কত সকালেই ঘুম ভাঙ্গে, শুধু সেই সকাল গুলোতে আর ঘুম ভাঙ্গে না। ঘুম ভাঙ্গার আগেই এখন ফুরিয়ে যায় সিলেট ক্যাডেট কলেজের সকালগুলো।
ছাই রংয়ের আলোতে ঘুম ভাঙ্গে না, আর ভাংলেও তোদের সবাইকে ব্যস্ত দেখা যায় না।
আড্ডায় তোদের সবার কথা ঘুরে ঘুরে আসে, কিন্তু চোখের সামনে তোরা সবাই থাকিস না। এক হাটা দিলেই যাকে খুশী তাকে আর দেখা যায় না।
গোসলের সিরিয়ালের অপেক্ষা নাই এখন, কিন্তু ওই অপেক্ষা, ঝগড়া আর গলা ছেড়ে গান গাওয়ার সময়টাই জীবন ছিল।
খাবার খাওয়ার জন্য দৌড়াতে হয় না, ঠান্ডা হলেও গরম করা যায়, কিন্তু টেবিলে সামনে টেবিল লিডারউদ্দিন(!) বসে থাকে না আর।
কল করে কথা বলা যায়, কিন্তু “সুরমা হাউসে কেউ আসস? তন্ময় আসস?” বলে কিছুক্ষণ ফাটানোর পরে শালায় উঁকি দিলে ওই আলাপ আরো অনেক ভালো হতো।
আট টাকা বের করলেই বেনসন মিলে, কিন্তু সালেকিনের সতর্ক চোখ আর গার্ড দেয় না।
পরীক্ষার আগে পড়ার জন্য রুম আছে, নেট আছে, কিন্তু বোঝানোর জন্য রুহুল নাই।
অনেক জ্ঞানী আছে, কিন্তু জ্ঞানের (ভুল) আলাপের জন্য রাফির কাছে চাইলেই যাওয়া যায় না।
কিসু না কইরাই হক এখন ধরা খায় কিনা দেখতে পাই না আর। 😕
মন খারাপ হলে বাইরে যাওয়া যায়, কিন্তু গল্প করার জন্য দিবস আর হোসেন অবসর বসে থাকে না আর।
মজার আলাপের জন্য সাব্বির, পাভেলরা, আর খাজুরা আলাপের জন্য গল্পউদ্দিনরা আর হাজির হয় না।
খাবার কেনা যায়, কিন্তু চুরি করার জন্য রেজোয়ানের লকার নাই :-/
বৃষ্টি হয়, কিন্তু সেই শব্দে আর জড়ো হই না, গা বাচাই।
১৩৪২-১৩৯৪ গুলারে সব সময়ই সেরা মনে হয়। কী অসাধারণ এক দল! কিছু গুড বয়, কিছু ব্যাড বয়, কিছু জোকার, কিছু ফ্লপার, কিছু ভালো ছাত্র, কিছু চরম ফাঁকিবাজ…
সবই আছে, সবাই আছে, কিন্তু কিছুই নাই।
২০০২ নাই, ’০৩, ’০৪, ’০৫, ’০৬, ’০৭, ’০৮…সবগুলা বছরই শেষ… x-(
অসাধারণ :thumbup:
দিন গুলি মোর সোনার খাঁচায় রইল না... (সম্পাদিত) (সম্পাদিত)
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
শম্পার কাছ থেকে তো খুব নিতি তাইলে
:clap: :clap: ::salute::
ঐ তোরা আমার মত "নগ্ন" ব্যাক্তিরে নিয়া মিথ্যা কথা বলতেছস x-( x-(
আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি :gulli: :gulli: :gulli:
R@fee
"তাল রে তিল" বানানো তো অভ্যাস...কি করি বল 😀
খুব ভাল লাগল লেখাটা ...। 😐
🙂
::salute:: ::salute:: ::salute::