কেমন আছেন আমার সুপ্রিয় ক্যাডেট ভাই ও বোনেরা ? আজ অনেকদিন পর ব্লগটা খুললাম। ভেবেছিলাম পাসওয়ার্ড ভুলে গেছি। কিন্তু ভাগ্য ভাল, মনে ছিল। খুলেই আমার খুব রাগ হলো নিজের উপর। নিজেকে নিয়মিত করতে পারি না কোন কাজেই। তাই ভাবলাম ফর দ্যা সেক অব মাইসেলফ এবং ক্যাডেটকলেজব্লগ আজ একটা পোস্ট দেয়া উচিৎ।
আজকে যে বিষয়ে স্মৃতিচারণ করব তা ছিলো ২০০৬ সালে, যখন আমরা টুএলভের ক্যাডেট।
বিস্তারিত»