ফুটবল ফ্যানাটিক আহসান আকাশ ভাই থেকে শুরু করে আমাদের রম্য লেখক আছিব পর্যন্ত সবাই এখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। সবাই যখন বিভিন্ন ফুটবল লিজেন্ডকে নিয়ে কিছু না কিছু লিখছে তখন অনেক আশায় ছিলাম আমার প্রিয় ফুটবলারটাকে নিয়ে কেউ না কেউ লিখে ফেলবেন। কিন্তু হায় আমার আশায় গুড়ে বালি ~x( :no: শেষপর্যন্ত আমার মতো ডজার এবং শুধুই “কমেন্টানো” ব্লগারকেই মাঠে নামতে হলো 😉
ব্লগের হেডিং দেখে এতক্ষনে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন যার কথা বলছি তিনি আর কেউ নন,
বিস্তারিত»

