বিশেষ কারণে ( :gulli: ) এই লেখাটি উত্সর্গ করা হলো IUTর তুহিনকে (আমাদের অতি পরিচিত কুচ্ছিত হাঁসের ছানা)।
কেমন আছো মেয়ে?
খামের গায়ে ঠিকানা দেখে চিনতে পারোনি নিশ্চয়?
আমি এখন অনেক উঠেছি,
ঢের বেড়েছি বিত্তভবে।
তোমার কী খবর?
বড় ছেলেটা ইস্কুলে যেতে শুরু করলো কি?
আর মেয়েটা?
আমার কোলে উঠেই যার কান্না থেমে গেছিল?
সকলেই ভালো থাকুক
এই আমার প্রার্থনা।
সকলকে নিয়ে তুমি সুখে থাকো
এই আমার কামনা।
তুমিতো নীড়ের খোঁজে ছুটে চলা বিহঙ্গ,
মিলন-প্রত্যাশায় বহতা নদী,
সঞ্চয়-লক্ষ্যে ক্ষুদ্র পতঙ্গ,
নদীর কূলে ডানামেলা প্রজাপতি।
আমি তোমায় এসব সুখ দিতে পারিনি,
ঠিক তাই তুমি ত্যাগ করেছিলে আমায়।
সত্যি হে নারী
অক্ষম পুরুষের ব্যর্থ প্রচেষ্টার
শিকার হতে, আসোনি তুমি।
দুর্বল পুরুষ তোমার
ভরা যৌবনে ঢেউ তুলে পরে
হারিয়ে দেবে অপূর্ণতায়,
এ-কেমন নিষ্ঠুর খেলা, তোমার সাথে।
ঠিক তাই তুমি ত্যাগ করেছিলে আমায়।
অবশ্য তুমি ঠিকই করেছিলে,
দুর্বলের আধিপত্য কেবা মানতে চায়!
নপুংসকের ‘ভালবাসাও’
চায়না এ-সমাজ;
অঙ্গ যবে বিকল, তখন
আত্মাটার আর কী আছে দাম!
০৪.০৪.২০০৬
কোয়েটা।
বরাবরের মতই শুন্দর হইসে আলম। কুচ্ছিত হাঁসের ছানাটা কি recently ছেকাফাইড দলের সদস্য হইসে নাকি???
@থ্যাংকু শাহেদ
আমার লেখায় তোর কমেন্ট পেলে সবচে খুশি লাগে।
"কেমন দেখলাম বাংলাদেশ" পড়ছিস?
লেখাটা পইড়া তুহিন শান্তি পাইব।
তোর "কেমন দেখলাম বাংলাদেশ" লেখাটা পড়েছি...তুই এরপর কবে জাবি দেশে??? আগামি বছর?? আমার কিন্তু প্লান আছে আগামি বছর মে-জুন এর দিকে...ইনশাল্লাহ...আর BTW...লেখাটা বেশ ভাল হইসে...
কবিতা ভাল লাগছে।
সাধু! সাধু!!
কবিতাটা মনে ধরছে...।
অনেকগুলো সত্যি কথা বেড়িয়ে এসেছে কবিতাটির মাঝে...।
কবি, সাধুবাদ তোমাকে...।
ধন্যবাদ
আহসান ভাই, তৌফিক ভাই, শাহেদ, মুহাম্মদ।
সুন্দর সুন্দর কমেন্টের জন্য।
মনে হয় ডাক্তারের কাছে যাওন লাগবো আমার।
যাও, যাও। মেইন পরীক্ষায় ফেইল হবার আগেই নিজের অবস্থা জাইন্না আস।