্রতীক্ষার প্রহর আর ফুরোয় না, আরো ক’দিন পর দুরুদুরু বুকে আমি আবার মেইল করি । এইবার আসে উত্তর, কিক অফ এর সীজন ওয়ানে যে কয়টি দেশ থেকে ওরা প্রতিযোগী নেবে, বাংলাদেশ তাদের মধ্যে নেই । :((
ঠিক মেনে নিতে পারলাম না, বলে কি শালারা, বাংলাদেশ থেকে বড় ফুটবলপাগল জাতি আর আছে নাকি ? 😡
আমি ... :grr:
বেচারা । :grr:
😕 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ব্যাপারজ না...... 😛
x-( x-(
বাংলাদেশ নাই মানে x-( x-(
আমরা বাদ এ এই EPL চলতো নাকি 😮
ফাজিল এর দল x-(
হাসান ভাই আবার পাঠান এবার উত্তর না পেলে আমারে বইলেন আজীবনের মত epl বন্ধ করার ব্যবস্থা করতেসি
শেষ পর্যন্ত যাইতে পারসিলেন, তাইনা? 😛
চলুক।
সাতেও নাই, পাঁচেও নাই
x-(
:chup: :chup: :chup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀 😀
:thumbup: :thumbup: :thumbup:
সহমত
মাইর দরকার মাইর, নাইলে সিধা হবে না।