(উত্সর্গ পর্বঃ সঙ্গত কারণে এই কবিতাটি গিফট করা হলো আমাদের প্রিয় কমান্ডো আহসান ভাইকে। সাথে সবার জন্যে FREE হিসেবে থাকছে নিচের ছবিটা।)
আঁধার পেরিয়ে এসো তুমি মেয়ে
দ্বিধার পর্দা গলে এসো
গোধূলি লগনে অবারিত দিগন্ত জুড়ে এসো
কিংবা হাসনাহেনার গন্ধ নিয়ে এসো
নতুবা হেলেনের সাজে এসো।