উইকেট কিপার নাই
একেতো ভেতো বাঙ্গাল, তার উপর ঝিঁঝী পাগলা । আদুরে মেনি বেড়ালের নাম রেখেছে টাইগার। লংকার সিংহের গর্জনে হালুম না করে মিঞ মিঞ করে গাছে উঠছে। পুসি, পুসি, অন্তত ভাল করে ঝিঁঝীতো ধর। মান সম্মান সব গেল বুঝি । পুরোনো মনিব এখনো শাসাচ্ছে, প্রতিবেশী দাদা দাদাগিরী করছে আর বেজন্মা বান্দরের গুষ্টির কথা বাদই দিলাম। সপাং সপাং বেতের আওয়াজ পাচ্ছি । পাছার কাপড় বোধ হয় উড়েই যাবে।
বিস্তারিত»