…ক্রমশ কীটচলনের ফলে আমার মাথার ভিতরে নাগাসাকি ঝরে পড়তে থাকে বলে আমি চোখ মেলে নির্লিপ্ত মনিটরে ফোটন খুঁজি, পিক্সেল ভেঙে ভেঙে দুইশছাপ্পান্ন রং ঢুকে পড়ে ইন্দ্রিয়পথে; সেখানে তাদের ইগলু-ঘরের পাশে রোম রোম পেতে ধূসর জর্নাল পৃষ্ঠা উন্মোচনের গাঢ়বিষাদের আয়নার ওপাশে অনন্যার চোখে ঝিলিক বুলায়। রুঝ মুছে গেলো কিনা বুঝে ওঠার জন্যে অনন্যা একবার তাকিয়েছিল পারদলেপা তলে, সেজন্যেই ফ্রেমের মাঝখানে তার গোলাপি ঠোঁট তিরতিরিয়ে গোপন কথাগুলো বলে ফেলে অকপটে। খানিকপরের বিকশিত চর্চিত লালাভ শরীর আমার মনিটর পেরিয়ে এলে আমি কপাট বন্ধ করে দিই…
—–
[নেটে একটা ছবি দেখলাম। ছবিটা যখন দেখি, মাথায় প্রচণ্ড ব্যথা! এলোমেলো ঘুরতে ঘুরতে দেখে থমকে গেলাম। মেয়েটার চেহারার মধ্যে কিছু একটা ছিল। কোনও অদ্ভুত কিছু একটা। আমি দুতিনবার রিফ্রেশ দিলাম এমনি এমনি, যদি বিভ্রম হয়ে থাকে তাহলে কেটে যাবে এই আশায়। কিন্তু আরো জোরে দুচোখে চেপে বসলো ভ্রান্তি! এই লেখাটা সেই মেয়েটাকে নিয়ে, যার ছবি উপরে।]
কিছুইতো দেখি না 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাই সব এন্টেনার আশপাশ দিয়ে গেছে। :hatsoff: :hatsoff:
ছবিটা আসে নাই, আরেকবার দেখবেন নাকি ভাই। 🙂
হাসনাইন, অ্যান্টেনাটা একটু ঘুরাও তাইলেই ধরতে পারবা! 🙂 🙂
মজা করলাম। মেয়েটাকে দেখে আমারও সব মাথার উপ্রে দিয়া গেছে গা! 😉
হে হে... বুঝছি ভাইজান। আমারও এরুম হয় মাঝেমাঝে। 😀
আসো... আমরা আমাদের নজরকে হেফাজত 'না' করি! 😉
ভাই যথার্থ বিচার করছেন। :clap: 😀
:dreamy: :dreamy: :dreamy: 😡 😡 😡 😡 :dreamy:
থ্যাংকস তুহিন! কেমন আছো ভাই??
জ্বী ভাই, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনে ভালো আছেন?
স্যরি আগে ছবিটা আসে নাই। এখন আমার এখানে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন তো? আমি আগে এখানে ছবি আপলোড করি নাই এজন্যে অনাকাঙ্ক্ষিত বিভ্রাটের জন্যে দুঃখিত!
আমার এখানে আগে আসতেছিল ছবি, এখন আসতেছে না :(( :((
আসছে আবার। এই জন্যই মাইয়া মানুষ দিয়া বিশ্বাস নাই, একবার যায় আবার আসে, কখন যায় আসে তার ঠিক নাই। :-B :-B :-B
হা হা হা!! মাইয়া মাইনষে আসলেই বিশ্বাস নাই!! =)) =))
আমার তো এখনও আসল না :(( :(( ।
বরাবরের মতোন অসামান্য :clap: :clap: ।
Life is Mad.
আসছে আসছে......দেখছি 😛 থ্যাংকস।
Life is Mad.
//cadetcollegeblog.com/wp-content/uploads/2008/12/image1.jpg
link দিয়ে দিলাম সায়েদ ভাই, দেইখা চউখটারে ধইন্যো করেন।
ইন্দিয়ার্নাইন্টিন্সিকস্টি 9, আম্রাউ ধইন্যো হৈতাম দেইখা। :dreamy: 😡 :dreamy: 😡 :dreamy: 😡
এইটুকু বুঝতে বহুত কষ্ট করতে হইসে। :chup:
সাতেও নাই, পাঁচেও নাই
আন্দালিব, এই মাইয়া যতই সুন্দর হউক,
তোর এই 'অসহ্য রকম সুন্দর' কবিতাটার (কবিতাই তো) যোগ্য কিনা, ভাবতে হবে।
তোর লেখা পড়লে নিজেকে www.দরীদ্র.com মনে হয়।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দরিদ্র.beshi হবে মনে হয়... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপুটার চেহারায় নিকোল কিডম্যানের সাদৃশ্য আছে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপুটা ... 😮
জুনা তুই কি রে ?? শ্লা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি গাছ-মানব... :-B
গাছৃ ভাষা-'ইঙ্কিরি কুটু বড়ই ইব্বাকা ফালা ফালা'
বঙ্গানুবাদ- 'আপনের চামড়া বড়ই গাছের কাঁটায় ফালা ফালা হইয়া যাক...' x-( :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz:
:khekz: :khekz: :khekz:
বহুভাষাবীদ ... মনে পইরা গেল ...
'তুল চাচাউল আরবী লাহা'
'আরবী তোর চাতৃ ভাষা'
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz :khekz: :khekz: :khekz:
কবীর ভাই, এই ভাষাটা শিখায়ে দিয়েন বস!! :salute:
কিসের আপু কিসের কী? আমার তো ভালোই লাগে যেকোন মেয়েকে দেখলে। (নিজের একটা বোন আছে, আর কতগুলা কাজিন আছে, ওদের ছাড়া আর কাউকে আপু লাগে না! ) :dreamy: :dreamy: :dreamy: ;;) ;;) ;;)
অসাধারণ :salute:
জুনা ভাইয়ের সাথে একমত। "আপু"-র ব্যাপারটা না 😀
নিকোল কিডম্যানের ব্যাপারটা। চেহারার সাথে আসলেই মিল আছে।
কাব্যপ্রতিভা বিকশিত হইবার জইন্য আন্দালিব ভাইয়ের যেন এইরকম আরও অনেক অনেক রমণী দর্শনের সৌভাগ্য হয়, হেই কামুনা করতে আছি।
আহা! তোমার মুখে ফুলচন্দন পড়ুক! এহেন শুভকামনা সফল হউক!! :dreamy: :dreamy:
তারপরে কি? 😉
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ঝিকিঝিকি পম্পম ...
আবার জিগায় ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
পুউউউ...
হে হে হে ! বুদ্ধিমানের জন্যে ইশারাই যথেষ্ট। তবে আমি নিচে বলেছি যে কপাট কেন বন্ধ করে দিলাম! 🙂
মেয়েটার চোখে কেমন যেন একটা অদ্ভুত বিষন্নতা! তোমার লেখাতেও সেই বিষন্নতার ছাপ।
ভাল থেকো আন্দালিব।
:bash: :bash: :bash:
বুলজ্ আই তানভীর ভাই!! আমি ঐ বিষন্নতা দেখেই চমকে গেছি। ওয়েট করতেছিলাম যে সেটা আর কারো চোখে পড়ে কী না দেখার জন্যে! :clap: :clap:
আমি সেজন্যেই পরের 'চর্চিত এবং বিকশিত' ছবিটা দেখে আর মেনে নিতে পারতেছিলাম না। ঐ ছবিটা দিলাম না, অ্যাডজু ধরতে পারে বলে! 😛
আহা ;;) ;;)
সংসারে প্রবল বৈরাগ্য!
আহারে! আহারে! 🙂 🙂